গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শিল্পাঞ্চলের প্রায় সকল কারখানার শ্রমিকেরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুটি কারখানা বাদে গাজীপুর মহানগর ও জেলার শিল্পাঞ্চলের কোথাও বিক্ষোভ বা সহিংসতার খবর পাওয়া যায়নি। জিরানী বাজার এলাকায় ওই দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। জিরানী বাজার এলাকায় দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। এ ছাড়া আজ বৃহস্পতিবার সকালে স্বতঃস্ফূর্তভাবে নিজ-নিজ কর্মস্থলে যোগদান করেছেন। সারা দিনে আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর জিরানী এলাকার রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকেরা কাজে যোগদান না করে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা পাশের আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদেরও তাঁদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়ে আহ্বান করে। কিন্তু আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা আন্দোলনে যোগ দিতে অস্বীকার করে। এ কারণে রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে আইরিশ ফ্যাশন কারখানায় হামলা চালিয়ে বেশ কিছু মালামাল ভাঙচুর করে।
এ ঘটনার পর আইরিশ কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে রেডিয়াল কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় দুই কারখানার শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা নবীনগর-কালিয়াকৈর-চন্দ্রা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিলে সকাল দশটা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘জিরানীর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করেছেন। শিল্প পরিবেশ স্বাভাবিক ছিল। তবে, জেলায় পূর্বে বন্ধ ঘোষণা করা ৮টি কারখানা আজ বন্ধ আছে।’

গাজীপুরের শিল্পাঞ্চলের প্রায় সকল কারখানার শ্রমিকেরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে দুটি কারখানা বাদে গাজীপুর মহানগর ও জেলার শিল্পাঞ্চলের কোথাও বিক্ষোভ বা সহিংসতার খবর পাওয়া যায়নি। জিরানী বাজার এলাকায় ওই দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন কার্যক্রম চলছে। জিরানী বাজার এলাকায় দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে একটু সমস্যা হয়েছিল। এ ছাড়া আজ বৃহস্পতিবার সকালে স্বতঃস্ফূর্তভাবে নিজ-নিজ কর্মস্থলে যোগদান করেছেন। সারা দিনে আর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরীর জিরানী এলাকার রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকেরা কাজে যোগদান না করে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা পাশের আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকদেরও তাঁদের সঙ্গে বিক্ষোভে অংশ নিয়ে আহ্বান করে। কিন্তু আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকেরা আন্দোলনে যোগ দিতে অস্বীকার করে। এ কারণে রেডিয়্যাল ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে আইরিশ ফ্যাশন কারখানায় হামলা চালিয়ে বেশ কিছু মালামাল ভাঙচুর করে।
এ ঘটনার পর আইরিশ কারখানার শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে রেডিয়াল কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় দুই কারখানার শ্রমিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা নবীনগর-কালিয়াকৈর-চন্দ্রা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করলে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নিলে সকাল দশটা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, ‘জিরানীর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করেছেন। শিল্প পরিবেশ স্বাভাবিক ছিল। তবে, জেলায় পূর্বে বন্ধ ঘোষণা করা ৮টি কারখানা আজ বন্ধ আছে।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে