রাজধানীর সদরঘাটের কাপড় ব্যবসায়ী কামরুল হাসান হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক শেখ ছামিদুল আলম এই রায় দেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন রোমানা আক্তার ওরফে সুমনা ও সোহেল রানা। তাঁরা স্বামী-স্ত্রী। মামলার বাদীপক্ষের আইনজীবী আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত কামরুল হাসান আসামি সুমনার পূর্বপরিচিত। সুমনার তাঁর সঙ্গে পরকীয়া ছিল। ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর সুমনা কামরুল হাসানকে তাঁর বাসায় ডেকে হত্যা করেন। পরবর্তীকালে অপর আসামি সোহেল রানা ও সুমনা মিলে তাঁর লাশ বস্তায় ভরে বিলে ফেলে দেন।
এদিকে কামরুল হাসানকে না পাওয়ায় তাঁর খালা রেহেনা পারভীন আদালতে এ মামলাটি করেন। মামলাটি পল্টন থানাকে তদন্তের নির্দেশ দেওয়া হয়। পরে পিবিআই তদন্ত করে।
পিবিআই পুলিশ পরিদর্শক হারুনর রশীদ দুজনকে অভিযুক্ত করে আদালতে ২০১৭ সালের ৯ অক্টোবর চার্জশিট দাখিল করে। ২০১৮ সালের ৫ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বিচার চলাকালে আদালত ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
উল্লেখ্য, দণ্ডিত আসামিরা ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারামতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যা ও লাশ গুম করার কাহিনি বর্ণনা করেন। সোহেল রানা ২০২৩ সালের রাজধানীর উত্তরার ডাচ্-বাংলা ব্যাংকের বুথ থেকে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে সোয়া ১১ কোটি টাকা ডাকাতির মামলার অন্যতম আসামি।

রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বাথরুমে বালতির পানিতে ডুবে ফারজানা আক্তার (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কামরাঙ্গীরচর থানার চান মসজিদ কসাই গলি এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
বগুড়ার গাবতলী উপজেলায় এক দই ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বামী ও স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার নেপালতলী ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে দই ব্যবসায়ী ভক্তরাম বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
পাবনার চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ঢেকে দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আলী আছগারের নির্বাচনী প্রচারণার বিলবোর্ড টানানো হয়েছে। এতে এলাকায় সচেতন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
৪ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফসহ ১৩ জন বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বুধবার রাতে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোকাররম হোসেন সুজনের আলমিদিতরের বাসভবনে এক অনুষ্ঠানে বিএনপিতে যোগ দেন তাঁরা।
৬ মিনিট আগে