সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে ১৫ কিশোর ও যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও পাইপ জব্দ করা হয়।
আটক কিশোর, যুবকেরা ‘ডেঞ্জার গ্যাং’ নামের একটি অপরাধী চক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে। তাঁদের কাছ থেকে ‘ডেঞ্জার গ্যাং’ লেখা একই রঙের দুটি গেঞ্জি জব্দ করা হয়।
গতকাল বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল এই অভিযান চালায়। প্রথমে কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের তুলসীখালী সেতুর নিচ থেকে ১৩ জনকে এবং পরে নবাবগঞ্জের দৌলতপুর থেকে আরও দুজনকে আটক করা হয়।
জানা গেছে, ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলারে করে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উঠতি বয়সী তরুণেরা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী সেতুর আশপাশে নদীতে উচ্চ স্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করছিল। এ সময় তারা দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে পরিবার নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসা মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন এবং অস্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে অভিযোগ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের একটি যৌথ দল অভিযান চালায়।
এ বিষয়ে কেরানীগঞ্জের ধলেশ্বরী সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করলে তাঁরা কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘এটি মূলত নৌ-পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা তাঁদের সহযোগিতা করেছি। আটক ব্যক্তিদের রাতেই মুন্সিগঞ্জের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে ট্রলার নিয়ে দেশীয় অস্ত্রের মহড়া ও অশ্লীল নৃত্যের অভিযোগে ১৫ কিশোর ও যুবককে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে রামদা, ছুরি, চাইনিজ কুড়াল, হকিস্টিক ও পাইপ জব্দ করা হয়।
আটক কিশোর, যুবকেরা ‘ডেঞ্জার গ্যাং’ নামের একটি অপরাধী চক্রের সদস্য বলে অভিযোগ রয়েছে। তাঁদের কাছ থেকে ‘ডেঞ্জার গ্যাং’ লেখা একই রঙের দুটি গেঞ্জি জব্দ করা হয়।
গতকাল বুধবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল এই অভিযান চালায়। প্রথমে কেরানীগঞ্জ-নবাবগঞ্জ সড়কের তুলসীখালী সেতুর নিচ থেকে ১৩ জনকে এবং পরে নবাবগঞ্জের দৌলতপুর থেকে আরও দুজনকে আটক করা হয়।
জানা গেছে, ঈদের দিন থেকে বিভিন্ন ট্রলারে করে কিশোর গ্যাং ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা উঠতি বয়সী তরুণেরা উপজেলার চিত্রকোট ইউনিয়নের তুলসীখালী সেতুর আশপাশে নদীতে উচ্চ স্বরে গান বাজিয়ে অশ্লীল নৃত্য করছিল। এ সময় তারা দেশি অস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে পরিবার নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসা মানুষ বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হন এবং অস্ত্র দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে অভিযোগ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের একটি যৌথ দল অভিযান চালায়।
এ বিষয়ে কেরানীগঞ্জের ধলেশ্বরী সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করলে তাঁরা কোনো বক্তব্য দিতে রাজি হননি। তবে নতুন সোনাকান্দা আদর্শ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, ‘এটি মূলত নৌ-পুলিশের কাজ। সেনাবাহিনীর একটি দল অভিযান চালালে আমরা তাঁদের সহযোগিতা করেছি। আটক ব্যক্তিদের রাতেই মুন্সিগঞ্জের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
৬ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তাছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
১৯ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে
মানিকগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ডেলটা জেনারেল হাসপাতালে নিপা ঘোষ (২১) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। নিহত নিপার স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওই নারীর মৃত্যু হয়েছে। নিপা ঘোষ মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের চকবাস্তা গ্রামের রিপন কুমার ঘোষের স্ত্রী।
২৯ মিনিট আগে