
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিনটি ভেন্যুতে মোবাইল ব্যাংকিং সেবা নগদের অর্থায়নে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। তবে ‘অনিবার্য কারণে’ কাতার বিশ্বকাপের চারটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখানো হবে না।
নগদের হেড অব পাবলিক কমিউনিকেশনস জাহিদুল ইসলাম সজল বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। সেমিফাইনাল থেকে যথারীতি বড় পর্দায় খেলা দেখানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে কোয়ার্টার ফাইনালের ম্যাচ বড় পর্দায় দেখানো হবে না উল্লেখ করে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাবি শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ৷
সাদ্দাম হোসেন তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘বিশ্বকাপ ফুটবলের আজকের কোয়ার্টার ফাইনাল পর্বে ভিন্ন দুটি ম্যাচে জনপ্রিয় দুটি দল অংশগ্রহণ করতে যাবে। স্বাভাবিকভাবেই এতে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যক্রমের সফট টার্গেট হিসেবে এটিকে ব্যবহার করার আশঙ্কা রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শুধু আজকের জন্য মুহসীন হলের মাঠ, টিএসসি ও স্বোপার্জিত স্বাধীনতায় খেলা দেখানো বন্ধ থাকছে।’
এর আগে গতকাল বৃহস্পতিবার বহিরাগতদের খেলা দেখতে না আসার অনুরোধ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, কাতার বিশ্বকাপ ২০২২ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর, টিএসসির সড়ক দ্বীপ ও হাজি মুহম্মদ মুহসীন হল মাঠে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪৪ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে