নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর পল্টনে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আরমান আলী (৩০) নামের এক রিকশাচালক আহত হন। পরে তাঁকে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে আটক করে পুলিশে দিলে সেখান থেকে ছাড়িয়ে আনেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছেন।
ঢামেকে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাসা ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায়। রিকশাও চালাই, আবার কারওয়ান বাজারে কাঁচামালের আড়তেও কাজ করি। দুপুরে বায়তুল মোকাররম এলাকায় যাই। সেখানে হিযবুত তাহ্রীর সদস্যদের দৌড়ানি দেই। পরে তারা কয়েকজন মিলে আমাকে মারধর করে। সেখান দৌড়ে পালাতে গেলে সন্দেহবশত আর্মি সদস্যরা আমাকে ধরে ফেলে এবং ডিবির হাতে দেয়। সেখান থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ স্যার আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।’
এর আগে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর মিছিল ছত্রভঙ্গ করতে যৌথ বাহিনীর লাঠিচার্জের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লাঠিচার্জের সময় পুলিশের সঙ্গে নিজ থেকেই যুক্ত হন লাল টি-শার্ট পরিহিত এক যুবক। সেনাসদস্যরা দ্রুতই তাঁকে সরিয়ে দেন।
পরে আরও কিছু ভিডিও ও ছবিতে দেখা যায়, ওই যুবককে সেনাবাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যাচ্ছেন। তাঁর মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালান নেটিজেনরা।
খবর পাওয়া মাত্রই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিন্টো রোডের ডিবি অফিসে যান এবং ওই যুবককে ছাড়িয়ে আনেন। আজ শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪৬ মিনিটে তাঁকে ডিবি অফিস থেকে মুক্ত করে আনা হয়। বিকেল ৫টা ৩৬ মিনিটে ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানীর পল্টনে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আরমান আলী (৩০) নামের এক রিকশাচালক আহত হন। পরে তাঁকে সেনাবাহিনীর সদস্যরা তাঁকে আটক করে পুলিশে দিলে সেখান থেকে ছাড়িয়ে আনেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আছেন।
ঢামেকে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বাসা ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায়। রিকশাও চালাই, আবার কারওয়ান বাজারে কাঁচামালের আড়তেও কাজ করি। দুপুরে বায়তুল মোকাররম এলাকায় যাই। সেখানে হিযবুত তাহ্রীর সদস্যদের দৌড়ানি দেই। পরে তারা কয়েকজন মিলে আমাকে মারধর করে। সেখান দৌড়ে পালাতে গেলে সন্দেহবশত আর্মি সদস্যরা আমাকে ধরে ফেলে এবং ডিবির হাতে দেয়। সেখান থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ স্যার আমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।’
এর আগে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীর মিছিল ছত্রভঙ্গ করতে যৌথ বাহিনীর লাঠিচার্জের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, লাঠিচার্জের সময় পুলিশের সঙ্গে নিজ থেকেই যুক্ত হন লাল টি-শার্ট পরিহিত এক যুবক। সেনাসদস্যরা দ্রুতই তাঁকে সরিয়ে দেন।
পরে আরও কিছু ভিডিও ও ছবিতে দেখা যায়, ওই যুবককে সেনাবাহিনীর সদস্যরা আটক করে নিয়ে যাচ্ছেন। তাঁর মুক্তির দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালান নেটিজেনরা।
খবর পাওয়া মাত্রই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মিন্টো রোডের ডিবি অফিসে যান এবং ওই যুবককে ছাড়িয়ে আনেন। আজ শুক্রবার (৭ মার্চ) বিকেল ৪টা ৪৬ মিনিটে তাঁকে ডিবি অফিস থেকে মুক্ত করে আনা হয়। বিকেল ৫টা ৩৬ মিনিটে ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ‘বাংলা চ্যানেল’ নামে পরিচিত সাগরপথ সাঁতরে পাড়ি দিচ্ছেন ৩৫ জন সাঁতারু। ১৬ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এই চ্যানেল পাড়ি দিতে ৩৭ জন সাঁতারু নাম নিবন্ধন করলেও চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ৩৫ জন।
৮ মিনিট আগে
গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে মহাসিন আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের সমর্থক নজরুল ইসলামকে (৪৫) ছুরিকাঘাতে খুনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগে
আনন্দের মিলনমেলা মুহূর্তেই পরিণত হলো শোকের পরিবেশে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৯৯৮-৯৯ শিক্ষাবর্ষের পুনর্মিলনী অনুষ্ঠানে এসে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম। গতকাল শুক্রবার রাতে এই ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে