Ajker Patrika

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র হত্যা: ৮ জনের নাম উল্লেখ করে মামলা

ঢামেক প্রতিবেদক
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১৫: ৪৬
নিহত জাহিদুল ইসলাম পারভেজ। ছবি: সংগৃহীত
নিহত জাহিদুল ইসলাম পারভেজ। ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের (২৫) ছুরিকাঘাতে নিহতের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ত্রিশজনের নামে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত ৮ জনসহ অজ্ঞাত ত্রিশজনের নামে মামলা হয়। আসামি গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এদিকে আজ রোববার (২০ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পারভেজের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক প্রভাষক ডা. ফারহানা ইয়াসমিন।

এর আগে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ কামাল। তিনি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হন পারভেজ। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বুকের বাম পাশে একটি জখমের আঘাত রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবির বলেন, ‘আমার ভাই শান্ত স্বভাবের ছিল। কোনো মারামারির মধ্যে ছিল না। কেন তাকে হত্যা করা হলো বুঝতে পারছি না। এই হত্যার বিচার চাই।’

হুমায়ুন আরও বলেন, এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। ছোট বোন ঢাকার মাইলস্টোনে পড়াশোনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিণী। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ফাই চান গ্রামে থাকে। পারভেজ কাফরুলে কাজিপাড়া আলহেরা হাসপাতালের পাশে একটি মেসে থাকত। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল পারভেজ।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা বলেন, নিহত পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল। আজ বেলা সাড়ে ১২টায় পল্টন বিএনপি কার্যালয়ের সামনে পারভেজের প্রথম জানাজা হবে।

নিহত পারভেজের বন্ধু তোফায়েল আহমেদ নয়ন বলেন, পারভেজের প্রথম জানাজা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হবে। তারপর গ্রামের বাড়িতে নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

১২০ বছরে ৩৬ দেশের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্র, পরিণতি ভয়াবহ

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

বিএনপি প্রার্থীর এনআইডিতে স্নাতক, হলফনামায় এইচএসসি

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন: হুমকিতে চীনের ১০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত