নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে জনপ্রিয় নায়ক শাকিব খানের দায়ের করা চাঁদাবাজি মামলায় সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মামুন আল মোর্শেদ সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন।
আজ সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য ছিল। কিন্তু শাকিব খান পেশাগত কাজে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারেননি বলে তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময় মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। শাকিবের আইনজীবী খায়রুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বছর ৫ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে রহমত উল্লাহর বিচার শুরু হয়। গত বছর ২৩ মার্চ শাকিব খান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে চাঁদাবাজির এই মামলা দায়ের করেন।
মামলায় শাকিব খান অভিযোগ করেন, তিনি ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্র নায়ক। অপরদিকে রহমত উল্লাহ একজন প্রতারক, বাটপার ও ভুয়া প্রযোজক বলে মামলায় বলা হয়েছে।
আরজিতে আরও বলা হয়েছে ২০১৬ সালের ১৯ জানুয়ারি বাংলা ছায়াছবি ‘অপারেশন অগ্নিপথ’ এ অভিনয় করতে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভারটেক্স মিডিয়া’ এর স্বত্বাধিকারী জানে আলমের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হন। এই ছবিতে শিবা আলী খানকে নায়িকা হিসেবে মনোনীত করা হয়। ছবির শুটিংয়ের জন্য শাকিব খান ২০১৬ সালের ৩০ আগস্ট অস্ট্রেলিয়ায় যান। শিবা আলী খান সেখানে যেতে না পারায় তার স্থলে এ্যানি রেনেসাঁ সাবরিন নামের বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিককে মনোনীত করা হয়।
শাকিব খান মামলায় অভিযোগ করেন, রহমত উল্লাহ তাকে ফাঁদে ফেলানোর জন্য গভীর ষড়যন্ত্র করেন। অস্ট্রেলিয়ায় একটি নামিদামী ক্লাবে রহমতুল্লাহর সঙ্গে শাকিব খান যান। সেখানে রাতে খাওয়া-দাওয়া শেষে পানিও পান করেন শাকিব খান। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় অ্যানি রেনেসাঁ সাবরিন তাকে হোটেল রুমে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। শাকিব যেহেতু অসুস্থ ছিলেন এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন সেই কারণে অ্যানি রেনেসাঁ সাবরিন নায়ক শাকিবকে নিয়ে হোটেল রুমে যান।
ওই ঘটনার পরদিন রহমতউল্লাহ ফোনে সাকিবকে বলেন, ‘হোটেলে তুমি কি করেছো সব ভিডিও ক্লিপ আমার কাছে আছে। তুমি আমাকে এক লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা না দিলে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে অভিযোগ করা হবে। এতে তোমার ক্যারিয়ার ধ্বংস হবে এবং তুমি অস্ট্রেলিয়া ছেড়ে বাংলাদেশে যেতে পারবে না।’
পারিবারিক সমস্যা ও নিজের ক্যারিয়ারের কথা বিবেচনা করে শাকিব খান সাড়ে ৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার রহমত উল্লাকে দেন। পরবর্তীতে বিভিন্ন সভায় বাংলাদেশের চল্লিশ লাখ টাকার মত রহমত উল্লাকে দেন শাকিব খান। তা সত্ত্বেও রহমত উল্লাহ অস্ট্রেলিয়ান পুলিশের কাছে অভিযোগ করেন।
শাকিব খান মামলায় আরও বলেন, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তিনি আবার অস্ট্রেলিয়ায় গেলে অস্ট্রেলিয়ান পুলিশ বিষয়টি তদন্ত করেন। তারা তখন বলেন শাকিব খান একটি ষড়যন্ত্র শিকার। এরপর রহমতুল্লাহকে চাঁদা দেওয়া বন্ধ করে দেন শাকিব খান।
শাকিব খান মামলায় আরও অভিযোগ করেন, রাত সাড়ে ৮ টার সময় এসব ঘটনার মীমাংসার জন্য রহমত উল্লাহ গুলশানের স্প্যারো নামক রেস্টুরেন্টে বসেন শাকিব খান ও রহমত উল্লাহ। ওইখানেও রহমাতুল্লাহ আরও এক লাখ ডলার চাঁদা দিতে বলে। চাঁদা না দিলে তার ক্যারিয়ার ধ্বংস করা সহ তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে জনপ্রিয় নায়ক শাকিব খানের দায়ের করা চাঁদাবাজি মামলায় সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মামুন আল মোর্শেদ সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২৮ আগস্ট দিন ধার্য করেছেন।
আজ সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য ছিল। কিন্তু শাকিব খান পেশাগত কাজে ব্যস্ত থাকায় আদালতে হাজির হতে পারেননি বলে তার পক্ষে সময়ের আবেদন করা হয়। আদালত সময় মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। শাকিবের আইনজীবী খায়রুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বছর ৫ জুলাই অভিযোগ গঠনের মধ্য দিয়ে রহমত উল্লাহর বিচার শুরু হয়। গত বছর ২৩ মার্চ শাকিব খান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে চাঁদাবাজির এই মামলা দায়ের করেন।
মামলায় শাকিব খান অভিযোগ করেন, তিনি ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত চলচ্চিত্র নায়ক। অপরদিকে রহমত উল্লাহ একজন প্রতারক, বাটপার ও ভুয়া প্রযোজক বলে মামলায় বলা হয়েছে।
আরজিতে আরও বলা হয়েছে ২০১৬ সালের ১৯ জানুয়ারি বাংলা ছায়াছবি ‘অপারেশন অগ্নিপথ’ এ অভিনয় করতে প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভারটেক্স মিডিয়া’ এর স্বত্বাধিকারী জানে আলমের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হন। এই ছবিতে শিবা আলী খানকে নায়িকা হিসেবে মনোনীত করা হয়। ছবির শুটিংয়ের জন্য শাকিব খান ২০১৬ সালের ৩০ আগস্ট অস্ট্রেলিয়ায় যান। শিবা আলী খান সেখানে যেতে না পারায় তার স্থলে এ্যানি রেনেসাঁ সাবরিন নামের বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিককে মনোনীত করা হয়।
শাকিব খান মামলায় অভিযোগ করেন, রহমত উল্লাহ তাকে ফাঁদে ফেলানোর জন্য গভীর ষড়যন্ত্র করেন। অস্ট্রেলিয়ায় একটি নামিদামী ক্লাবে রহমতুল্লাহর সঙ্গে শাকিব খান যান। সেখানে রাতে খাওয়া-দাওয়া শেষে পানিও পান করেন শাকিব খান। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় অ্যানি রেনেসাঁ সাবরিন তাকে হোটেল রুমে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন। শাকিব যেহেতু অসুস্থ ছিলেন এবং একপর্যায়ে অজ্ঞান হয়ে পড়েন সেই কারণে অ্যানি রেনেসাঁ সাবরিন নায়ক শাকিবকে নিয়ে হোটেল রুমে যান।
ওই ঘটনার পরদিন রহমতউল্লাহ ফোনে সাকিবকে বলেন, ‘হোটেলে তুমি কি করেছো সব ভিডিও ক্লিপ আমার কাছে আছে। তুমি আমাকে এক লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা না দিলে অস্ট্রেলিয়ান পুলিশের কাছে অভিযোগ করা হবে। এতে তোমার ক্যারিয়ার ধ্বংস হবে এবং তুমি অস্ট্রেলিয়া ছেড়ে বাংলাদেশে যেতে পারবে না।’
পারিবারিক সমস্যা ও নিজের ক্যারিয়ারের কথা বিবেচনা করে শাকিব খান সাড়ে ৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার রহমত উল্লাকে দেন। পরবর্তীতে বিভিন্ন সভায় বাংলাদেশের চল্লিশ লাখ টাকার মত রহমত উল্লাকে দেন শাকিব খান। তা সত্ত্বেও রহমত উল্লাহ অস্ট্রেলিয়ান পুলিশের কাছে অভিযোগ করেন।
শাকিব খান মামলায় আরও বলেন, ২০১৮ সালের ফেব্রুয়ারিতে তিনি আবার অস্ট্রেলিয়ায় গেলে অস্ট্রেলিয়ান পুলিশ বিষয়টি তদন্ত করেন। তারা তখন বলেন শাকিব খান একটি ষড়যন্ত্র শিকার। এরপর রহমতুল্লাহকে চাঁদা দেওয়া বন্ধ করে দেন শাকিব খান।
শাকিব খান মামলায় আরও অভিযোগ করেন, রাত সাড়ে ৮ টার সময় এসব ঘটনার মীমাংসার জন্য রহমত উল্লাহ গুলশানের স্প্যারো নামক রেস্টুরেন্টে বসেন শাকিব খান ও রহমত উল্লাহ। ওইখানেও রহমাতুল্লাহ আরও এক লাখ ডলার চাঁদা দিতে বলে। চাঁদা না দিলে তার ক্যারিয়ার ধ্বংস করা সহ তাকে হত্যার হুমকি দেওয়া হয়।

সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ-৩ আসন। এই আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে যাচাই-বাছাইকালে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর প্রার্থীরা প্রবাসী স্ত্রী, ভাই, বোন ও ছেলের টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন বলে
৩৬ মিনিট আগে
সদর, আমতলী ও তালতলী উপজেলা নিয়ে বরগুনা-১ আসন এবং বামনা, পাথরঘাটা ও বেতাগী নিয়ে গঠিত বরগুনা-২ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন দুটিতে মোট বৈধ প্রার্থী ১৮ জন। রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের দেওয়া হলফনামা বিশ্লেষণে দেখা গেছে, কোনো প্রার্থীরই বার্ষিক আয় ১ কোটি টাকা নেই।
৪৪ মিনিট আগে
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন। তিনি জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। এবারই প্রথম তিনি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সম্প্রতি তিনি আজকের পত্রিকার পাবনা প্রতিনিধি শাহীন রহমানের মুখোমুখি হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
দেশে এলপি গ্যাসের তীব্র সংকট শিগগির অবসানের কোনো আভাস নেই। জ্বালানি মন্ত্রণালয় পর্যাপ্ত মজুতের কথা বললেও এলপি গ্যাস আমদানিকারকেরা বলছেন ভিন্ন কথা। তাঁরা বলছেন, সরবরাহ সংকটই এই অবস্থার কারণ।
১ ঘণ্টা আগে