সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে দীর্ঘদিন ধরেই পরকীয়া প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন এক যুবক। প্রস্তাব প্রত্যাখ্যান করায় সেই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। হত্যার পর রক্তাক্ত ছুরি নিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন তিনি। পরে র্যাব এসে তাঁকে আটক করে।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার সোহাগ মিয়ার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।
নিহত সুমাইয়া আক্তার রংপুর জেলার বদরগঞ্জ থানার মাসুদ রানার স্ত্রী। এই দম্পতির আড়াই বছরের এক মেয়ে সন্তান রয়েছে। তারা তিনজনই ওই বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করে আসছিলেন। নিহতের স্বামী মাসুদ রানা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
গ্রেপ্তার শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) নাটোর জেলার লালপুর উপজেলার বিজয়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি একই বাসায় পাশের রুমেই ভাড়া থাকতেন। পেশায় পোশাক শ্রমিক।
বাড়ির মালিকের স্ত্রী আয়েশা আজকের পত্রিকাকে জানান, সুমাইয়ার মেয়ের কান্না শুনে ঘর থেকে বের হয়ে দেখেন হাতে রক্ত মাখানো অবস্থাতেই ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল শহিদুল ইসলাম।
বাড়ির অন্য রুমের ভাড়াটিয়া মো. সবুজ বলেন, ‘বাড়ির মালিক ডাকলে আমি রুম থেকে বের হয়ে ওই রুমে গিয়ে দেখি নারীকে চাকু দিয়ে গলা কেটেছে। আর ওই লোক চাকু নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। পরে আমি বাইরে গিয়ে আরও কয়েকজনকে ডেকে এনে পুলিশে খবর দেই।’
ভাড়াটিয়া সবুজের স্ত্রী মেরিনা বলেন, ‘বাড়িওয়ালির ডাকে আমরা ঘর থেকে বের হয়ে দেখি শহিদুল সিঁড়ির ওপর ছুরি হাতে দাঁড়িয়ে আছে। তাও আমি সাহস করে ঘুরে ঢুকে দেখি সুমাইয়ার পুরো শরীরে রক্ত। শহিদুল আমাকে বলছিল, ভাবি মারিয়ামকে (সুমাইয়ার মেয়ে) সামলান, মারিয়ামের মা আর নেই। পরে আমার স্বামী আরও লোকজনকে ডেকে নিয়ে আসে।’
র্যাব জানায়, এক বছর ধরে একই বাসায় পাশাপাশি রুমে ভাড়া থাকার সুবাদে সুমাইয়া আক্তারের সঙ্গে বিদ্যুৎ এর পরিচিত। পরিচয়ের পর থেকেই সুমাইয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বিদ্যুৎ। প্রস্তাব প্রত্যাখ্যান করায় আজ মঙ্গলবার দুপুরে সুমাইয়ার কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে সুমাইয়ার গলায় আঘাত করে। এতে অচেতন হয়ে পরলে জবাই করে মৃত্যু নিশ্চিত করে।
র্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, শহিদুল ইসলাম বিদ্যুৎকে আটক করা হয়েছে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
নিহতের স্বামী মাসুদ রানা বাদী হয়ে এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছে র্যাব।

সাভারের আশুলিয়ায় এক গৃহবধূকে দীর্ঘদিন ধরেই পরকীয়া প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন এক যুবক। প্রস্তাব প্রত্যাখ্যান করায় সেই নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। হত্যার পর রক্তাক্ত ছুরি নিয়ে ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন তিনি। পরে র্যাব এসে তাঁকে আটক করে।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার সোহাগ মিয়ার ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।
নিহত সুমাইয়া আক্তার রংপুর জেলার বদরগঞ্জ থানার মাসুদ রানার স্ত্রী। এই দম্পতির আড়াই বছরের এক মেয়ে সন্তান রয়েছে। তারা তিনজনই ওই বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে বাস করে আসছিলেন। নিহতের স্বামী মাসুদ রানা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করেন।
গ্রেপ্তার শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২) নাটোর জেলার লালপুর উপজেলার বিজয়পুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি একই বাসায় পাশের রুমেই ভাড়া থাকতেন। পেশায় পোশাক শ্রমিক।
বাড়ির মালিকের স্ত্রী আয়েশা আজকের পত্রিকাকে জানান, সুমাইয়ার মেয়ের কান্না শুনে ঘর থেকে বের হয়ে দেখেন হাতে রক্ত মাখানো অবস্থাতেই ঘরের বাইরে দাঁড়িয়ে ছিল শহিদুল ইসলাম।
বাড়ির অন্য রুমের ভাড়াটিয়া মো. সবুজ বলেন, ‘বাড়ির মালিক ডাকলে আমি রুম থেকে বের হয়ে ওই রুমে গিয়ে দেখি নারীকে চাকু দিয়ে গলা কেটেছে। আর ওই লোক চাকু নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। পরে আমি বাইরে গিয়ে আরও কয়েকজনকে ডেকে এনে পুলিশে খবর দেই।’
ভাড়াটিয়া সবুজের স্ত্রী মেরিনা বলেন, ‘বাড়িওয়ালির ডাকে আমরা ঘর থেকে বের হয়ে দেখি শহিদুল সিঁড়ির ওপর ছুরি হাতে দাঁড়িয়ে আছে। তাও আমি সাহস করে ঘুরে ঢুকে দেখি সুমাইয়ার পুরো শরীরে রক্ত। শহিদুল আমাকে বলছিল, ভাবি মারিয়ামকে (সুমাইয়ার মেয়ে) সামলান, মারিয়ামের মা আর নেই। পরে আমার স্বামী আরও লোকজনকে ডেকে নিয়ে আসে।’
র্যাব জানায়, এক বছর ধরে একই বাসায় পাশাপাশি রুমে ভাড়া থাকার সুবাদে সুমাইয়া আক্তারের সঙ্গে বিদ্যুৎ এর পরিচিত। পরিচয়ের পর থেকেই সুমাইয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বিদ্যুৎ। প্রস্তাব প্রত্যাখ্যান করায় আজ মঙ্গলবার দুপুরে সুমাইয়ার কক্ষে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে সুমাইয়ার গলায় আঘাত করে। এতে অচেতন হয়ে পরলে জবাই করে মৃত্যু নিশ্চিত করে।
র্যাব-৪ সিপিসি-২ এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান বলেন, শহিদুল ইসলাম বিদ্যুৎকে আটক করা হয়েছে। প্রেমে প্রত্যাখ্যাত হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
নিহতের স্বামী মাসুদ রানা বাদী হয়ে এ ঘটনায় আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করবেন বলে জানিয়েছে র্যাব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
৩ ঘণ্টা আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৪ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৪ ঘণ্টা আগে