সড়ক জুড়ে থমকে আছে সারি সারি গাড়ি। ঘড়ির কাটা ঘুরলেও ঘুরছে না গাড়ির চাকা। গাড়িগুলো একটু সামনে এগোলে আবার ট্রাফিক পুলিশের সিগন্যাল। চৈত্রের অস্বস্তিকর গরম আর তীব্র যানজটে এভাবেই অতিষ্ঠ হয়ে উঠেছে ঢাকার নগর জীবন।
আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিন সরেজমিনে রাজধানীর মালিবাগ, পল্টন, শাহবাগ, সাইন্সল্যাব, কারওয়ান বাজার ও মহাখালীসহ প্রায় বেশির ভাগ এলাকায় এমন তীব্র যানজট দেখা গেছে।
শ্যামলীর বাসিন্দা সৌরভ আহমদ বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। সৌরভ বলেন, ‘বাসা থেকে বাইকে অফিসে যাতায়াত করতে প্রতিদিন ৩০ থেকে ৪৫ মিনিট লাগে। কিন্তু আজকে (বৃহস্পতিবার) আগারগাঁও, বিজয় সরণি, জাহাঙ্গীর গেট, বনানীতে ধাপে ধাপে পড়তে হয়েছে জ্যামে। এতে অফিসে পৌঁছাতে সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা।’
গুলিস্থানের ফুলবাড়িয়া থেকে শাহবাগ ফার্মগেট হয়ে উত্তরা আবদুল্লাহপুর রুটে চলাচল করে এয়ারপোর্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ পরিবহন। বাসটির সুপার ভাইজার আব্দুল মুন্নাফের সঙ্গে কথা হয় বাংলামোটর মোড়ে। তিনি বলেন, ‘যাত্রা শুরুর পর মৎসভবন ও শাহবাগে দীর্ঘ সময় জ্যামে পড়তে হয়েছে। এখনো গাড়ি চলছে ধীর গতিতে। সামনেতো আরও মহা জ্যাম অপেক্ষা করছে।’
হাতিরঝিলের মহানগর প্রজেক্টের বাসিন্দা হৃদয় হাসান মতিঝিলের একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন। হৃদয় বলেন, ‘যানজট এড়াতে কিছু দূর হেঁটে মালিবাগ আবুল হোটেলের সামনে এসে বাসে উঠেছিলাম। ভেবেছিলাম ফ্লাইওভারে উঠলে আর জ্যামে পড়ব না। কিন্তু ফ্লাইওভারে ওঠেও দীর্ঘ জ্যামের মুখে পড়তে হয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টাওয়ারে লিফট ম্যানের কাজ করেন ইমন মাহমুদ। মিরপুর ১৪’ তে থাকেন তিনি। তিনি জানান, বাসা থেকে দুই ঘণ্টা আগে বের হয়েও অনেক দিন সঠিক সময়ে কর্মস্থলে পৌঁছাতে পারেননি। তাই আজ তিনি বাসা থেকে বেশি সময় হাতে নিয়ে বের হয়েছেন।
মোহাম্মদপুরের একটি স্কুলে শিক্ষকতা করেন রাবেয়া আক্তার। প্রতিদিন স্কুল ছুটির পর বাড়ি ফিরতে দেরি হওয়ায় ভালোভাবে ইফতারের আয়োজন করতে পারেন না বলে জানান তিনি। রাবেয়া জানান, এমনিতেই পাঁচ বছর ধরে এই জ্যাম ঠেলে সেই রাজারবাজার থেকে যাতায়াত করি স্কুলে। এই রমজান মাসে যেন আর সহ্যই হচ্ছে না। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে ইফতারের আয়োজন শেষ না হতেই সময় শেষ হয়ে যায়।
কারওয়ান বাজার মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ রাজিব আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকার অন্য এলাকার চেয়ে কারওয়ান বাজার এলাকার হিসেব ভিন্ন। রমজান শুরু হওয়ার পর কারওয়ান বাজার এলাকায় গাড়ির চাপ বেড়েছে। এখানে কাঁচাবাজার, মাছবাজার, অফিস পাড়া, বেশ কিছু স্কুল রয়েছে। রমজানে প্রায় সারা দিনই জ্যাম থাকে কারওয়ান বাজার মোড়ে, সকাল আটটা থেকে জ্যাম শুরু হয়ে শেষ হয় ইফতারের পর।’

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
১ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে