নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনায় মূল হোতা মো. মারুফ হোসেনকে সাভারের আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব-৪-এর অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
কমান্ডার মঈন জানান, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর সহিংসতার ঘটনা ঘটে। এতে দায়িত্বরত অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক রুবেল হোসেন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ললিত চন্দ্র রায় বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন মারুফ।
মারুফ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খন্দকার মঈন জানান, মারুফ হোসেন ওরফে অন্তিকের বাবা মৃত মোসাদ্দেক হোসেন কিশোরগঞ্জ উপজেলায় গড়াগ্রাম ইউনিয়নের ১৯ বছর ধরে চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১৭ সালে মৃত্যুবরণ করলে সে উপনির্বাচনে নির্বাচিত হয়। এর ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নির্বাচনে জয় লাভ করতে মারুফের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় সব ভোট প্রয়োজন ছিল। সব ভোট নিশ্চিত করতে নির্বাচন শুরু হওয়ার আগেই মারুফ ও তাঁর সমর্থকেরা কেন্দ্র দখল ও হামলার পরিকল্পনা করে। ঘটনার দিন ২৮ নভেম্বর, প্রথমে মারুফের সমর্থকেরা জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে তারা হামলা করে। একপর্যায়ে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
মঈন জানান, হামলার কারণে সেই কেন্দ্রে আর কেউ ভোট দিতে না আসায় বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। ৮টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে সামান্য পিছিয়ে থাকায় ফলাফল পরিবর্তনের জন্য ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে আটকে ফলাফল পরিবর্তনের জন্য চাপ দেন মারুফ। অফিসার তাঁর অপারগতা স্বীকার কলে মারুফের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে নির্বাচনের দায়িত্বে থাকা সকলের ওপরে হামলা ও ভাঙচুর করতে থাকে। রাত সাড়ে আটটায় বিজিবি টহল দল সেখানে উপস্থিত হলে মারুফের সমর্থকেরা তাদের ওপরেও হামলা চালায়। যার একপর্যায়ে বিজিবি সদস্য নায়েক রুবেল ঘটনাস্থলেই মারা যান। গ্রেপ্তার এড়াতে প্রথমে নীলফামারী জেলার জলঢাকায় ও পরে আশুলিয়ায় আত্মগোপন করে বলে জানিয়েছে র্যাব।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনী সহিংসতায় বিজিবি সদস্য নিহত হওয়ার ঘটনায় মূল হোতা মো. মারুফ হোসেনকে সাভারের আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব-৪-এর অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
কমান্ডার মঈন জানান, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গত ২৮ নভেম্বর সহিংসতার ঘটনা ঘটে। এতে দায়িত্বরত অবস্থায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য নায়েক রুবেল হোসেন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ললিত চন্দ্র রায় বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন মারুফ।
মারুফ হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খন্দকার মঈন জানান, মারুফ হোসেন ওরফে অন্তিকের বাবা মৃত মোসাদ্দেক হোসেন কিশোরগঞ্জ উপজেলায় গড়াগ্রাম ইউনিয়নের ১৯ বছর ধরে চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১৭ সালে মৃত্যুবরণ করলে সে উপনির্বাচনে নির্বাচিত হয়। এর ধারাবাহিকতা ধরে রাখতে আবারও নির্বাচনে জয় লাভ করতে মারুফের পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় সব ভোট প্রয়োজন ছিল। সব ভোট নিশ্চিত করতে নির্বাচন শুরু হওয়ার আগেই মারুফ ও তাঁর সমর্থকেরা কেন্দ্র দখল ও হামলার পরিকল্পনা করে। ঘটনার দিন ২৮ নভেম্বর, প্রথমে মারুফের সমর্থকেরা জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে তারা হামলা করে। একপর্যায়ে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।
মঈন জানান, হামলার কারণে সেই কেন্দ্রে আর কেউ ভোট দিতে না আসায় বিকেল সাড়ে চারটায় ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। ৮টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে সামান্য পিছিয়ে থাকায় ফলাফল পরিবর্তনের জন্য ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারকে আটকে ফলাফল পরিবর্তনের জন্য চাপ দেন মারুফ। অফিসার তাঁর অপারগতা স্বীকার কলে মারুফের সমর্থকেরা ক্ষুব্ধ হয়ে দেশীয় অস্ত্র দিয়ে নির্বাচনের দায়িত্বে থাকা সকলের ওপরে হামলা ও ভাঙচুর করতে থাকে। রাত সাড়ে আটটায় বিজিবি টহল দল সেখানে উপস্থিত হলে মারুফের সমর্থকেরা তাদের ওপরেও হামলা চালায়। যার একপর্যায়ে বিজিবি সদস্য নায়েক রুবেল ঘটনাস্থলেই মারা যান। গ্রেপ্তার এড়াতে প্রথমে নীলফামারী জেলার জলঢাকায় ও পরে আশুলিয়ায় আত্মগোপন করে বলে জানিয়েছে র্যাব।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
২ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
২ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে