Ajker Patrika

চার হাত ঘুরে ঠাকুরগাঁওয়ে পাওয়া মোবাইলের সূত্রে মিলল নরসিংদীতে খুনের রহস্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২৪, ০০: ০৪
চার হাত ঘুরে ঠাকুরগাঁওয়ে পাওয়া মোবাইলের সূত্রে মিলল নরসিংদীতে খুনের রহস্য

নরসিংদী থেকে খোয়া যাওয়া একটি বাটন মোবাইল ফোন পাওয়া যায় ঠাকুরগাঁওয়ে। সেই মোবাইলের সূত্র ধরে জানা যায়, চারজনের হাতবদল হয়ে মোবাইলটি ঠাকুরগাঁওয়ে গিয়ে সচল হয়। এক এক করে সর্বশেষ ব্যক্তির কাছে পৌঁছাতেই বেরিয়ে আসে নরসিংদীর একটি হত্যাকাণ্ডের রহস্য।

আজ রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থার অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান।

গত ১৪ নভেম্বর সন্ধ্যায় নরসিংদীর নির্মল দেবনাথের স্ত্রী মনি দেবনাথ ছেলে–মেয়েদের সঙ্গে নিয়ে ভাইফোঁটা অনুষ্ঠানে অংশ নিতে বাবার বাড়ি যান। মিষ্টির দোকানের কাজ শেষে নির্মল দেবনাথ রাতে বাড়ি এসে ঘুমিয়ে পড়েন। পরের দিন সকালে স্ত্রী–সন্তানরা বাড়ি এসে দেখেন খাটের ওপর নির্মল দেবনাথের ক্ষতবিক্ষত লাশ। এরপর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যাচ্ছিল না।

পরে নির্মলের ছেলে দুর্জয় দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মাধবদী থানায় মামলা করেন। পুলিশ সদর দপ্তরের নির্দেশে গত ৩১ ডিসেম্বর মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।

পিবিআইয়ের এ কর্মকর্তা বলেন, মামলাটি তদন্তে নেমে তথ্য প্রযুক্তির মাধ্যমে নির্মল দেবনাথের মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা করা হয়। একপর্যায়ে জানা যায়, মোবাইলটি ঠাকুরগাঁওয়ের হরিপুর থানা এলাকায় ব্যবহৃত হচ্ছে। গত ১ মার্চ দুপুরে ঠাকুরগাঁও থেকে লাইলী খাতুন নামে একজনকে মোবাইল ফোনসহ আটক করা হয়।

মোবাইলের বিষয়ে লাইলী জানান, মাধবদী এলাকায় চাকরি করার সময় সাকিল নামের একজনের সঙ্গে তাঁর পরিচয় হয়। সাকিল তাঁকে মোবাইলটি দিয়েছেন। পরে সাকিলকে নরসিংদী থেকে আটক করা হলে তিনি জানান, রবিন নামে একজনের কাছ থেকে ২৫০ টাকায় মোবাইলটি কিনেছেন। একপর্যায়ে রবিনকে আটক করলে তিনি জানান, মোবাইলটি তাঁর ফুপাতো ভাই মাসুম বিল্লা তাঁকে প্রায় তিন মাস আগে বিক্রির জন্য দেন।

পরে পিবিআই নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গত ৬ মার্চ মাধবদী থেকে মাসুম বিল্লাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুম বিল্লা জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন।

মাসুদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, গত ১৪ নভেম্বর রাত ৩টার দিকে নির্মল দেবনাথের বাড়িতে চুরি করতে যান মাসুম। বাড়ির ছাদে উঠে দরজা দিয়ে ঘরে ঢোকেন। ঘুমন্ত নির্মলের মোবাইল ও মানিব্যাগ নিয়ে নেন। এ সময় ঘুম ভেঙে গেলে নির্মলের বটি নিয়ে চোরকে ধাওয়া করেন।

ধারালো বটি হাতে নিয়ে এগিয়ে এলে মাসুম বিল্লা তাঁর হাত ধরে ফেলেন। তাঁদের মধ্যে প্রায় ২০ মিনিট ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মাসুম বিল্লা নির্মলকে ঘরে ঢুকিয়ে হাতে থেকে বটি কেড়ে নেন। এরপর নির্মলকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে মোবাইল ফোন ও টাকা–পয়সা নিয়ে পালিয়ে যান মাসুম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত