Ajker Patrika

দোকানে মিলল মুদি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
দোকানে মিলল মুদি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের শ্রীনগরে দোকানের ভেতর থেকে এক মুদি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম রঘুনাথ দাস (৬০)। আজ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বাঘরা বাজারে দোকানে লাশটি পাওয়া যায়।

স্থানীয় ও পরিবারের লোকজন জানিয়েছেন, বাঘরা বাজারের মুদি দোকান থেকে রোজগারের টাকায় ক্ষুদ্র মুদি ব্যবসায়ী রঘুনাথ দাস সংসার চলতো। কয়েক মাস ধরে ঋনের কিস্তির টাকা পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি।

রঘুনাথের কলেজপড়ুয়া মেয়ে জয়া দাস জানান, বিভিন্ন এনজিও ও স্থানীয় মহাজনের কাছ থেকে নেওয়া ঋণের টাকা ফেরত দিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তার বাবা। গত চারদিন ধরেই তিনি বাড়িতে ফিরছিলেন না। জয়া বলেন, ‘বাবা কয়েকদিন ধরে কারও সঙ্গে ঠিকমতো কথাও বলতেন না। আমরা বুঝতে পারিনি, বাবা এমন কিছু করে বসবেন।’

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ জানান, মুদি ব্যবসায়ী রঘুনাথ রোববার দিবাগত গভীর রাতের যেকোনো সময় নিজের মুদি দোকানের ভেরত বৈদ্যুতিক পাখার সঙ্গে রশি দ্বারা গলায় ফাঁস দেন। সোমবার সকালে স্থানীয়রা দোকানের সাটার খোলা অবস্থায় দেখতে পান। পরে লাশ ঝুলতে দেখে থানায় খবর দেন।

ওসি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। আমরা শুনেছি ঋণের কিস্তির টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। আর এ কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে ১৫ হাজার ডলার বন্ড লাগবে না: মার্কিন দূতাবাস

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত