রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিমের নিজ শহর রাজবাড়ীর পাংশা রেলস্টেশন এলাকা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়েছে। আজ সোমবার শহরের কুরাপাড়া রেলগেট এলাকা থেকে এ অভিযান শুরু করেন রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। অভিযানের প্রথম দিনে রেলওয়ের জায়গায় অবৈধভাবে নির্মিত কয়েকটি দোকানপাট ও একটি রেস্টুরেন্ট উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় ভিড় জমান উৎসুক জনতা। হুটহাট করে অভিযান চালানোতে দোকানের মালামাল নিয়ে বিপাকে পড়েন ব্যবসায়ীরা। তবে অভিযানের আগে ব্যবসায়ীদের বিষয়টি জানানো হয়েছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষর।
এর আগে দীর্ঘদিন অধিগ্রহণ করা জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য জমি মেপে লাল নিশানা দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। রেলের জমিতে অবৈধ স্থাপনা ও বেদখলদারদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। বিষয়টি কেউ আমলে নেয়নি বলে জানায় রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান।
এ বিষয়ে রেস্টুরেন্ট ব্যবসায়ী খন্দকার তৈয়বুর হাসান বিপ্লব বলেন, ‘আমার দলিলকৃত সম্পত্তির ওপর রেস্টুরেন্ট করেছি। আমার সম্পূর্ণ দলিলাদি তাদের কাছে শো করেছি। বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষের লোকজন অনেক পুরোনো একটি ম্যাপ নিয়ে এসেছে। যে ম্যাপ কারও কাছে নেই। অবৈধভাবে, বৈধ জায়গার স্থাপনা ভাঙছে রেলওয়ে কর্তৃপক্ষ।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘পাংশা শহরের নারায়ণপুর মৌজা থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে। এই মৌজার প্রায় অর্ধশত একর জমি অধিগ্রহণ করা ছিল। তার মধ্যে প্রায় ৪০% জমি বেদখল হয়ে গেছে।
যেখান থেকে অভিযান শুরু হয়েছে, সেখানকার অনেকেই দাবি করছে তাদের ক্রয়কৃত সম্পত্তি। তবে আমরা সম্পূর্ণ নিশ্চিত হয়েছি, এই জমি আমাদের অধিগ্রহণ করা ছিল। এ জন্য অভিযান শুরু করা হয়েছে। রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
১৯ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
২৯ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। দুটি পক্ষই জোর প্রচার চালিয়ে যাচ্ছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। তবে পিরোজপুর ১ ও ২ আসনে জামায়াতের প্রার্থী দুই সহোদর কাজে লাগাতে চান প্রয়াত বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীর ইমেজ।
১ ঘণ্টা আগে