
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব অন্যায়ের বিচার, জুলাই গণহত্যার বিচার এবং ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ-ছাত্রলীগসহ তাদের সব সহযোগী সংগঠনকে নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করেন তাঁরা। ২০ মিনিট অবরোধের পর ১টা ২০–এ অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় আরিচাগামী লেনে যানজটের সৃষ্টি হয়।
এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন মহুয়া মঞ্চে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তাঁরা সেখান থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফটকসংলগ্ন (ডেইরি গেট) ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা বিক্ষোভ সমাবেশও করেন। সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।
সমাবেশে ইংরেজি বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, ‘আমাদের যেসব ভাই-বোনেরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন, তাঁদের বাবা-মায়ের চোখের পানি এখনো শুকায়নি। গতকালও কিশোরগঞ্জে আমাদের সহযোদ্ধার ওপর ফ্যাসিস্টের সহযোগীরা হামলা করেছে। জুলাই বিপ্লবে ছাত্র হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে জুলাই গণহত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
সঞ্চালক জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আপনারা জানেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে কীভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে। এত দিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের দ্বারা মানুষজন গুম, খুন, ধর্ষণের শিকার হয়েছে। তাদের কাছ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ ব্যতীত আর কিছুই আমরা পাইনি। আমাদের সহযোদ্ধা শফিউল আলম আরমানের ওপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ তাদের সব সহযোগী সংগঠনের নিষিদ্ধের দাবিতে আজ আমরা একত্র হয়েছি।’

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১০ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৬ মিনিট আগে