ঢামেক প্রতিনিধি, ঢাকা

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আবারও এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে চিকিৎসক পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়। তাঁর নাম ডালিয়া (৩২)।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভবনের তৃতীয় তলায় আরমান নামের এক যুবককে আত্মীয় বানিয়ে চিকিৎসা দিতে নিয়ে এসে ধরা পড়েন ডালিয়া। পরে বার্ন ইউনিটের চিকিৎসকেরা তাঁকে আনসার সদস্যের কাছে সোপর্দ করেন।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা যুবক আরমান জানান, তাঁর বাসা কেরানীগঞ্জে। তিনি বলেন, ‘এক বছর আগে কক্সবাজারে ঘুরতে গিয়ে পায়ে আঘাত পাই। এরপর থেকেই বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছিলাম ডা. সালমা আমানের কাছে। তখন থেকেই ডালিয়া আমাদের সঙ্গে ছিল। সে আমাদের দূর সম্পর্কের আত্মীয়। সে আমাদের কাছেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়েছে। কিন্তু আজ জানলাম সে ডাক্তার নয়।’
আরমান আরও বলেন, ‘আজ সকালে ফলোআপে আসি বার্ন ইউনিটে। সঙ্গে ছিলেন ডালিয়া। আমার ডাক্তার (সালমা আমান) চিকিৎসার বিষয়ে একটি ইংরেজি কথা বললে, জবাবে ডালিয়া ভুল বলেন। তখন তাঁকে ভুয়া ডাক্তার বলে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়।’
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘অ্যাপ্রোন পরা ও গলায় স্টেথেস্কোপসহ এক নারীকে আটক করা হয়েছে। তবে সে ডাক্তার পরিচয় দিলেও কোনো কথা বলতে রাজি হয়নি। তার কাছ থেকে কোনো ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি। তবে তার আচরণ দেখে মনে হয়েছে, সে প্রফেশনাল প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।’
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘বার্ন ইউনিট কর্তৃপক্ষ ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী ডালিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। শাহবাগ থানার পুলিশ বিষয়টি তদন্ত করবে।’
এর আগে, গত ১৭ নভেম্বর হাসপাতালের নাক কান গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্ণা (২২) নামে এক তরুণীকে আটক করা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) আবারও এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে চিকিৎসক পরিচয় দেওয়া এক নারীকে আটক করা হয়। তাঁর নাম ডালিয়া (৩২)।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ভবনের তৃতীয় তলায় আরমান নামের এক যুবককে আত্মীয় বানিয়ে চিকিৎসা দিতে নিয়ে এসে ধরা পড়েন ডালিয়া। পরে বার্ন ইউনিটের চিকিৎসকেরা তাঁকে আনসার সদস্যের কাছে সোপর্দ করেন।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে চিকিৎসা নিতে আসা যুবক আরমান জানান, তাঁর বাসা কেরানীগঞ্জে। তিনি বলেন, ‘এক বছর আগে কক্সবাজারে ঘুরতে গিয়ে পায়ে আঘাত পাই। এরপর থেকেই বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছিলাম ডা. সালমা আমানের কাছে। তখন থেকেই ডালিয়া আমাদের সঙ্গে ছিল। সে আমাদের দূর সম্পর্কের আত্মীয়। সে আমাদের কাছেও নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়েছে। কিন্তু আজ জানলাম সে ডাক্তার নয়।’
আরমান আরও বলেন, ‘আজ সকালে ফলোআপে আসি বার্ন ইউনিটে। সঙ্গে ছিলেন ডালিয়া। আমার ডাক্তার (সালমা আমান) চিকিৎসার বিষয়ে একটি ইংরেজি কথা বললে, জবাবে ডালিয়া ভুল বলেন। তখন তাঁকে ভুয়া ডাক্তার বলে পুলিশের কাছে ধরিয়ে দেওয়া হয়।’
ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. নাসির উদ্দিন বলেন, ‘অ্যাপ্রোন পরা ও গলায় স্টেথেস্কোপসহ এক নারীকে আটক করা হয়েছে। তবে সে ডাক্তার পরিচয় দিলেও কোনো কথা বলতে রাজি হয়নি। তার কাছ থেকে কোনো ধরনের তথ্য বের করা সম্ভব হয়নি। তবে তার আচরণ দেখে মনে হয়েছে, সে প্রফেশনাল প্রতারক। তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে।’
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘বার্ন ইউনিট কর্তৃপক্ষ ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী ডালিয়া নামে এক ভুয়া চিকিৎসককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে তাঁকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। শাহবাগ থানার পুলিশ বিষয়টি তদন্ত করবে।’
এর আগে, গত ১৭ নভেম্বর হাসপাতালের নাক কান গলা বিভাগ থেকে পাপিয়া আক্তার স্বর্ণা (২২) নামে এক তরুণীকে আটক করা হয়েছিল।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩ ঘণ্টা আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৩ ঘণ্টা আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
৩ ঘণ্টা আগে