
মানিকগঞ্জের সিংগাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিল আহমেদ (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ গতকাল মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার দক্ষিণ জামশা এলাকার নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয়।
নিহত শাকিল আহমেদ ঢাবির চারুকলা অনুষদের ২০১৮-১৯ সেশনের ভাস্কর্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি উপজেলার দক্ষিণ জামশা গ্রামের নাসিরুদ্দিন আহমেদের ছেলে। তাঁর মৃত্যুর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব তারেক রেজা ফেসবুক পোস্টে জানান, মবের হুমকিতেই শাকিল আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। শাকিল আহমেদের পরিবারকে প্রকাশ্যে মাঠে এনে পিটিয়ে এলাকাছাড়া করার হুমকি দেওয়া হয়েছিল।
মানিকগঞ্জের সিংগাইরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় চরম শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শাকিলের বাবা নাসির উদ্দিন আহমেদ দাবি করেন, ‘ষড়যন্ত্র করে মানসিক চাপে ফেলে আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। ওকে আত্মহত্যায় বাধ্য করা হয়েছে। আমি আল্লাহর কাছে ন্যায়বিচার চাই।’ তিনি আরও জানান, শাকিল মাস্টার্স শেষ করার প্রস্তুতি নিচ্ছিলেন এবং সম্প্রতি বলেছিলেন, ‘আব্বা, আর পাঁচ মাস। মাস্টার্স শেষ করলেই চাকরি পাব। তোমার টাকাপয়সা লাগবে না।’
কণ্ঠে কান্না চাপা দিতে না পেরে নাসির উদ্দিন বলেন, ‘ছোটবেলা থেকে ও পড়ালেখায় ভালো ছিল। অনেক কষ্ট করে ওকে এই পর্যন্ত আনছি।’
পারিবারিক সূত্র জানায়, কয়েক মাস আগে ফেসবুকে একটি ধর্মীয় বিষয়ে ভুল মন্তব্য করেছিলেন শাকিল, যা পরে তিনি মুছে ফেলেন ও অনুতপ্ত হন। কিন্তু গত সোমবার সেই মন্তব্যের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর রাতে স্থানীয় কিছু লোকজন বাড়িতে গিয়ে শাকিল ও তাঁর পরিবারকে ভয়ভীতি দেখায়।
কারা হুমকি দিয়েছে—এমন প্রশ্নের জবাবে শাকিলের বাবা বলেন, ‘রাতে অনেক লোক এসেছিল, কে কে ছিল, ভালো করে চিনতে পারিনি। শুধু বলছিল, শাকিলকে শাস্তি দিতে হবে, ওকে হাজির করতে হবে। পরে মোবাইলে শাকিলকে বলা হয়, বাজারে না এলে গলা পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে মারব। এই সব শুনেই সে ভেঙে পড়ে।’
শাকিল তিন ভাইয়ের মধ্যে ছোট ছিলেন। বড় দুই ভাই প্রবাসে থাকেন। কৃষিকাজ করে আয় করা অর্থ দিয়েই সন্তানকে উচ্চশিক্ষায় পাঠিয়েছিলেন পিতা।
মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ পাই, তাহলে সে ক্ষেত্রে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন:

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের সভায় যাওয়ার পথে দুর্বৃত্তের হামলায় তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কালীগঞ্জ উপজেলার উল্ল্যা গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জের উল্ল্যা গ্রামের আনোয়ার হোসেন কালু, সদর উপজেলা...
৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ফরিদপুরে লাইসেন্সধারী সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
১১ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও যুবদলের পাশাপাশি সভা-সমাবেশের ডাক ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। এই অবস্থায় উভয় পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন
১৪ মিনিট আগে
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক সাবেক নেতা বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে এক অনুষ্ঠানে তাঁরা ছাত্রদলে যোগ দেন।
১৭ মিনিট আগে