
ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। বিজয় দিবসের দিন গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) স্মৃতিসৌধে উপস্থিত হলে সেখান থেকে তাঁদের আটক করেছিল পুলিশ।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাঁদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে আশুলিয়া থানায় দায়ের হওয়া পৃথক মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান (৬৮), তাইজুল ইসলাম (৩৬), সালাউদ্দীন (৫২), মিল্টন সূত্রধর (৩০), সেলিম হোসেন (২০), সাহিবুল ইসলাম সিয়াম (২০) ও রানা হাওলাদার (৩০)। রানা হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় ও বাকিদের পৃথক হত্যামামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্মৃতিসৌধ থেকে মাহবুবুর রহমানের সঙ্গে তাঁর মেয়ে মহিমা রহমানকেও (২২) আটক করা হয়েছিল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাশকতা কিংবা হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্ট না পেয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশির ভাগই সাভারের (ঢাকা-১৯) সদ্য সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের কর্মী। তাঁর নির্দেশেই বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিলেন তাঁরা।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাঁদের রিমান্ড আবেদন করা হয়েছে মঞ্জুর হয়েছে কিনা পরে জানাতে পারব। আর জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে তারা জড়িত এমন তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের কেউ এজাহারনামীয় আসামি নন।’

কারা মহাপরিদর্শক (আইজি-প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন বলেছেন, ‘আমাদের নীরবে কাজ করতে হয়। আমরা বিশ্বাস করি, কারাগার হবে একজন বিপথগামীর জন্য সংশোধনাগার। এ দায়িত্ব পালনে কারারক্ষীরা সদা সচেষ্ট থাকবেন এবং নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে তা যথাযথভাবে পালনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন।
৪ মিনিট আগে
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থী মো. ফজলুল হককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মোস্তাফিজুর রহমান কাওছার।
৭ মিনিট আগে
শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ-শ্রমিকদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের সাউন্ড গ্রেনেড-লাঠিপেটায় নারীসহ বেশ কিছু শ্রমিক আহত হয়েছেন।
২২ মিনিট আগে
শেরপুরের নকলায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের বিরুদ্ধে এক সহকর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা পার্থ প্রতীম দে শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
৩৯ মিনিট আগে