Ajker Patrika

স্ত্রী ও মেয়েকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৯: ১৮
স্ত্রী ও মেয়েকে অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী ও মেয়েকে অ্যাসিডে পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত স্বামী খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১। 

আজ বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জে র‍্যাব ১১-এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় সংস্থাটির উপ-অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী। 

সম্মেলনে তিনি বলেন, প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর পাঁচ মাস আগে খোকন মিয়ার সঙ্গে বিয়ে হয় মোর্শেদার। এটি মোর্শেদার দ্বিতীয় বিয়ে হলেও খোকন মিয়ার তৃতীয় বিয়ে ছিল। বিয়ের পর থেকে মেয়ে মারিয়াকে তার নানার বাড়িতে রেখে আসতে চাপ দিচ্ছিলেন খোকন মিয়া। এতে মোর্শেদা রাজি না হওয়ায় অত্যাচার শুরু হয়। পরে তিন মাস আগে মোর্শেদা মায়ের কাছে চলে যায়। 

স্ত্রী চলে যাওয়ার ক্ষোভে গত ২৩ জুন রাতে খোকন মিয়া মোর্শেদার বাবার বাড়ির জানালা দিয়ে ঘুমন্ত মোর্শেদা ও তাঁর মেয়ে মারিয়ার শরীরে ইনজেকশনের সিরিঞ্জ দিয়ে অ্যাসিড নিক্ষেপ করেন। এতে মোর্শেদার পা ও মেয়ে মারিয়ার মুখ ঝলসে যায়। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাঁদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করে। 

ঘটনার পর ৪ জুন মামলা দায়ের হলে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটায় খোকন মিয়াকে কুমিল্লা জেলার তিতাস থানার পুরান বাতাকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আড়াইহাজার থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এইচএসসি পাসে অফিসার পদে কর্মী নেবে সজীব গ্রুপ

একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান

সৌদি আরব-পাকিস্তানসহ ট্রাম্পের শান্তি পরিষদে থাকছে যে ৮ মুসলিম দেশ

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

ইইউর সঙ্গে ‘উচ্চাভিলাষী’ নিরাপত্তা–প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ভারত, স্বাক্ষর আগামী সপ্তাহে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত