নিজস্ব প্রতিবেদক, সাভার

সাভারে এক নারী কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির এক নেতার গাড়িচালক তাঁকে মারধর করেছেন। আজ রোববার সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই কনস্টেবলের নাম ইতি খানম। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। থাকেন সাভার থানা কোয়ার্টারে।
ইতি খানম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেল থেকে আমার ডিউটি ছিল। কালিয়াকৈর থানার উদ্দেশে আমি সাদা পোশাকে সাভার থানার সামনে থেকে একটি রিকশা নিয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম।
‘আমার রিকশা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের খুব কাছাকাছি চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই গাড়ির চালক বকাঝকা করতে থাকেন। আমি তাঁর আচরণের প্রতিবাদ করি এবং নিজের পরিচয় দিই।
‘পরিচয় দেওয়ার পরপরই ওই গাড়িচালক রড হাতে নেমে আমাকে বেধড়ক পেটাতে থাকেন। রডের আঘাতে আমার দুই পা জখম হয়। আমার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে তিনি গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সাভার থানায় লিখিত অভিযোগ করি।’
ওই কনস্টেবল আরও বলেন, ‘শুনেছি ওই গাড়িচালকের নাম সোহেল বাবু। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়ি চালান।’
অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ওই গাড়িচালকের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে পৌর বিএনপির নেতা আহসান উল্লাহ বলেন, ‘ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। জানার পর ড্রাইভারকে ডেকে এনে শাসিয়েছি। থানা থেকে আমাকে কল দিয়েছিল, গিয়ে দেখি কী বলে।’
এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, ‘ঘটনাটি শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাভারে এক নারী কনস্টেবল মারধরের শিকার হয়েছেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির এক নেতার গাড়িচালক তাঁকে মারধর করেছেন। আজ রোববার সাভার পৌর এলাকার থানা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই কনস্টেবলের নাম ইতি খানম। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। থাকেন সাভার থানা কোয়ার্টারে।
ইতি খানম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বিকেল থেকে আমার ডিউটি ছিল। কালিয়াকৈর থানার উদ্দেশে আমি সাদা পোশাকে সাভার থানার সামনে থেকে একটি রিকশা নিয়ে বাসস্ট্যান্ডে যাচ্ছিলাম।
‘আমার রিকশা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের খুব কাছাকাছি চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই গাড়ির চালক বকাঝকা করতে থাকেন। আমি তাঁর আচরণের প্রতিবাদ করি এবং নিজের পরিচয় দিই।
‘পরিচয় দেওয়ার পরপরই ওই গাড়িচালক রড হাতে নেমে আমাকে বেধড়ক পেটাতে থাকেন। রডের আঘাতে আমার দুই পা জখম হয়। আমার চিৎকার শুনে লোকজন এগিয়ে এলে তিনি গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যান। পরে হাসপাতালে চিকিৎসা নিয়ে সাভার থানায় লিখিত অভিযোগ করি।’
ওই কনস্টেবল আরও বলেন, ‘শুনেছি ওই গাড়িচালকের নাম সোহেল বাবু। তিনি সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়ি চালান।’
অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ওই গাড়িচালকের মোবাইল ফোনে কল দিয়ে সাড়া না পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি। তবে পৌর বিএনপির নেতা আহসান উল্লাহ বলেন, ‘ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। জানার পর ড্রাইভারকে ডেকে এনে শাসিয়েছি। থানা থেকে আমাকে কল দিয়েছিল, গিয়ে দেখি কী বলে।’
এ বিষয়ে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবীর বলেন, ‘ঘটনাটি শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহানকে ‘আপু’ সম্বোধন করাকে কেন্দ্র করে এক অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
২৮ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে