নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পৃথক তিন থানায় দায়ের করা নাশকতার আট মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার দেখানোর পর পাঁচ মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন পৃথকভাবে এসব আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবীরা। আট মামলার মধ্যে পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলা রয়েছে।
আজ সকালে শুনানির পর আদালত আট মামলায় গ্রেপ্তার দেখান। বিকেলে এসব মামলায় জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত রমনা থানার তিন মামলায়, বাড্ডা থানার এক ও পল্টন থানার এক মামলায় জামিন দেন।
শামসুজ্জামান দুদুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মোট ১০টি মামলা হয়। এখনো তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে, যেগুলোতে জামিন পাননি।
আজ আরও তিনটি মামলায় জামিন শুনানির জন্য ছিল। কিন্তু মামলার মূল নথি অন্য গ্রেপ্তার আসামির জামিন শুনানির জন্য মহানগর দায়রা জজ আদালতে থাকায় তিন মামলায় শুনানি হয়নি।
গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল দুদুকে তাঁর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করে। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

রাজধানীর পৃথক তিন থানায় দায়ের করা নাশকতার আট মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেপ্তার দেখানোর পর পাঁচ মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে।
আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন পৃথকভাবে এসব আদেশ দেন।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আট মামলায় দুদুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তাঁর পক্ষের আইনজীবীরা। আট মামলার মধ্যে পল্টন থানার চার, রমনা থানার তিন ও বাড্ডা থানার এক মামলা রয়েছে।
আজ সকালে শুনানির পর আদালত আট মামলায় গ্রেপ্তার দেখান। বিকেলে এসব মামলায় জামিন শুনানি হয়। শুনানি শেষে আদালত রমনা থানার তিন মামলায়, বাড্ডা থানার এক ও পল্টন থানার এক মামলায় জামিন দেন।
শামসুজ্জামান দুদুর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে মোট ১০টি মামলা হয়। এখনো তাঁর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে, যেগুলোতে জামিন পাননি।
আজ আরও তিনটি মামলায় জামিন শুনানির জন্য ছিল। কিন্তু মামলার মূল নথি অন্য গ্রেপ্তার আসামির জামিন শুনানির জন্য মহানগর দায়রা জজ আদালতে থাকায় তিন মামলায় শুনানি হয়নি।
গত ৫ নভেম্বর দিবাগত রাত ১২টার পরপর গোয়েন্দা পুলিশ পরিচয়ে ১৫-২০ জনের একটি দল দুদুকে তাঁর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে গ্রেপ্তার করে। পরদিন প্রধান বিচারপতির বাসভবনে হামলা, পুলিশের ওপর হামলা ও পুলিশ সদস্য হত্যার অভিযোগের মামলায় তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত। রিমান্ড শেষে গত ৯ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
৩৭ মিনিট আগে
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে ব্যাখ্যা আগামীকাল বুধবার তাঁকে সশরীরে আদালতে তলব করা হয়েছে। আসনটির নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
১ ঘণ্টা আগে