নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্টনে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আরমান আলী (৩০) নামের এক রিকশাচালক আহত হন। পরে তাঁকে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে আটক করে পুলিশে দিলে সেখান থেকে ছাড়িয়ে আনেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছেন।
ঢামেকে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাসা ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায়। রিকশাও চালাই, আবার কারওয়ান বাজারে কাঁচামালের আড়তেও কাজ করি। দুপুরে বায়তুল মোকাররম এলাকায় যাই। সেখানে হিযবুত তাহ্রীর সদস্যদের দৌড়ানি দেই। পরে তারা কয়েকজন মিলে আমাকে মারধর করে। সেখান দৌড়ে পালাতে গেলে সন্দেহবশত আর্মি সদস্যরা আমাকে ধরে ফেলে এবং ডিবির হাতে দেয়। সেখান থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ স্যার আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।’
এর আগে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর মিছিল ছত্রভঙ্গ করতে যৌথ বাহিনীর লাঠিচার্জের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লাঠিচার্জের সময় পুলিশের সঙ্গে নিজ থেকেই যুক্ত হন লাল টি-শার্ট পরিহিত এক যুবক। সেনাসদস্যরা দ্রুতই তাঁকে সরিয়ে দেন।
পরে আরও কিছু ভিডিও ও ছবিতে দেখা যায়, ওই যুবককে সেনাবাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যাচ্ছেন। তাঁর মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালান নেটিজেনরা।
খবর পাওয়া মাত্রই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিন্টো রোডের ডিবি অফিসে যান এবং ওই যুবককে ছাড়িয়ে আনেন। আজ শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪৬ মিনিটে তাঁকে ডিবি অফিস থেকে মুক্ত করে আনা হয়। বিকেল ৫টা ৩৬ মিনিটে ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানীর পল্টনে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আরমান আলী (৩০) নামের এক রিকশাচালক আহত হন। পরে তাঁকে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে আটক করে পুলিশে দিলে সেখান থেকে ছাড়িয়ে আনেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছেন।
ঢামেকে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাসা ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায়। রিকশাও চালাই, আবার কারওয়ান বাজারে কাঁচামালের আড়তেও কাজ করি। দুপুরে বায়তুল মোকাররম এলাকায় যাই। সেখানে হিযবুত তাহ্রীর সদস্যদের দৌড়ানি দেই। পরে তারা কয়েকজন মিলে আমাকে মারধর করে। সেখান দৌড়ে পালাতে গেলে সন্দেহবশত আর্মি সদস্যরা আমাকে ধরে ফেলে এবং ডিবির হাতে দেয়। সেখান থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ স্যার আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।’
এর আগে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর মিছিল ছত্রভঙ্গ করতে যৌথ বাহিনীর লাঠিচার্জের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লাঠিচার্জের সময় পুলিশের সঙ্গে নিজ থেকেই যুক্ত হন লাল টি-শার্ট পরিহিত এক যুবক। সেনাসদস্যরা দ্রুতই তাঁকে সরিয়ে দেন।
পরে আরও কিছু ভিডিও ও ছবিতে দেখা যায়, ওই যুবককে সেনাবাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যাচ্ছেন। তাঁর মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালান নেটিজেনরা।
খবর পাওয়া মাত্রই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিন্টো রোডের ডিবি অফিসে যান এবং ওই যুবককে ছাড়িয়ে আনেন। আজ শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪৬ মিনিটে তাঁকে ডিবি অফিস থেকে মুক্ত করে আনা হয়। বিকেল ৫টা ৩৬ মিনিটে ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে