আজকের পত্রিকা ডেস্ক

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদত শাওনসহ আওয়ামীপন্থী ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী বাবু মামলাটি করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সমিতির কার্যকরী কমিটির আরেক সদস্য শামসুজ্জামান দীপু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ রেজাউর রহমান, কাজী নজিবুল্লাহ হিরু ও মোখলেছুর রহমান বাদল, সাবেক মহানগর দায়রা জজ আদালতের পিপি মোহাম্মদ আব্দুল্লাহ আবু, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, মিজানুর রহমান মামুন, গাজী শাহ আলম, শেখ হেমায়েত হোসেন ও মো. মাহবুবুর রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া যুবায়ের ফিরোজুর রহমান মন্টু ও আসাদুজ্জামান খান রচি।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ৪ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সামনে আওয়ামী আইনজীবী সদস্যরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বেআইনি সমাবেশ করে অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা ও বিস্ফোরক দ্রব্য নিয়ে আদালত প্রাঙ্গণে আইনজীবী ও সাধারণ মানুষের ওপর হামলা করে ত্রাস সৃষ্টি করেন। ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী বাবু ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি শেষে সমিতিতে ফেরার পথে তাঁর ওপর আওয়ামীপন্থী আইনজীবীরা হামলা করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বিএনপিপন্থী আইনজীবীদের চেম্বারে হামলা ও ভাঙচুর করেন। নথিপত্র নষ্ট ও লুট করেন। টাকা, ব্যাংকের চেক এবং গুরুত্বপূর্ণ আসবাবপত্র লুট করে নিয়ে যান। তারা এই মামলার সাক্ষী আইনজীবীদের ওপরও হামলা করেন এবং মারধর করে জখম করেন।

ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক আনোয়ার শাহাদত শাওনসহ আওয়ামীপন্থী ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী বাবু মামলাটি করেন।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। সমিতির কার্যকরী কমিটির আরেক সদস্য শামসুজ্জামান দীপু বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ রেজাউর রহমান, কাজী নজিবুল্লাহ হিরু ও মোখলেছুর রহমান বাদল, সাবেক মহানগর দায়রা জজ আদালতের পিপি মোহাম্মদ আব্দুল্লাহ আবু, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাইদুর রহমান মানিক, মিজানুর রহমান মামুন, গাজী শাহ আলম, শেখ হেমায়েত হোসেন ও মো. মাহবুবুর রহমান, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া যুবায়ের ফিরোজুর রহমান মন্টু ও আসাদুজ্জামান খান রচি।
মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ৪ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সামনে আওয়ামী আইনজীবী সদস্যরা বেআইনিভাবে দলবদ্ধ হয়ে বেআইনি সমাবেশ করে অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা ও বিস্ফোরক দ্রব্য নিয়ে আদালত প্রাঙ্গণে আইনজীবী ও সাধারণ মানুষের ওপর হামলা করে ত্রাস সৃষ্টি করেন। ঢাকা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ আলী বাবু ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার শুনানি শেষে সমিতিতে ফেরার পথে তাঁর ওপর আওয়ামীপন্থী আইনজীবীরা হামলা করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বিএনপিপন্থী আইনজীবীদের চেম্বারে হামলা ও ভাঙচুর করেন। নথিপত্র নষ্ট ও লুট করেন। টাকা, ব্যাংকের চেক এবং গুরুত্বপূর্ণ আসবাবপত্র লুট করে নিয়ে যান। তারা এই মামলার সাক্ষী আইনজীবীদের ওপরও হামলা করেন এবং মারধর করে জখম করেন।

খুলনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় কালিপদ মন্ডল ও ইলিয়াস সরদার নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যান চালকসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া পল্লী বিদ্যুৎ সাব স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তাঁর সমর্থকেরা। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ।
৪৪ মিনিট আগে
খুলনার রূপসায় ফারুখ (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে।
২ ঘণ্টা আগে
ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত প্রার্থী ফখরুদ্দিন মানিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম অভিযান চালিয়ে এ জরিমানা করেন।
৩ ঘণ্টা আগে