আমানুর রহমান রনি, ঢাকা

২০২৫ সালের জানুয়ারি থেকে মে—এই পাঁচ মাসে রাজধানী ঢাকায় খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতি ও চুরির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। গত বছরের (২০২৪) একই সময়ের তুলনায় মোট অপরাধ বেড়েছে প্রায় ৪০ শতাংশ। সবচেয়ে বেশি বেড়েছে হত্যাকাণ্ড, যা আগের বছরের তুলনায় প্রায় ১৮২ দশমিক ৫ শতাংশ বেশি। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান থেকেই এ তথ্য পাওয়া গেছে।
পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগের নৃশংস হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পরিসরে অপরাধ বৃদ্ধির বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিশেষ করে সোহাগকে হত্যা করার নির্মম ধরনের কারণে এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে।
পুলিশ কর্তৃপক্ষের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে ঢাকায় খুনসহ কোনো কোনো অপরাধ তিন গুণ পর্যন্ত বেড়েছে। সহিংস ও প্রাণঘাতী অপরাধ যেমন—হত্যা, অপহরণ, ছিনতাই ও ডাকাতির হার বেড়েছে গড়পড়তা ১৭৮ শতাংশ। বিষয়টি জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। চুরির মতো অপরাধ কিছুটা কমেছে। তবে হত্যা, অপহরণ, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা সমাজবিজ্ঞানীর।
সহিংস অপরাধের আশঙ্কাজনক বৃদ্ধি
ঢাকায় হত্যাকাণ্ড বেড়েছে প্রায় তিন গুণ। রাজধানীতে গত বছর যেখানে গড়ে প্রতি মাসে ১২টি হত্যাকাণ্ড ঘটত, এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৬টিতে। গত বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ঢাকায় ৬৩ জন খুন হয়। এ বছর একই সময়ে খুন হয়েছে ১৭৮ জন।
৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত) সামনে মো. সোহাগকে (৪০) নির্মমভাবে পিটিয়ে ও ইট-পাথরের আঘাতে হত্যা করা হয়। নিহত সোহাগ পুরোনো অ্যালুমিনিয়াম, বিদ্যুতের ক্যাবলসহ ভাঙারিসামগ্রীর ব্যবসা করতেন। সোহাগ নিজে ও তাঁর হত্যাকারীদের অনেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে নিহত সোহাগের পরিবার ও এলাকার মানুষ জানিয়েছে।

খুনের পাশাপাশি ঢাকায় অপহরণ বেড়েছে ২২০ শতাংশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, পারিবারিক দ্বন্দ্ব ও অর্থসংক্রান্ত জটিলতা এসব ঘটনার পেছনের অন্যতম কারণ। গত বছর প্রথম পাঁচ মাসে মাত্র ৩৫টি অপহরণের ঘটনা ঘটেছিল। এ বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অপহরণের ঘটনা ঘটেছে ১১২টি।
ছিনতাই ও ডাকাতি বেড়েছে দ্বিগুণের বেশি। বিশেষ করে নগরীর ব্যস্ত সড়ক, গলি ও পরিবহন ঘন এলাকাগুলোতে ছিনতাই বেড়েছে বলে অভিযোগ।
চুরি কমলেও এখনো উদ্বেগজনক
পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী চুরির পরিসংখ্যানে কিছুটা কমতির ইঙ্গিত মিলেছে। বাসাবাড়িতে চুরি কমেছে ২১ শতাংশ ও সাধারণ চুরি কমেছে ১৬ শতাংশ। এরপরও এই দুই ধরন মিলিয়ে মোট ৮৮৩টি চুরির ঘটনা ঘটেছে, যা মোট অপরাধের ৬২ শতাংশ।
ঢাকায় অপরাধ বৃদ্ধির বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারির চেয়ে ছিনতাই ও চুরির ঘটনা বর্তমানে কম। আরও কমে আসবে।’
এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা অপরাধ নিয়ন্ত্রণে জোর দিচ্ছি। বিশেষ অভিযান চলছে। কিছু সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়েছে, যাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নাগরিকদের সচেতন থাকাও জরুরি।’
রাজধানীতে অপরাধ বৃদ্ধির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের শিক্ষক তৌহিদুল হক বলেন, ‘এই পরিসংখ্যান শুধু পুলিশের নথিভুক্ত ঘটনা। বাস্তবে অপরাধের সংখ্যা আরও বেশি হতে পারে। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির অভাব অপরাধ বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।’
আরও খবর পড়ুন:

২০২৫ সালের জানুয়ারি থেকে মে—এই পাঁচ মাসে রাজধানী ঢাকায় খুন, অপহরণ, ছিনতাই, ডাকাতি ও চুরির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়েছে। গত বছরের (২০২৪) একই সময়ের তুলনায় মোট অপরাধ বেড়েছে প্রায় ৪০ শতাংশ। সবচেয়ে বেশি বেড়েছে হত্যাকাণ্ড, যা আগের বছরের তুলনায় প্রায় ১৮২ দশমিক ৫ শতাংশ বেশি। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান থেকেই এ তথ্য পাওয়া গেছে।
পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে মো. সোহাগের নৃশংস হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন পরিসরে অপরাধ বৃদ্ধির বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিশেষ করে সোহাগকে হত্যা করার নির্মম ধরনের কারণে এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে।
পুলিশ কর্তৃপক্ষের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের প্রথম পাঁচ মাসে ঢাকায় খুনসহ কোনো কোনো অপরাধ তিন গুণ পর্যন্ত বেড়েছে। সহিংস ও প্রাণঘাতী অপরাধ যেমন—হত্যা, অপহরণ, ছিনতাই ও ডাকাতির হার বেড়েছে গড়পড়তা ১৭৮ শতাংশ। বিষয়টি জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে। চুরির মতো অপরাধ কিছুটা কমেছে। তবে হত্যা, অপহরণ, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলেও আশঙ্কা সমাজবিজ্ঞানীর।
সহিংস অপরাধের আশঙ্কাজনক বৃদ্ধি
ঢাকায় হত্যাকাণ্ড বেড়েছে প্রায় তিন গুণ। রাজধানীতে গত বছর যেখানে গড়ে প্রতি মাসে ১২টি হত্যাকাণ্ড ঘটত, এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫.৬টিতে। গত বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ঢাকায় ৬৩ জন খুন হয়। এ বছর একই সময়ে খুন হয়েছে ১৭৮ জন।
৯ জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সঙ্গে যুক্ত) সামনে মো. সোহাগকে (৪০) নির্মমভাবে পিটিয়ে ও ইট-পাথরের আঘাতে হত্যা করা হয়। নিহত সোহাগ পুরোনো অ্যালুমিনিয়াম, বিদ্যুতের ক্যাবলসহ ভাঙারিসামগ্রীর ব্যবসা করতেন। সোহাগ নিজে ও তাঁর হত্যাকারীদের অনেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে নিহত সোহাগের পরিবার ও এলাকার মানুষ জানিয়েছে।

খুনের পাশাপাশি ঢাকায় অপহরণ বেড়েছে ২২০ শতাংশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, পারিবারিক দ্বন্দ্ব ও অর্থসংক্রান্ত জটিলতা এসব ঘটনার পেছনের অন্যতম কারণ। গত বছর প্রথম পাঁচ মাসে মাত্র ৩৫টি অপহরণের ঘটনা ঘটেছিল। এ বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অপহরণের ঘটনা ঘটেছে ১১২টি।
ছিনতাই ও ডাকাতি বেড়েছে দ্বিগুণের বেশি। বিশেষ করে নগরীর ব্যস্ত সড়ক, গলি ও পরিবহন ঘন এলাকাগুলোতে ছিনতাই বেড়েছে বলে অভিযোগ।
চুরি কমলেও এখনো উদ্বেগজনক
পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী চুরির পরিসংখ্যানে কিছুটা কমতির ইঙ্গিত মিলেছে। বাসাবাড়িতে চুরি কমেছে ২১ শতাংশ ও সাধারণ চুরি কমেছে ১৬ শতাংশ। এরপরও এই দুই ধরন মিলিয়ে মোট ৮৮৩টি চুরির ঘটনা ঘটেছে, যা মোট অপরাধের ৬২ শতাংশ।
ঢাকায় অপরাধ বৃদ্ধির বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বিভিন্ন উদ্যোগ নিয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারির চেয়ে ছিনতাই ও চুরির ঘটনা বর্তমানে কম। আরও কমে আসবে।’
এস এন মো. নজরুল ইসলাম বলেন, ‘আমরা অপরাধ নিয়ন্ত্রণে জোর দিচ্ছি। বিশেষ অভিযান চলছে। কিছু সংঘবদ্ধ চক্র সক্রিয় হয়েছে, যাদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে নাগরিকদের সচেতন থাকাও জরুরি।’
রাজধানীতে অপরাধ বৃদ্ধির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের শিক্ষক তৌহিদুল হক বলেন, ‘এই পরিসংখ্যান শুধু পুলিশের নথিভুক্ত ঘটনা। বাস্তবে অপরাধের সংখ্যা আরও বেশি হতে পারে। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির অভাব অপরাধ বৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে।’
আরও খবর পড়ুন:

সরকারি ক্ষমতার অপব্যবহার করে ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজির ওয়েবসাইটের ডোমেইন বন্ধ, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাকে গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মগবাজার টেলিফোন এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার (ব্রডব্যান্ড-২) জয়িতা সেন রিম্পীসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা...
১৯ মিনিট আগে
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যাত্রাবাড়ী, রূপনগর, শেরেবাংলা নগর, কলাবাগান ও মতিঝিল থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা নয়জন, রূপনগর থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ছয়জন...
২২ মিনিট আগে
চট্টগ্রামের বোয়ালখালীতে গোয়ালঘরে দেওয়া কয়েলের আগুনে তিনটি বসতঘর পুড়ে গেছে এবং গোয়ালঘরে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে মারা গেছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আহলা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গার নরেশ মেম্বারের বাড়িতে এই ঘটনা ঘটে।
৩৫ মিনিট আগে
মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহত নারীর স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আব্দুর রহমান ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে