নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ট্রেনে অগ্রিম টিকিটে ঈদযাত্রার শেষ দিন আজ রোববার। প্রথম দিন ১২ জুন ট্রেনগুলো সময় নিয়ে সমস্যা করলেও পরদিন থেকে সেটি আর হয়নি। গত তিন দিন সবকিছু ঠিকঠাক থাকলেও গতকাল রাতে ভেঙে পড়ে কমলাপুরের সব ধরনের ব্যবস্থা। একই চিত্র দেখা গেছে আজ রোববার সকালেও। যদিও কমলাপুর স্টেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শুধু উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী চাপ বেশি থাকায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
আজ রোববার সকালে সরেজমিনে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফরম মোটামুটি ফাঁকা। একদম বাইরের দিকে বাঁশের গেটে কোনো ভিড় নেই। তবে বাঁশগুলো নড়বড়ে হয়ে গেছে। পাশেই মেইল ও কমিউটার ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের ভিড়।
কমলাপুরে সকাল থেকে ১৭টা ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এসব ট্রেনের কোনোটিই বিলম্বে যায়নি। তবে একতা এক্সপ্রেস ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যাত্রীদের চাপে সেটি ছাড়তে প্রায় ৪০ মিনিট দেরি করে। সকালের সব ট্রেনে মোটামুটি ভিড় থাকলেও পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস গতকাল শনিবার রাতের মতো আজও ছাদে যাত্রী নিয়ে স্টেশন ত্যাগ করেছে।
এর আগে গতকাল রাতে কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমণি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ছাদে যাত্রী বোঝায় করে ঢাকা ত্যাগ করে। এর মধ্যে কুড়িগ্রাম ও লালমণি সময় মেনে স্টেশন ত্যাগ করলেও পঞ্চগড় এক্সপ্রেস সাড়ে ১১টায় সময় থাকলেও রাত ২টা ৩০ মিনিটে স্টেশন ত্যাগ করে।
রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে। সকাল থেকে সব মিলিয়ে ১৭টি ট্রেন ঢাকা ছেড়েছে। সব শিডিউল মেনে কমলাপুর স্টেশন ত্যাগ করেছে। আশা করছি বাকি ট্রেনগুলোও একই রকম সময় মেনে ঢাকা ছাড়তে পারবে।’
গতকাল রাত ছাদে যাত্রী নেওয়ার ঘটনা নিয়ে শাহ আলম কিরণ জানান, তাঁরা সব সময়ই চান যাত্রীরা টিকিট কেটে নির্ধারিত আসনে বসে ভ্রমণ করুক।

ট্রেনে অগ্রিম টিকিটে ঈদযাত্রার শেষ দিন আজ রোববার। প্রথম দিন ১২ জুন ট্রেনগুলো সময় নিয়ে সমস্যা করলেও পরদিন থেকে সেটি আর হয়নি। গত তিন দিন সবকিছু ঠিকঠাক থাকলেও গতকাল রাতে ভেঙে পড়ে কমলাপুরের সব ধরনের ব্যবস্থা। একই চিত্র দেখা গেছে আজ রোববার সকালেও। যদিও কমলাপুর স্টেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শুধু উত্তরবঙ্গের ট্রেনগুলোতে যাত্রী চাপ বেশি থাকায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
আজ রোববার সকালে সরেজমিনে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, প্ল্যাটফরম মোটামুটি ফাঁকা। একদম বাইরের দিকে বাঁশের গেটে কোনো ভিড় নেই। তবে বাঁশগুলো নড়বড়ে হয়ে গেছে। পাশেই মেইল ও কমিউটার ট্রেনের টিকিটের জন্য যাত্রীদের ভিড়।
কমলাপুরে সকাল থেকে ১৭টা ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। এসব ট্রেনের কোনোটিই বিলম্বে যায়নি। তবে একতা এক্সপ্রেস ১০টা ১৫ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও যাত্রীদের চাপে সেটি ছাড়তে প্রায় ৪০ মিনিট দেরি করে। সকালের সব ট্রেনে মোটামুটি ভিড় থাকলেও পঞ্চগড় অভিমুখী একতা এক্সপ্রেস গতকাল শনিবার রাতের মতো আজও ছাদে যাত্রী নিয়ে স্টেশন ত্যাগ করেছে।
এর আগে গতকাল রাতে কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমণি এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস ছাদে যাত্রী বোঝায় করে ঢাকা ত্যাগ করে। এর মধ্যে কুড়িগ্রাম ও লালমণি সময় মেনে স্টেশন ত্যাগ করলেও পঞ্চগড় এক্সপ্রেস সাড়ে ১১টায় সময় থাকলেও রাত ২টা ৩০ মিনিটে স্টেশন ত্যাগ করে।
রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ভালোভাবেই চলছে। সকাল থেকে সব মিলিয়ে ১৭টি ট্রেন ঢাকা ছেড়েছে। সব শিডিউল মেনে কমলাপুর স্টেশন ত্যাগ করেছে। আশা করছি বাকি ট্রেনগুলোও একই রকম সময় মেনে ঢাকা ছাড়তে পারবে।’
গতকাল রাত ছাদে যাত্রী নেওয়ার ঘটনা নিয়ে শাহ আলম কিরণ জানান, তাঁরা সব সময়ই চান যাত্রীরা টিকিট কেটে নির্ধারিত আসনে বসে ভ্রমণ করুক।

বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ঘরটির মালিকপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৮টার দিকে অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র তছনছ করা হয়। এ বিষয়ে আজই সংগঠনটির পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেওয়া হয়।
২৫ মিনিট আগে
বরিশালে বছরের প্রথম দিনই প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। উৎসবের আমেজ না থাকলেও বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা গেছে। বছরের প্রথম দিন শিশুরা বই পাওয়ায় অভিভাবকেরাও সন্তোষ প্রকাশ করেছেন।
২৬ মিনিট আগে
চট্টগ্রামে জেলা প্রশাসনের (১ নম্বর খাস খতিয়ান) একটি জমি বরাদ্দ দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (সিসিসি) কর্তৃপক্ষ। বরাদ্দ পাওয়া ব্যক্তি ওই জমিতে নির্মাণ করেন দোকান। বিষয়টি জানতে পেরে গতকাল বুধবার সেই স্থাপনা গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
৩১ মিনিট আগে
কুড়িগ্রাম-২ আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পানির উদ্দিন আহমেদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। একই আসনের বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্রও অবৈধ ঘোষণা করা হয়েছে।
১ ঘণ্টা আগে