
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদের আলিশান বাংলো বাড়িতে অভিযান চালিয়েছেন জেলা প্রশাসন ও দুদকের কর্মকর্তারা। আজ বুধবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অভিযান চলে। এ সময় বাড়ি থেকে জব্দ মালামালের তালিকা প্রস্তুত করা হয়। তবে এ সময় সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
পরে এ বিষয়ে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে কথা বলেন তাঁরা। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, বাংলোবাড়িতে দেশীয় প্রযুক্তির এসি, ফ্রিজ, টিভি, রান্নাঘরের জিনিসপত্র, কিছু সাধারণ আসবাব, বইপত্র, একটি ঝাড়বাতি ও এক সেট সোফা পাওয়া গেছে।
অভিযান শেষে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুর আলম বলেন, সাবেক আইজিপি বেনজীর আহমেদের বাড়ির সব ধরনের ফার্নিচার খুব সাধারণ মানের। দেশীয় প্রযুক্তির এসি, ফ্রিজ, টিভি পাওয়া গেছে। বাংলোবাড়ির ভেতর বিশেষ কিছু পাওয়া যায়নি।
সাধারণ পণ্যসামগ্রী থাকলেও জব্দতালিকা করতে পাঁচ ঘণ্টা সময় লাগার কারণ জানতে চাইলে শফিকুর আলম বলেন, প্রতিটি পণ্যের তালিকা নির্ভুলভাবে করার জন্যই এত সময় ব্যয় করা হয়েছে। কাজের স্বার্থেই গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
দুদকের উপপরিচালক মঈনুল হাসান বলেন, ‘জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভবনে পাওয়া আসবাবপত্রের তালিকা তৈরি করা হয়েছে। প্রতিবেদন আমরা হেড অফিসে পাঠাব। পরবর্তী সময়ে কোনো নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে ৬ জুলাই শনিবার অভিযান চালিয়ে বাড়িটি সিলগালা করা হয়। সে সময় ভবনটির সামনে ও পেছনের দরজায় ডিজিটাল লক থাকায় ভবনটির ভেতরে ঢোকা সম্ভব হয়নি। আজ পুনরায় অভিযান চালিয়ে দুদক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা তালা ভেঙে ভেতরে ঢুকে প্রতিটি কক্ষে তল্লাশি চালান এবং জব্দ তালিকা প্রস্তুত করেন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে