সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। বিজয় দিবসের দিন গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) স্মৃতিসৌধে উপস্থিত হলে সেখান থেকে তাঁদের আটক করেছিল পুলিশ।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাঁদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে আশুলিয়া থানায় দায়ের হওয়া পৃথক মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান (৬৮), তাইজুল ইসলাম (৩৬), সালাউদ্দীন (৫২), মিল্টন সূত্রধর (৩০), সেলিম হোসেন (২০), সাহিবুল ইসলাম সিয়াম (২০) ও রানা হাওলাদার (৩০)। রানা হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় ও বাকিদের পৃথক হত্যামামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্মৃতিসৌধ থেকে মাহবুবুর রহমানের সঙ্গে তাঁর মেয়ে মহিমা রহমানকেও (২২) আটক করা হয়েছিল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাশকতা কিংবা হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্ট না পেয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশির ভাগই সাভারের (ঢাকা-১৯) সদ্য সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের কর্মী। তাঁর নির্দেশেই বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিলেন তাঁরা।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাঁদের রিমান্ড আবেদন করা হয়েছে মঞ্জুর হয়েছে কিনা পরে জানাতে পারব। আর জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে তারা জড়িত এমন তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের কেউ এজাহারনামীয় আসামি নন।’

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের হাতে আটক হওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা ও হত্যাচেষ্টার মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ। বিজয় দিবসের দিন গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) স্মৃতিসৌধে উপস্থিত হলে সেখান থেকে তাঁদের আটক করেছিল পুলিশ।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাঁদের আশুলিয়া থানা থেকে ঢাকার আদালতে পাঠানো হয়। জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে আশুলিয়া থানায় দায়ের হওয়া পৃথক মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ঢাকা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান (৬৮), তাইজুল ইসলাম (৩৬), সালাউদ্দীন (৫২), মিল্টন সূত্রধর (৩০), সেলিম হোসেন (২০), সাহিবুল ইসলাম সিয়াম (২০) ও রানা হাওলাদার (৩০)। রানা হাওলাদারকে হত্যাচেষ্টার মামলায় ও বাকিদের পৃথক হত্যামামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
স্মৃতিসৌধ থেকে মাহবুবুর রহমানের সঙ্গে তাঁর মেয়ে মহিমা রহমানকেও (২২) আটক করা হয়েছিল। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাশকতা কিংবা হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সংশ্লিষ্ট না পেয়ে তাকে ছেড়ে দেয় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশির ভাগই সাভারের (ঢাকা-১৯) সদ্য সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামের কর্মী। তাঁর নির্দেশেই বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি দিতে এসেছিলেন তাঁরা।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। তাঁদের রিমান্ড আবেদন করা হয়েছে মঞ্জুর হয়েছে কিনা পরে জানাতে পারব। আর জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে তারা জড়িত এমন তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের কেউ এজাহারনামীয় আসামি নন।’

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি হিফজ মাদ্রাসার টয়লেট থেকে হাবিবউল্লাহ (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কালিয়াকৈর বাইপাস এলাকায় আল আবরার ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। হাবিবউল্লাহ যশোরের কেশবপুর উপজেলার
১ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল আবারও স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে
যশোর সরকারি এমএম কলেজের শহীদ আসাদ হলে ঢুকে রবিউল ইসলাম (২১) নামে অনার্স দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে হলের ২০৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত রবিউল ইসলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল মালেকের
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে