Ajker Patrika

বেনাপোল এক্সপ্রেসে আগুন: এক নারীর মৃত্যু, দগ্ধ বেশ কয়েকজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ২২: ৫৫
বেনাপোল এক্সপ্রেসে আগুন: এক নারীর মৃত্যু, দগ্ধ বেশ কয়েকজন

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুনে একজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের সূত্র জানিয়েছে, আগুনে ট্রেনটির পাঁচটি বগি পুড়ে ছাই হয়েছে। এতে অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। তাঁদের ঢাকা মেডিকেল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহতের নাম নাতাশা জেসমিন (২৫)। একই ঘটনায় তাঁর স্বামী আসিফ মো. খান দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের বাড়ি পুরান ঢাকার গেন্ডারিয়ায়। ফরিদপুরের ভাঙ্গা থেকে ট্রেনে উঠেছিলেন। 

পরিবারের সূত্রে জানা গেছে, আসিফ মো. খানকে (৩০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁর স্ত্রী নাতাশা জেসমিন আগুনে পুড়ে মারা গেছেন। পথচারীরা আসিফকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন। 

বার্ন ইনস্টিটিউটে আসিফের বাবা সিদ্দিকুর খান বলেন, ঢাকার গেন্ডারিয়া শরৎগুপ্ত রোডে তাঁদের বাড়ি। আসিফ ভাঙ্গা থেকে স্ত্রীকে নিয়ে ঢাকায় ফেরার পথে ট্রেনে আগুন লাগে। এতে তাঁর স্ত্রী মারা গেছেন। আসিফ দগ্ধ হয়ে চিকিৎসাধীন। তবে তাঁর অবস্থা গুরুতর নয়। 

 বার্ন ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, আসিফের ৮ শতাংশ পুড়ে গেছে। জরুরি বিভাগে তাঁর চিকিৎসা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দেওয়া ‘উদ্দেশ্যপ্রণোদিত’, সংশোধন চায় বিএনপি

বিএনপি নেতার অশালীন আচরণ, জমিয়ত সভাপতি মাওলানা ফারুককে শোকজ

ইরানের সঙ্গে ব্যবসা করে কারা, ট্রাম্পের নতুন শুল্কে কী প্রভাব পড়বে

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত