রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকায় রেললাইনে ট্রেনের ধাক্কায় এনায়েত উল্লাহ আনিছ (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন।
আজ বুধবার রাত সোয়া ৮টার দিকে খিলগাঁও বাগিচা হিকমাহ আই হাসপাতালের বিপরীত পাশের রেললাইনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত এনায়েত উল্লাহ আনিছের বড় ভাই মো. শাখায়েতুল্লাহ আজম বলেন, তাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার জয়কালিপুর গ্রামে। বর্তমানে খিলগাঁও বাগিচা এলাকাতে নিজেদের বাসায় থাকেন। বাবার নাম এএনএম শহিদুল্লাহ। ব্যবসা করতেন। অবিবাহিত ছিলেন তিনি।
তিনি আরও বলেন, রাতে বাসা থেকে মসজিদে নামাজ পড়তে বের হন। কিছুক্ষণ পর জানতে পারেন বাগিচা এলাকাতে রেললাই অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন। পরে দ্রুত সেখান থেকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খিলগাঁও বাগিচা এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, ওই ব্যক্তি ট্রেনের ধাক্কা খেয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৩২ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে