জাবি সংবাদদাতা

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব অন্যায়ের বিচার, জুলাই গণহত্যার বিচার এবং ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ-ছাত্রলীগসহ তাদের সব সহযোগী সংগঠনকে নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করেন তাঁরা। ২০ মিনিট অবরোধের পর ১টা ২০–এ অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় আরিচাগামী লেনে যানজটের সৃষ্টি হয়।
এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন মহুয়া মঞ্চে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তাঁরা সেখান থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফটকসংলগ্ন (ডেইরি গেট) ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা বিক্ষোভ সমাবেশও করেন। সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।
সমাবেশে ইংরেজি বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, ‘আমাদের যেসব ভাই-বোনেরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন, তাঁদের বাবা-মায়ের চোখের পানি এখনো শুকায়নি। গতকালও কিশোরগঞ্জে আমাদের সহযোদ্ধার ওপর ফ্যাসিস্টের সহযোগীরা হামলা করেছে। জুলাই বিপ্লবে ছাত্র হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে জুলাই গণহত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
সঞ্চালক জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আপনারা জানেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে কীভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে। এত দিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের দ্বারা মানুষজন গুম, খুন, ধর্ষণের শিকার হয়েছে। তাদের কাছ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ ব্যতীত আর কিছুই আমরা পাইনি। আমাদের সহযোদ্ধা শফিউল আলম আরমানের ওপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ তাদের সব সহযোগী সংগঠনের নিষিদ্ধের দাবিতে আজ আমরা একত্র হয়েছি।’

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব অন্যায়ের বিচার, জুলাই গণহত্যার বিচার এবং ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ-ছাত্রলীগসহ তাদের সব সহযোগী সংগঠনকে নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করেন তাঁরা। ২০ মিনিট অবরোধের পর ১টা ২০–এ অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় আরিচাগামী লেনে যানজটের সৃষ্টি হয়।
এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন মহুয়া মঞ্চে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তাঁরা সেখান থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফটকসংলগ্ন (ডেইরি গেট) ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা বিক্ষোভ সমাবেশও করেন। সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।
সমাবেশে ইংরেজি বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, ‘আমাদের যেসব ভাই-বোনেরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন, তাঁদের বাবা-মায়ের চোখের পানি এখনো শুকায়নি। গতকালও কিশোরগঞ্জে আমাদের সহযোদ্ধার ওপর ফ্যাসিস্টের সহযোগীরা হামলা করেছে। জুলাই বিপ্লবে ছাত্র হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে জুলাই গণহত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
সঞ্চালক জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আপনারা জানেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে কীভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে। এত দিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের দ্বারা মানুষজন গুম, খুন, ধর্ষণের শিকার হয়েছে। তাদের কাছ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ ব্যতীত আর কিছুই আমরা পাইনি। আমাদের সহযোদ্ধা শফিউল আলম আরমানের ওপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ তাদের সব সহযোগী সংগঠনের নিষিদ্ধের দাবিতে আজ আমরা একত্র হয়েছি।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে