হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় মরিচখেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে মো. ওসমান গণি (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে উপজেলার মাধবপুর গ্রামে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ওসমান গণি মাদবপুর গ্রামের মৃত মো. তোফাজ্জল হোসেনের ছেলে। আটক ব্যক্তি হলেন একই গ্রামের হোসেন মিয়ার ছেলে মহিউদ্দিন।
বৃদ্ধ নিহত হওয়ার বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা। তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।’
স্থানীয় বাসিন্দা শান্তি বেগম বলেন, ‘আজ সকালে ওসমান গণি চাচার মুরগি মহিউদ্দিনের মরিচখেতে যায়। এ নিয়ে ওসমান চাচার বাড়িতে এসে অনেক বকাঝকা করেন মহিউদ্দিন। এরই একপর্যায়ে ওসমান চাচাকে কিলঘুষি মারতে থাকেন তিনি। এ সময় মহিউদ্দিনের পরিবারের অন্য সদস্যরাও এসে ওসমান চাচাকে মারতে থাকেন। আমি ছোটাতে গেলে আমাকে তাঁরা কিল-ঘুষি মারেন এবং টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে দেন।’
নিহতের ছোটভাই ইউনুছ মিয়া বলেন, ‘জায়গা-জমি নিয়ে অনেক আগে থেকেই আমার ভাইয়ের সঙ্গে মহিউদ্দিনদের শত্রুতা আছে। আজ বাড়িতে কেউ না থাকায় একা পেয়ে তাঁরা ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে খবর পেয়ে আমরা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হাসপাতালে কিছুক্ষণ পরেই ওসমান ভাই মারা যান।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার মূল হোতা মহিউদ্দিনকে আটক করে থানায় আনি। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন নিহতের স্বজনেরা। মামলার প্রক্রিয়া চলছে।’

কুমিল্লার হোমনায় মরিচখেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে মো. ওসমান গণি (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে এই ঘটনা ঘটে উপজেলার মাধবপুর গ্রামে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ওসমান গণি মাদবপুর গ্রামের মৃত মো. তোফাজ্জল হোসেনের ছেলে। আটক ব্যক্তি হলেন একই গ্রামের হোসেন মিয়ার ছেলে মহিউদ্দিন।
বৃদ্ধ নিহত হওয়ার বিষয়টির সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মীর মহসিন মাসুদ রানা। তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।’
স্থানীয় বাসিন্দা শান্তি বেগম বলেন, ‘আজ সকালে ওসমান গণি চাচার মুরগি মহিউদ্দিনের মরিচখেতে যায়। এ নিয়ে ওসমান চাচার বাড়িতে এসে অনেক বকাঝকা করেন মহিউদ্দিন। এরই একপর্যায়ে ওসমান চাচাকে কিলঘুষি মারতে থাকেন তিনি। এ সময় মহিউদ্দিনের পরিবারের অন্য সদস্যরাও এসে ওসমান চাচাকে মারতে থাকেন। আমি ছোটাতে গেলে আমাকে তাঁরা কিল-ঘুষি মারেন এবং টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে দেন।’
নিহতের ছোটভাই ইউনুছ মিয়া বলেন, ‘জায়গা-জমি নিয়ে অনেক আগে থেকেই আমার ভাইয়ের সঙ্গে মহিউদ্দিনদের শত্রুতা আছে। আজ বাড়িতে কেউ না থাকায় একা পেয়ে তাঁরা ভাইকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে খবর পেয়ে আমরা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। হাসপাতালে কিছুক্ষণ পরেই ওসমান ভাই মারা যান।’
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদিন বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে গিয়ে ঘটনার মূল হোতা মহিউদ্দিনকে আটক করে থানায় আনি। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন নিহতের স্বজনেরা। মামলার প্রক্রিয়া চলছে।’

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা না দেওয়ায় মা-বাবাকে মারধর করে উঠানে কবর খুঁড়ে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
৬ মিনিট আগে
গত ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে তা আমলে নেন ট্রাইব্যুনাল। এই মামলায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগ আনা হয়েছে।
১১ মিনিট আগে
ফেলানীর ছোট ভাই আরফান হোসেন বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিতে নিয়োগ পেয়েছেন। আজ বুধবার বিজিবির ১০৪ তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে শপথ নেন তিনি।
১৪ মিনিট আগে
পিরোজপুরে ছাত্রলীগ থেকে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামের এক নেতা। আজ বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপির সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে