নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় বাবা–মায়ের পর মারা গেলেন মেয়ে সোনিয়া আক্তার (২৫)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান সোনিয়া।
সোনিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম। তিনি জানান, সোনিয়ার শরীরের ৪৫ শতাংশ দগ্ধ ছিল। এখন ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে ইনস্টিটিউটে ভর্তি আছে সোনিয়ার মেয়ে মেহজাবিন (৭) ও ৬০ শতাংশ দগ্ধ নিয়ে ভাই টুটুল মণ্ডল (২২)। তাদের অবস্থাও শঙ্কামুক্ত নয়।
এর আগে গত শুক্রবার ভোরে ফতুল্লা কাশিপুর এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে তাঁদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন রিকশাচালক আব্দুস সালাম মণ্ডল (৫০), তাঁর স্ত্রী বুলবুলি বেগম (৪০), ছেলে মো. টুটুল হোসেন (২৫), মেয়ে সোনিয়া আক্তার (২৭) ও সোনিয়া আক্তারের মেয়ে মেহজাবিন আক্তার (৭)।
তাঁদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. সোহাগ বলেন, তাঁদের বাসা ফতুল্লার কাশিপুর এলাকায়। গত বৃহস্পতিবার রাতে তাঁরা সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে হঠাৎ আগুন আগুন চিৎকার শুনে আশপাশ থেকে তাঁরা ছুটে যান। তখন আগুন নিভিয়ে দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, চার্জার ফ্যান থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে ঘরে আগুন ধরে যায়।
সালামের ভাতিজা মো. আল আমিন জানান, তাঁদের গ্রামের বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায়। তাঁরা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কাশিপুর এলাকায় ভাড়া থাকেন। সোনিয়া শ্বশুরবাড়ি নারায়ণগঞ্জ বন্দর এলাকায় থাকেন। কয়েক দিন আগে মেয়ে মেহজাবিনকে নিয়ে বেড়াতে আসেন তিনি।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৪ মিনিট আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
৩১ মিনিট আগে
বিএনপির নির্বাচনী জনসভা উপলক্ষে মিছিলের নগরীতে পরিণত হয়েছে সিলেট। গতকাল বুধবার বিকেল থেকে আজ বৃহস্পতিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত নেতা–কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ। মাঠ এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে।
৩৫ মিনিট আগে
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে