নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আজ ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিন। বেলা ১১টা পর্যন্ত প্রায় ১৬টি আন্তনগর ও লোকাল ট্রেন ছেড়ে গেছে। গতকাল যেহেতু গার্মেন্টস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হয়েছে, ফলে যাত্রীর চাপ বেড়েছে। তার একটা প্রভাব পড়েছে ট্রেনে, যার ফলে স্টেশনে ঘরমুখী মানুষের প্রচুর ভিড়। এই অতিরিক্ত যাত্রীর চাপ সামলানো যাচ্ছে না। তবে প্রতিটি ট্রেন সতর্কতার ও নিরাপত্তার সঙ্গে চালানো হচ্ছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে কমলাপুরে রেলস্টেশনে ট্রেনে ঈদযাত্রার বিষয়ে সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্টেশন ম্যানেজার।
ট্রেন দেরিতে ছাড়ার বিষয়ে স্টেশন ম্যানেজার বলেন, পূর্বাঞ্চলের ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যেতে পারছে। কিন্তু উত্তর ও পশ্চিম অঞ্চলের ট্রেনগুলো ঠিক সময়ে ছেড়ে যেতে পারছে না। এর মধ্যে কোনোটা এক থেকে দুই ঘণ্টা দেরিতে যাচ্ছে। তবে সুন্দরবন এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে।
ট্রেনে যাত্রীর চাপের বিষয়ে তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ লাখ লোক ট্রেনে রওনা করেছে। এত বেশি যাত্রীর চাপ এবং মানুষের যে স্রোত, সেটা ঠেকানো যাচ্ছে না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জিআরপি পুলিশ সবাই যাত্রীর চাপের কাছে ব্যর্থ হয়েছে। ট্রেনের ছাদ থেকে যাত্রী নামানো যাচ্ছে না।
তবে আমরা যাত্রীদের নিষেধ করেছি ট্রেনের ছাদে, বাফারে ও ইঞ্জিনে না উঠতে। কিন্তু কারোর কথাই যাত্রীরা শুনছে না। আমরা চেষ্টা করছি তাদের ঈদযাত্রাটা নির্বিঘ্ন করার।
এদিকে শনিবার রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ঢাকা থেকে রংপুর এক্সপ্রেসের কোনো যাত্রা বাতিল করা হয়নি। এই ট্রেনের শনিবারের টিকিট বিক্রি করা হয়েছে, যাত্রা বাতিল করা হয়নি।

কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আজ ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিন। বেলা ১১টা পর্যন্ত প্রায় ১৬টি আন্তনগর ও লোকাল ট্রেন ছেড়ে গেছে। গতকাল যেহেতু গার্মেন্টস, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হয়েছে, ফলে যাত্রীর চাপ বেড়েছে। তার একটা প্রভাব পড়েছে ট্রেনে, যার ফলে স্টেশনে ঘরমুখী মানুষের প্রচুর ভিড়। এই অতিরিক্ত যাত্রীর চাপ সামলানো যাচ্ছে না। তবে প্রতিটি ট্রেন সতর্কতার ও নিরাপত্তার সঙ্গে চালানো হচ্ছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে কমলাপুরে রেলস্টেশনে ট্রেনে ঈদযাত্রার বিষয়ে সংবাদ সম্মেলনের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্টেশন ম্যানেজার।
ট্রেন দেরিতে ছাড়ার বিষয়ে স্টেশন ম্যানেজার বলেন, পূর্বাঞ্চলের ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যেতে পারছে। কিন্তু উত্তর ও পশ্চিম অঞ্চলের ট্রেনগুলো ঠিক সময়ে ছেড়ে যেতে পারছে না। এর মধ্যে কোনোটা এক থেকে দুই ঘণ্টা দেরিতে যাচ্ছে। তবে সুন্দরবন এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা দেরিতে ছেড়ে গেছে।
ট্রেনে যাত্রীর চাপের বিষয়ে তিনি বলেন, গতকাল থেকে আজ পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ লাখ লোক ট্রেনে রওনা করেছে। এত বেশি যাত্রীর চাপ এবং মানুষের যে স্রোত, সেটা ঠেকানো যাচ্ছে না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জিআরপি পুলিশ সবাই যাত্রীর চাপের কাছে ব্যর্থ হয়েছে। ট্রেনের ছাদ থেকে যাত্রী নামানো যাচ্ছে না।
তবে আমরা যাত্রীদের নিষেধ করেছি ট্রেনের ছাদে, বাফারে ও ইঞ্জিনে না উঠতে। কিন্তু কারোর কথাই যাত্রীরা শুনছে না। আমরা চেষ্টা করছি তাদের ঈদযাত্রাটা নির্বিঘ্ন করার।
এদিকে শনিবার রংপুর এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে এমন এক প্রশ্নের জবাবে মাসুদ বলেন, ঢাকা থেকে রংপুর এক্সপ্রেসের কোনো যাত্রা বাতিল করা হয়নি। এই ট্রেনের শনিবারের টিকিট বিক্রি করা হয়েছে, যাত্রা বাতিল করা হয়নি।

চট্টগ্রাম বন্দরে চাকরি পেয়েছেন গেজেটভুক্ত ৯ জুলাই যোদ্ধা। তাঁদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ)। গত ১২ জানুয়ারি তাঁদের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে এই নিয়োগ কার্যকর হয়েছে।
৬ মিনিট আগে
সাবেক সংসদ সদস্য (এমপি) ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আদেশ দেন দেন।
২১ মিনিট আগে
ময়মনসিংহ নগরীতে পুলিশ সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে হাতকড়াসহ আরিফুল ইসলাম নামের এক আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাঁর স্বজনেরা। হামলায় পাঁচ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারিজ মোড় এলাকায় এ ঘটনা
২৪ মিনিট আগে
তিন দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে কুমির বিচরণ করতে দেখা গেছে। এতে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তীরবর্তী এলাকায় নদীতে কখনো সকালে, কখনো দুপুরে কুমির ভেসে উঠছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। হঠাৎ পদ্মায় কুমির বিচরণের খবর শুনে তা দেখতে নদীতীরে ভিড় করছে উৎসুক জনতা।
৪২ মিনিট আগে