
বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সংগঠন ‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ এর কেন্দ্রীয় নির্দেশনায় এক ঘণ্টা ‘কলমবিরতি’ পালন করেছে বাংলাদেশ পরিসংখ্যান (বিবিএস) ব্যুরোর ক্যাডাররা। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত সময়ে এই ‘কলমবিরতি’ পালন করা হয়।
সংগঠনের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডারের অফিসাররা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদ এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
কর্মবিরতি পালনের সময় পরিসংখ্যান ক্যাডারের কর্মকর্তারা বলেন, ‘উপসচিব পদ কোনো বিশেষ ক্যাডারের পদ নয়। সিভিল সার্ভিস অ্যাক্ট-১৯৭৫ অনুযায়ী, মেধার ভিত্তিতে সিভিল সার্ভিসের সকল ক্যাডারের কর্মকর্তাকে উপসচিব ও তদূর্ধ্ব পদে নিয়োগের কথা থাকলেও বিভিন্ন অপকৌশল ও অজুহাতে এ সকল পদে নিজেদের জন্য কোটা পদ্ধতি চালু রেখেছে প্রশাসন ক্যাডার এবং ২০১৮ এর নির্বাচনের পর সার্ভিস অ্যাক্ট ১৯৭৫ বাতিল করা হয়েছে।
এ ছাড়া গত ৭ জানুয়ারির নির্বাচনের পর বিনিময় হিসেবে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি এ সকল পদ নিজেদের তফসিলে বাগিয়ে নিয়েছে প্রশাসন ক্যাডার। মূলত অবৈধ নির্বাচন আয়োজন ও বৈধ করনে সহযোগিতার পুরস্কার হিসেবে পদগুলো তারা কুক্ষিগত করে। এরূপ হীন কর্মকাণ্ড বাংলাদেশ সিভিল সার্ভিসকে ভারসাম্যহীন ও অকার্যকর করার মাধ্যমে দেশের এগিয়ে যাওয়ার পথে গভীর ষড়যন্ত্র ও মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টির নামান্তর।
জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব পদে প্রশাসন ক্যাডারের জন্য ৫০ শতাংশ কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০ শতাংশ পরীক্ষার ভিত্তিতে নিয়োগ সুপারিশ করবে বলে জানিয়েছে, যা মৌলিক অধিকার ও জুলাই-বিপ্লবের সঙ্গে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস থেকে আলাদা করার সুপারিশের কথাও জানানো হয়েছে, যা উদ্দেশ্যমূলক।
‘আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’-এর সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তের প্রতিবাদে পরিষদ কলমবিরতি ছাড়াও আগামী ২৬ ডিসেম্বর সকাল ১১ থেকে ১২ পর্যন্ত সকল অফিসে সামনে মানববন্ধন করবে। যেসব বিভাগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়নি অতি দ্রুত সেখানে সমাবেশ আয়োজন এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করবে। পাশাপাশি আগামী ৪ জানুয়ারি ঢাকায় ঢাকায় সমাবেশ করা হবে।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪৩ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে