নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজধানীর ইস্ট ওয়েস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সঙ্গে মাঠে নেমেছেন স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও। আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর রামপুরার আফতাবনগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জড়ো হন তারা।
এ সময় রামপুরা রবনশ্রীর আইডিয়াল স্কুলসংলগ্ন প্রধান সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও বিক্ষোভে অংশ নিয়েছেন। এ ছাড়া, বনশ্রী বি-ব্লকের মেইন রোডেও বিক্ষোভ করেন শিক্ষার্থী-অভিভাবকেরা। এ সময় তারা রাস্তায় বিভিন্ন স্লোগান লেখেন, দেয়ালে গ্রাফিতি আঁকেন।
সরেজমিনে দেখা যায়, আফতাবনগরে বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা অবস্থান করলেও ১১টা ৫০ মিনিটে তারা আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ শুরু করেন। এ সময় পাঁচ শতাধিক শিক্ষার্থী একযোগে ৯ দফা দাবি আদায়ে স্লোগান দেওয়া শুরু করেন। আন্দোলন চলাকালে আফতাবনগরের প্রধান গেটের মুখে অর্ধশতাধিক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।
তাঁরা বলেন, আমরা ৯ দফা আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। দেশজুড়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। তাদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাই মরল কেন, শেখ হাসিনা জবাব চাই’, ‘দফা এক, দাবি এক, স্বৈরচারের পদত্যাগ’।
বনশ্রীতে সন্তানদের সঙ্গে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, তিনি মূলত তাঁর এবং বাংলাদেশের সব মায়ের সন্তানদের নিরাপদ ভবিষ্যতের কথা ভেবেই এই আন্দোলনে যোগ দিয়েছেন। এখানে কোনো রাজনৈতিক দলকে ফায়দা দেওয়ার জন্য তাঁরা আসেননি। তাঁরা এসেছেন ন্যায়বিচারের দাবিতে।
এ সময় সেই মাসহ উপস্থিত আরও কয়েকজন অভিভাবক সারা দেশের বাবা-মায়েদের প্রতি আহ্বান জানান, তারাও যেন ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমে আসেন। এ সময় অধিকাংশ অভিভাবকই আন্দোলনে নিহত মুগ্ধের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন রাজধানীর ইস্ট ওয়েস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সঙ্গে মাঠে নেমেছেন স্থানীয় কয়েকটি কলেজের শিক্ষার্থীরাও। আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে রাজধানীর রামপুরার আফতাবনগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে জড়ো হন তারা।
এ সময় রামপুরা রবনশ্রীর আইডিয়াল স্কুলসংলগ্ন প্রধান সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও বিক্ষোভে অংশ নিয়েছেন। এ ছাড়া, বনশ্রী বি-ব্লকের মেইন রোডেও বিক্ষোভ করেন শিক্ষার্থী-অভিভাবকেরা। এ সময় তারা রাস্তায় বিভিন্ন স্লোগান লেখেন, দেয়ালে গ্রাফিতি আঁকেন।
সরেজমিনে দেখা যায়, আফতাবনগরে বেলা সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা অবস্থান করলেও ১১টা ৫০ মিনিটে তারা আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ শুরু করেন। এ সময় পাঁচ শতাধিক শিক্ষার্থী একযোগে ৯ দফা দাবি আদায়ে স্লোগান দেওয়া শুরু করেন। আন্দোলন চলাকালে আফতাবনগরের প্রধান গেটের মুখে অর্ধশতাধিক পুলিশ সদস্যকে অবস্থান করতে দেখা গেছে।
তাঁরা বলেন, আমরা ৯ দফা আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। দেশজুড়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। তাদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমার ভাই মরল কেন, শেখ হাসিনা জবাব চাই’, ‘দফা এক, দাবি এক, স্বৈরচারের পদত্যাগ’।
বনশ্রীতে সন্তানদের সঙ্গে আসা নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, তিনি মূলত তাঁর এবং বাংলাদেশের সব মায়ের সন্তানদের নিরাপদ ভবিষ্যতের কথা ভেবেই এই আন্দোলনে যোগ দিয়েছেন। এখানে কোনো রাজনৈতিক দলকে ফায়দা দেওয়ার জন্য তাঁরা আসেননি। তাঁরা এসেছেন ন্যায়বিচারের দাবিতে।
এ সময় সেই মাসহ উপস্থিত আরও কয়েকজন অভিভাবক সারা দেশের বাবা-মায়েদের প্রতি আহ্বান জানান, তারাও যেন ন্যায়বিচারের দাবিতে রাস্তায় নেমে আসেন। এ সময় অধিকাংশ অভিভাবকই আন্দোলনে নিহত মুগ্ধের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

বিনা মামলায় আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপির এমপি প্রার্থী হারুনুর রশীদ। তিনি বলেছেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও প্রতীক নেই। আওয়ামী লীগ ভোট করছে না। এখন তারা কাকে ভোট দেবে, এটা তাদের পছন্দের ব্যাপার। জামায়াতে ইসলামীকে
১০ মিনিট আগে
নারায়ণগঞ্জের বন্দর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
১৬ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জ-ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মধ্যেরচর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে।
৩ ঘণ্টা আগে