নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

দীর্ঘ ১১ বছর ধরে শরীয়তপুরের নড়িয়ার কেদারপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের ভোটাররা বিক্ষোভ সমাবেশ করেন।
জানা যায়, নির্বাচন নিয়ে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক কর্তৃক তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গতকাল দুপুরে কেদারপুর ইউনিয়নে তদন্তের জন্য আসেন ওই কমিটির সদস্য নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদ উ জ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন ও নড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান। এ সময় ওই এলাকার ভোটাররা কেদারপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন করে তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন।
পরবর্তীতে ভোটাররা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ সমাবেশ করেন এবং তাঁদের ভোটাধিকারসহ সব ধরনের সুযোগ-সুবিধা ফিরে পেতে অনুরোধ জানান।
ভোটাররা বলেন, বিগত ১১ বছর যাবৎ কেদারপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। দ্বিতীয় ধাপে শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন আগামী ১১ নভেম্বর। ধাপে ধাপে যে নির্বাচন হচ্ছে তার ভেতর যেন কেদারপুর ইউনিয়নের নির্বাচন হয়। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পানিসম্পদ উপমন্ত্রী এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম এমপির কাছে দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, নদীভাঙনে কেদারপুর ইউনিয়নের ২টি ওয়ার্ডের কিছু অংশ বিলীন হয়ে গেছে। সীমানা জটিলতায় দীর্ঘ প্রায় ১১ বছর যাবৎ ওই ইউনিয়নের নির্বাচন বন্ধ রয়েছে। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে আজ আমরা ওই এলাকায় সরেজমিনে গিয়েছিলাম। আমরা একটি তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠাব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন-নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী, কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী আবুল হোসেন দেওয়ান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহার শিকারী।

দীর্ঘ ১১ বছর ধরে শরীয়তপুরের নড়িয়ার কেদারপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। এতে ক্ষুব্ধ হয়ে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ওই ইউনিয়নের ভোটাররা বিক্ষোভ সমাবেশ করেন।
জানা যায়, নির্বাচন নিয়ে এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক কর্তৃক তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গতকাল দুপুরে কেদারপুর ইউনিয়নে তদন্তের জন্য আসেন ওই কমিটির সদস্য নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদ উ জ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন ও নড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান। এ সময় ওই এলাকার ভোটাররা কেদারপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন করে তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন।
পরবর্তীতে ভোটাররা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ সমাবেশ করেন এবং তাঁদের ভোটাধিকারসহ সব ধরনের সুযোগ-সুবিধা ফিরে পেতে অনুরোধ জানান।
ভোটাররা বলেন, বিগত ১১ বছর যাবৎ কেদারপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। দ্বিতীয় ধাপে শরীয়তপুর সদর উপজেলা নির্বাচন আগামী ১১ নভেম্বর। ধাপে ধাপে যে নির্বাচন হচ্ছে তার ভেতর যেন কেদারপুর ইউনিয়নের নির্বাচন হয়। এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পানিসম্পদ উপমন্ত্রী এবং শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম এমপির কাছে দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, নদীভাঙনে কেদারপুর ইউনিয়নের ২টি ওয়ার্ডের কিছু অংশ বিলীন হয়ে গেছে। সীমানা জটিলতায় দীর্ঘ প্রায় ১১ বছর যাবৎ ওই ইউনিয়নের নির্বাচন বন্ধ রয়েছে। এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে আজ আমরা ওই এলাকায় সরেজমিনে গিয়েছিলাম। আমরা একটি তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠাব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন-নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিহির চক্রবর্তী, কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলী আবুল হোসেন দেওয়ান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতাহার শিকারী।

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ফসলি জমি থেকে মাটি কেটে সড়কে ব্যবহারের অভিযোগ উঠেছে। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের ফসলি জমি থেকে মাটি কেটে সড়ক নির্মাণের পর সেই জমি আবার ভরাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কথা রাখেনি তারা।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লক্ষ্মীপুরে চারটি আসনে বইছে ভোটের আমেজ। সব কটি আসনে প্রার্থী ঘোষণা দিয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছে বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত। বসে নেই অন্য দলের প্রার্থীরাও। সকাল-বিকেল চালাচ্ছেন প্রচারণা।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
৪ ঘণ্টা আগে