Ajker Patrika

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, লন্ডনপ্রবাসী যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
মো. মোস্তাক মোল্লা। ছবি: সংগৃহীত
মো. মোস্তাক মোল্লা। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লন্ডনপ্রবাসী যুবক মো. মোস্তাক মোল্লা নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের গাইটাল পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মোস্তাক মোল্লা (৩৫) সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ভাটগাঁও গ্রামের আশরাফ উদ্দিনের (মেনু মোল্লার) ছেলে। তিনি লন্ডন থেকে চলতি মাসের ৩ তারিখ বাংলাদেশে নিজ বাড়িতে আসেন। কয়েক দিন পর তাঁর লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল।

স্বজনেরা জানান, আজ দুপুরে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে নিয়ে যাওয়ার পথে বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এসব তথ্য নিশ্চিত করে বলেন, মোস্তাক মোল্লা বাড়ি থেকে মোটরসাইকেলযোগে জেলা শহরে যাওয়ার পথে গাইটাল পুকুরপাড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষ হয়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত