নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুর বিরুদ্ধে গুলশানে এক বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন জমির মালিক নুর জাহান বেগম।
তিনি জানান, স্বামী মরহুম আবু ফতেহ ভূঁইয়ার মালিকানা সূত্রে ১৯৬২ সাল থেকে গুলশান-১ এর ১১ রোডের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। কিন্তু ১৯৮০ সালে সেই জায়গা নিয়ে মামলা হয়। ১৯৯৯ সালে নিম্ন আদালত তাদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল হয়। উচ্চ আদালত ও নিম্ন আদলত ৩০টি রায় দেয়, যার মধ্যে ২৮টি নুর জাহান বেগমের পক্ষে যায়।
বিপক্ষে যাওয়া দুটো রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে পিটিশন দাখিল করেন তিনি। ২০১৭ সালে প্রধান বিচারপতির আদালতে নুর জাহান বেগমের পক্ষে লিভ টু আপিল গ্রহণ করে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ আসে।
নুর জাহান বেগম বলেন, ২০২১ সালে ‘ভূমি দস্যু’ এম এন এইচ বুলু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের সহায়তায় নিলামে কিনেছেন দাবি করে দখল করতে আসেন এবং বাড়ির সামনের অংশের কিছু জায়গা দখল করে নেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলকৃত জায়গা নুর জাহান বেগমের পরিবার আবার নিজেদের নিয়ন্ত্রণে নেন বলে সংবাদ সম্মেলনে জানান তার বড় ছেলে দেলোয়ার হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর বুলু কিছুদিন গা-ঢাকা দেন। এরপর আবারও আমাদের বিএনপি নেতাদের আত্নীয় পরিচয় দিয়ে প্রাণনাশে হুমকি দেওয়ার পাশাপাশি বাড়ি দখলের করবেন বলছেন।’
অভিযোগের বিষয়ে জানতে এম এন এইচ বুলুর সঙ্গে যোগাযোগের জন্য কোন মোবাইল নম্বর পাওয়া যায়নি।
আরও খবর পড়ুন:

বিএনএস গ্রুপের চেয়ারম্যান এম এন এইচ বুলুর বিরুদ্ধে গুলশানে এক বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন জমির মালিক নুর জাহান বেগম।
তিনি জানান, স্বামী মরহুম আবু ফতেহ ভূঁইয়ার মালিকানা সূত্রে ১৯৬২ সাল থেকে গুলশান-১ এর ১১ রোডের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। কিন্তু ১৯৮০ সালে সেই জায়গা নিয়ে মামলা হয়। ১৯৯৯ সালে নিম্ন আদালত তাদের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল হয়। উচ্চ আদালত ও নিম্ন আদলত ৩০টি রায় দেয়, যার মধ্যে ২৮টি নুর জাহান বেগমের পক্ষে যায়।
বিপক্ষে যাওয়া দুটো রায়ের বিরুদ্ধে সুপ্রীম কোর্টের আপিল বিভাগে পিটিশন দাখিল করেন তিনি। ২০১৭ সালে প্রধান বিচারপতির আদালতে নুর জাহান বেগমের পক্ষে লিভ টু আপিল গ্রহণ করে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ আসে।
নুর জাহান বেগম বলেন, ২০২১ সালে ‘ভূমি দস্যু’ এম এন এইচ বুলু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের সহায়তায় নিলামে কিনেছেন দাবি করে দখল করতে আসেন এবং বাড়ির সামনের অংশের কিছু জায়গা দখল করে নেন।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলকৃত জায়গা নুর জাহান বেগমের পরিবার আবার নিজেদের নিয়ন্ত্রণে নেন বলে সংবাদ সম্মেলনে জানান তার বড় ছেলে দেলোয়ার হোসেন ভূঁইয়া।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার পতনের পর বুলু কিছুদিন গা-ঢাকা দেন। এরপর আবারও আমাদের বিএনপি নেতাদের আত্নীয় পরিচয় দিয়ে প্রাণনাশে হুমকি দেওয়ার পাশাপাশি বাড়ি দখলের করবেন বলছেন।’
অভিযোগের বিষয়ে জানতে এম এন এইচ বুলুর সঙ্গে যোগাযোগের জন্য কোন মোবাইল নম্বর পাওয়া যায়নি।
আরও খবর পড়ুন:

নারায়ণগঞ্জ আদালতে যৌতুক মামলায় হাজিরা দিতে আসা নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করা নিয়ে ছাত্রদল নেতা-কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। আত্মীয়ের দাফন শেষে বাড়ি ফেরার পথে গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁরা ডাকাতদের কবলে পড়েন। উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের দুই সংসদ সদস্য প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বরত সিভিল জজ। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ওই কমিটির পক্ষ থেকে দুটি কারণ দর্শানোর নোটিশ গণমাধ্যমে পাঠানো হয়।
৪০ মিনিট আগে
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম, প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী এবং বাংলা ইনসাইডার পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা এক মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান গাজী এই আদেশ দেন।
৪৩ মিনিট আগে