অরূপ রায়

সাভার: কারখানা খোলা রেখে গণপরিবহন বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে গণপরিবহন না পেয়ে তাঁরা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে তাঁরা কারখানা খোলা রাখার পাশাপাশি গণপরিবহন চালু রাখার দাবি জানান।
এদিকে অবরোধের কারণে আজ সোমবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যানজটের কবলে মালবাহী ট্রাক, বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি ও রিকশার যাত্রীরা দুর্ভোগের শিকার হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে যাওয়ার উদ্দেশে আজ সোমবার সকালে সাভারের রেডিওকলোনি ও বাজার বাসস্ট্যান্ড এলাকায় কয়েক শ পোশাকশ্রমিক জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও কোনো যানবাহন না পেয়ে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাঁরা সকাল সাড়ে ৭টার দিকে রেডিওকলোনি, শিমুলতলা ও সাভার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ থেকে তাঁরা কারখানা খোলা রাখার পাশাপাশি গণপরিবহন চালু রাখার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুঝিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। সকাল ৯টার দিকে আবার যানবাহন চলাচল শুরু হয়।
শ্রমিকেরা বলেন, তাঁদের আনা-নেওয়ার জন্য সাভার ও আশুলিয়ার অনেক কারখানার নিজস্ব পরিবহনব্যবস্থা রয়েছে। যেসব কারখানার নিজস্ব পরিবহনব্যবস্থা নেই, সেসব কারখানার শ্রমিকদের গণপরিবহনে যাতায়াত করতে হয়। কোনো কারণে কর্মস্থলে উপস্থিত হতে দেরি হলে বা না গেলে শ্রমিকদের ওই দিন অনুপস্থিত দেখিয়ে বেতন কাটা হয়, যা তাঁদের জন্য বেশ কষ্টের বিষয়।
আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক মনির হোসেন কর্মস্থলে যাওয়ার উদ্দেশে আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রেডিওকলোনি বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু পরিবহনসংকটের কারণে সকাল সাড়ে ৭টায়ও তাঁর পক্ষে কর্মস্থলে রওনা করা সম্ভব হয়নি। মনির বলেন, ‘কারখানা খোলা রেখে লকডাউন দেওয়া হলে শ্রমিকদের জন্য যানবাহনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় গণপরিবহন লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত রাখতে হবে।’
এ প্রসঙ্গে সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকেরা আজ পরিবহনসংকটে পড়েন। এ কারণে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল শুরু হয়।

সাভার: কারখানা খোলা রেখে গণপরিবহন বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে গণপরিবহন না পেয়ে তাঁরা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে তাঁরা কারখানা খোলা রাখার পাশাপাশি গণপরিবহন চালু রাখার দাবি জানান।
এদিকে অবরোধের কারণে আজ সোমবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যানজটের কবলে মালবাহী ট্রাক, বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি ও রিকশার যাত্রীরা দুর্ভোগের শিকার হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে যাওয়ার উদ্দেশে আজ সোমবার সকালে সাভারের রেডিওকলোনি ও বাজার বাসস্ট্যান্ড এলাকায় কয়েক শ পোশাকশ্রমিক জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও কোনো যানবাহন না পেয়ে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাঁরা সকাল সাড়ে ৭টার দিকে রেডিওকলোনি, শিমুলতলা ও সাভার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ থেকে তাঁরা কারখানা খোলা রাখার পাশাপাশি গণপরিবহন চালু রাখার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুঝিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। সকাল ৯টার দিকে আবার যানবাহন চলাচল শুরু হয়।
শ্রমিকেরা বলেন, তাঁদের আনা-নেওয়ার জন্য সাভার ও আশুলিয়ার অনেক কারখানার নিজস্ব পরিবহনব্যবস্থা রয়েছে। যেসব কারখানার নিজস্ব পরিবহনব্যবস্থা নেই, সেসব কারখানার শ্রমিকদের গণপরিবহনে যাতায়াত করতে হয়। কোনো কারণে কর্মস্থলে উপস্থিত হতে দেরি হলে বা না গেলে শ্রমিকদের ওই দিন অনুপস্থিত দেখিয়ে বেতন কাটা হয়, যা তাঁদের জন্য বেশ কষ্টের বিষয়।
আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক মনির হোসেন কর্মস্থলে যাওয়ার উদ্দেশে আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রেডিওকলোনি বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু পরিবহনসংকটের কারণে সকাল সাড়ে ৭টায়ও তাঁর পক্ষে কর্মস্থলে রওনা করা সম্ভব হয়নি। মনির বলেন, ‘কারখানা খোলা রেখে লকডাউন দেওয়া হলে শ্রমিকদের জন্য যানবাহনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় গণপরিবহন লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত রাখতে হবে।’
এ প্রসঙ্গে সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকেরা আজ পরিবহনসংকটে পড়েন। এ কারণে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল শুরু হয়।

শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
১ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
পাবনার বিশিষ্ট সংগীতশিল্পী, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রলয় চাকির মৃত্যু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৩ ঘণ্টা আগে