কোরবানির ঈদকে কেন্দ্র করে গত কয়েক দিনের তুলনায় আজ শুক্রবার সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। তবে যানবাহনের চাপ থাকলেও যাত্রীদের দুর্ভোগ নেই।
যাত্রীরা জানান, ঈদের আর মাত্র এক দিন বাকি থাকায় আজ সকাল থেকে যাত্রী ও দূরপাল্লার যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। গত রাতে মহাসড়কে যানজট থাকায় সকালে গাড়ির চাপ ছিল অনেক বেশি। প্রচুর যাত্রী লোকাল বাসে ঘাটে আসছে আর লঞ্চ ও ফেরিতে পার হচ্ছে।
আজ শুক্রবার সকালে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, পাটুরিয়া পুলিশ কন্ট্রোলরুম এলাকা থেকে আরসিএল মোড় পার হয়ে চরেরডাঙ্গা পর্যন্ত আড়াই কিলোমিটার এলাকাজুড়ে ছিল গাড়ি। তবে সকাল ১০টার পর থেকে কোনো গাড়ি অপেক্ষায় থাকতে দেখা যায়নি।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, গত রাতে যাত্রী পারাপার করায় সকালে বড় গাড়ির চাপ বেড়েছে। প্রায় দেড় শ বড় গাড়ি সড়কে ছিল। তবে সাড়ে ৯টার দিকে সব স্বাভাবিক হয়ে গেছে। আজ ২০টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
৫ নম্বর ফেরিঘাট এলাকায় দায়িত্বরত সার্জেন্ট শিবলু জানান, গাড়ির চাপ নেই। সকাল ৮টার দিকে প্রায় ১০০ ছোট গাড়ি ঘাট এলাকায় থাকলেও আধা ঘণ্টা পর থেকে ঘাটে আর কোনো ছোট গাড়ি অপেক্ষায় নেই।
সাতক্ষীরার শ্যামনগরগামী জয় পরিবহনের যাত্রী জামাল হোসেন জানান, মহাসড়কে যানজট বেশি। গতকাল সন্ধ্যা ৭টায় গাজীপুর থেকে বের হয়ে বেলা ১১ ঘণ্টায় পাটুরিয়া ঘাটে আসছি। ১ ঘণ্টা ধরে ঘাটে বসে আছি, এখনো ফেরিতে উঠতে পারিনি।
চুয়াডাঙ্গাগামী মামনি পরিবহনের যাত্রী মিরাজুল বলেন, ‘গতকাল রাত ১১টার দিকে গাড়ি ছাড়ার কথা থাকলেও দিবাগত রাত ১টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে গাড়ি ছাড়ে। ছয় ঘণ্টায় ঘাটে এলেও দেড় ঘণ্টা ধরে বসে আছি।’
জয় পরিবহনের ড্রাইভার তৌহিদ মিয়া বলেন, ‘সাভার-আশুলিয়া মহাসড়কে ব্যাপক যানজট। ঘাটেও দেড় ঘণ্টা ধরে বসে আছি।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৮ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৮ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৮ মিনিট আগে