নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পয়লা বৈশাখ ঘিরে কোনো হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ শনিবার রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করতে এসে এ কথা জানান তিনি। এ ছাড়া, বৈশাখকেন্দ্রিক সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘বৈশাখের এই অনুষ্ঠানে আগে নৃশংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। এ জন্য সব বিষয় মাথায় রেখেই ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার সুনির্দিষ্টভাবে হামলার কোনো আশঙ্কা নেই। হামলার আশঙ্কার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
পয়লা বৈশাখ ঘিরে নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়ে হাবিবুর রহমান বলেন, ‘সব অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকায় যেসব স্থানে অনুষ্ঠান হবে, প্রতিটি স্থান সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।’
ডিএমপি কমিশনার আরও জানান, অনুষ্ঠানস্থল ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া ভিডিও ক্যামেরা থাকবে। অনুষ্ঠান শুরুর আগে অনুষ্ঠানস্থল সুইপ করা হবে উন্নত ইকুইপমেন্ট দিয়ে। ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট তাদের মহড়া করেছে। তারা কোথায় দায়িত্ব পালন করবে কীভাবে কাজ করবে সে বিষয়েও মহড়া দিয়েছে।
যানবাহন চলাচলের ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। আজ সন্ধ্যা ও আগামীকাল পর্যন্ত কিছু জায়গায় ডাইভারশন দেওয়া হবে নিরাপত্তার স্বার্থে। যাঁরা গাড়ি চালাবেন, তাঁদের প্রতি অনুরোধ, তাঁরা যেন পুলিশকে সহায়তা করেন। পুলিশের যেসব নির্দেশনা থাকবে, তারা যেন সেগুলো পালন করে।’
তিনি জানান, অনুষ্ঠানস্থল ও বাইরে ডিএমপির ডিটেকটিভ ব্রাঞ্চ ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে, এরপর আর প্রবেশ করা যাবে না। সব অনুষ্ঠান ৫টার মধ্যে শেষ করতে হবে, এরপর আর কাউকে এখানে থাকতে দেওয়া হবে না।

পয়লা বৈশাখ ঘিরে কোনো হামলার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ শনিবার রাজধানীর রমনা বটমূলে নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করতে এসে এ কথা জানান তিনি। এ ছাড়া, বৈশাখকেন্দ্রিক সব অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘বৈশাখের এই অনুষ্ঠানে আগে নৃশংস হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। এ জন্য সব বিষয় মাথায় রেখেই ডিএমপির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার সুনির্দিষ্টভাবে হামলার কোনো আশঙ্কা নেই। হামলার আশঙ্কার বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।’
পয়লা বৈশাখ ঘিরে নিরাপত্তাব্যবস্থার কথা জানিয়ে হাবিবুর রহমান বলেন, ‘সব অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ঢাকায় যেসব স্থানে অনুষ্ঠান হবে, প্রতিটি স্থান সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।’
ডিএমপি কমিশনার আরও জানান, অনুষ্ঠানস্থল ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হবে। এ ছাড়া ভিডিও ক্যামেরা থাকবে। অনুষ্ঠান শুরুর আগে অনুষ্ঠানস্থল সুইপ করা হবে উন্নত ইকুইপমেন্ট দিয়ে। ইতিমধ্যে বোম্ব ডিসপোজাল ইউনিট তাদের মহড়া করেছে। তারা কোথায় দায়িত্ব পালন করবে কীভাবে কাজ করবে সে বিষয়েও মহড়া দিয়েছে।
যানবাহন চলাচলের ব্যাপারে ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। আজ সন্ধ্যা ও আগামীকাল পর্যন্ত কিছু জায়গায় ডাইভারশন দেওয়া হবে নিরাপত্তার স্বার্থে। যাঁরা গাড়ি চালাবেন, তাঁদের প্রতি অনুরোধ, তাঁরা যেন পুলিশকে সহায়তা করেন। পুলিশের যেসব নির্দেশনা থাকবে, তারা যেন সেগুলো পালন করে।’
তিনি জানান, অনুষ্ঠানস্থল ও বাইরে ডিএমপির ডিটেকটিভ ব্রাঞ্চ ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। আগামীকাল বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে, এরপর আর প্রবেশ করা যাবে না। সব অনুষ্ঠান ৫টার মধ্যে শেষ করতে হবে, এরপর আর কাউকে এখানে থাকতে দেওয়া হবে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জের ছয়টি আসনের সব কটিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীরা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে উঠে এসেছে, তাঁদের আয় ও সম্পদের চিত্র।
৩ ঘণ্টা আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম অংশে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশা। মহাসড়ক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা হাইওয়ে পুলিশকেও পাত্তা দিচ্ছেন না এসব অটোরিকশাচালক। পুলিশের সামনেই তাঁরা অটোরিকশা চালাচ্ছেন, যত্রতত্র যাত্রী তুলছেন-নামাচ্ছেন।
৩ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সংরক্ষিত বনাঞ্চলঘেঁষা কৃষিজমির মাটি ১০০ ফুট গভীরে খনন করে লুটপাট করা হচ্ছে। গভীর খননের ফলে নিচের স্তরে মাটির পরিবর্তে দেখা মিলেছে সিলিকন বালু। এতে করে মাটিখেকোদের দাপট বেড়েই চলেছে। সন্ধ্যা থেকে শুরু হয়ে ভোররাত পর্যন্ত চলে এই দাপট।
৩ ঘণ্টা আগে
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ডে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পানি না থাকায় ওয়ার্ডের কেবিন, ওয়াশরুম ও বাথরুম ব্যবহার করা যাচ্ছে না। বাধ্য হয়ে নিচতলা থেকে পানি এনে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হচ্ছে..
৪ ঘণ্টা আগে