
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী ও মেয়েকে অ্যাসিডে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামী খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব ১১।
আজ বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র্যাব ১১-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় সংস্থাটির উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী।
সম্মেলনে তিনি বলেন, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পাঁচ মাস আগে খোকন মিয়ার সঙ্গে বিয়ে হয় মোর্শেদার। এটি মোর্শেদার দ্বিতীয় বিয়ে হলেও খোকন মিয়ার তৃতীয় বিয়ে ছিল। বিয়ের পর থেকে মেয়ে মারিয়াকে তার নানার বাড়িতে রেখে আসতে চাপ দিচ্ছিলেন খোকন মিয়া। এতে মোর্শেদা রাজি না হওয়ায় অত্যাচার শুরু হয়। পরে তিন মাস আগে মোর্শেদা মায়ের কাছে চলে যায়।
স্ত্রী চলে যাওয়ার ক্ষোভে গত ২৩ জুন রাতে খোকন মিয়া মোর্শেদার বাবার বাড়ির জানালা দিয়ে ঘুমন্ত মোর্শেদা ও তাঁর মেয়ে মারিয়ার শরীরে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে মোর্শেদার পা ও মেয়ে মারিয়ার মুখ ঝলসে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে।
ঘটনার পর ৪ জুন মামলা দায়ের হলে ছায়া তদন্ত শুরু করে র্যাব। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় খোকন মিয়াকে কুমিল্লা জেলার তিতাস থানার পুরান বাতাকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আড়াইহাজার থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
২ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৩ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৭ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে