Ajker Patrika

আ.লীগের সব সহযোগী সংগঠনের নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

জাবি সংবাদদাতা
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৫: ৪৬
আ.লীগের সব সহযোগী সংগঠনের নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব অন্যায়ের বিচার, জুলাই গণহত্যার বিচার এবং ‘ফ্যাসিস্ট’ আওয়ামী লীগ-ছাত্রলীগসহ তাদের সব সহযোগী সংগঠনকে নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেন অবরোধ করেন তাঁরা। ২০ মিনিট অবরোধের পর ১টা ২০–এ অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। এ সময় আরিচাগামী লেনে যানজটের সৃষ্টি হয়।

এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন মহুয়া মঞ্চে জড়ো হন শিক্ষার্থীরা। পরে তাঁরা সেখান থেকে একটি মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফটকসংলগ্ন (ডেইরি গেট) ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা বিক্ষোভ সমাবেশও করেন। সমাবেশ সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।

সমাবেশে ইংরেজি বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, ‘আমাদের যেসব ভাই-বোনেরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছেন, তাঁদের বাবা-মায়ের চোখের পানি এখনো শুকায়নি। গতকালও কিশোরগঞ্জে আমাদের সহযোদ্ধার ওপর ফ্যাসিস্টের সহযোগীরা হামলা করেছে। জুলাই বিপ্লবে ছাত্র হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অভিযুক্ত পুলিশদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুততম সময়ের মধ্যে জুলাই গণহত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

সঞ্চালক জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘আপনারা জানেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে কীভাবে দেশকে ধ্বংস করে দিয়েছে। এত দিন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ তাদের বিভিন্ন সহযোগী সংগঠনের দ্বারা মানুষজন গুম, খুন, ধর্ষণের শিকার হয়েছে। তাদের কাছ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ ব্যতীত আর কিছুই আমরা পাইনি। আমাদের সহযোদ্ধা শফিউল আলম আরমানের ওপর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ তাদের সব সহযোগী সংগঠনের নিষিদ্ধের দাবিতে আজ আমরা একত্র হয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবের কবর জিয়ারত করে গোপালগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচার শুরু

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত