
ফরিদপুরে নতুন পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় এবং ভোক্তা অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে দাম কমেছে। যা এক দিনের ব্যবধানে মণপ্রতি কমেছে প্রায় ৮০০ টাকা এবং কেজিপ্রতি কমেছে ৩০ থেকে ৪০ টাকা।
আজ সোমবার জেলা সদরের মোমিনখার হাটে দেখা যায়, পাইকারি পর্যায়ে পেঁয়াজের মণ বিক্রি হচ্ছে ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকায়। যা আগের দিন রোববার ছিল ৪ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৭০০ টাকা।
জেলা শহর ও কয়েকটি বাজারে দেখা যায়, খুচরা পর্যায়ে মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ থেকে ১৩০ টাকা, দেশি পুরোনো পেঁয়াজ ১৬০ থেকে ১৭০ টাকা দরে এবং ইন্ডিয়ান পেঁয়াজ ১১০-১১৫ টাকা দরে। এসব বাজারে আগের দিনও মুড়িকাটা পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ এবং দেশি পুরোনো পেঁয়াজ ২০০ টাকা পর্যন্ত।
বৃষ্টির কারণে খেত থেকে আগাম জাতের পেঁয়াজ তুলতে দেরির পাশাপাশি ভারতের রপ্তানি বন্ধের খবরে দেশজুড়ে নিত্যপণ্যটির বাজারে অস্থিরতা দেখা দেয়। এ খবরে বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে। পাশাপাশি খেত থেকে মুড়িকাটা পেঁয়াজের আমদানি বাড়ায় ফরিদপুরে কমতে শুরু করেছে দাম।
ফরিদপুর ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে কৃষক পর্যায়ে আড়ত সদর উপজেলার মোমিনখার হাটে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবরে পেঁয়াজের দাম কমে যায়। এ ছাড়া নতুন পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পণ্যটির দাম এখন নিম্নমুখী।
তিনি আরও জানান, এদিন আরও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। তাদের মধ্যে মোমিনখার হাটে পেঁয়াজের আড়তে মূল্যতালিকা ও পাকা ক্রয়-বিক্রয় রসিদ না থাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ-উল-মাহমুদ কর্তৃক মেসার্স নওশাদ ট্রেডার্সকে ১ হাজার টাকা এবং জেলা ভোক্তা অধিদপ্তরের কর্তৃক মেসার্স সেলিম স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থী হতে ৩৮ জন মনোনয়ন দাখিল করেছিলেন। তাঁদের মধ্যে ১৯ জনের মনোনয়নপত্র বাতিল হয়। নির্বাচন কমিশনে আপিলের পর প্রার্থিতা ফিরে পেয়েছেন ১৩ জন। এখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মোট প্রার্থী ৩২ জন।
১ ঘণ্টা আগে
জীবনের প্রতি ক্রমবর্ধমান বিতৃষ্ণা, হতাশা আর অনিশ্চয়তা মানুষকে ঠেলে দিচ্ছে চরম সিদ্ধান্তের দিকে। সামাজিক বন্ধন দুর্বল হওয়া, পারিবারিক উষ্ণতার অভাব, অর্থনৈতিক চাপ এবং মানসিক স্বাস্থ্যের অবহেলা মিলিয়ে আত্মহত্যা যেন অনেকের কাছে ‘শেষ মুক্তির পথ’ হয়ে উঠছে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে আবারও সক্রিয় হয়ে উঠেছে অস্ত্র কারবারিরা। চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্তপথে বাড়ছে অবৈধ অস্ত্রের আনাগোনা। প্রায় প্রতিদিনই ঢুকছে আগ্নেয়াস্ত্র। পরিস্থিতি সামাল দিতে জড়িতদের তালিকা করে নজরদারি ও অভিযান জোরদার করেছে পুলিশ।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের সিদ্ধান্তে ঢাকা-১৯ আসনে জামায়াতে ইসলামী প্রার্থিতা প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ছেড়ে দিয়েছে। তবে জোটের আরেক শরিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফলে প্রার্থী না থাকলেও জামায়াতের ভোট কোন বাক্সে গিয়ে পড়বে...
২ ঘণ্টা আগে