ফরিদপুর প্রতিনিধি
মোবাইলে জুয়া খেলা নিয়ে বিরোধে ফরিদপুরে ইজ্জল শেখ নামের এক ব্যক্তির মুখে বিষ ঢেলে পানিতে চুবিয়ে রেখে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। নিহতের ময়নাতদন্ত শেষে আজ রোববার সন্ধ্যায় দাফন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে।
ইজ্জল শেখ ওই গ্রামের বাসিন্দা। সংসারে তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তবে তিনি কোনো কাজ করতেন না। তার স্ত্রী ভিক্ষা করে সংসার চালান।
জানা গেছে, শনিবার পবিত্র ঈদুল আজহার দিনদুপুরে হোগলাকান্দি বাজারের পাশে নদীর তীরে বসে ইজ্জল শেখ মোবাইলে জুয়া ধরে লুডু খেলতে বসেন স্থানীয় হানিফ শেখের সঙ্গে। খেলা শেষ হলে বাড়ি ফিরে যান ইজ্জল শেখ।
পরে হানিফ শেখ তার মোবাইল খুঁজে না পেলে ইজ্জল শেখকে ডেকে আনেন এবং মোবাইল সে নিয়েছে বলে তাকে মারধর করেন। একপর্যায়ে যেখানে বসে লুডু খেলছিলেন সেখান থেকে মোবাইল এনে হানিফ শেখকে দেন তিনি।
এ ঘটনা নিয়ে ওই দিন বিকেলে ইজ্জল শেখকে পুনরায় মারধর করে হানিফ শেখ ও তার লোকজন। পরে হোগলাকান্দি বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ইজ্জল শেখকে পরে থাকতে এবং মুখ দিয়ে ফেনা বের হতে দেখে স্থানীয় লোকজন।
এর কিছুক্ষণ পর হানিফ শেখের লোকজন ইজ্জল শেখকে অসুস্থ অবস্থায় তুলে নিয়ে বাজারের পাশে নদীর পানির মধ্যে চুপিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে রাত ৯টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে ইজ্জল শেখের পরিবারের দাবি, তাকে মারধর ও বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি স্বজনদের।
নিহতের স্ত্রী নবীরন বেগম বলেন, ‘আমি ভিক্ষা করে সংসার চালাই। স্বামী কোনো কাজ করত না। সে মাঝে মধ্যে জুয়া খেলতো, তাকে অনেকবার নিষেধ করেছি, কিন্তু শুনে না। ঈদের দিন আমি ফরিদপুর গেছিলাম মাংস জোগাড় করতে। বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে মাংস নিয়ে বাড়িতে আসি। এরপর বাড়ি এসে শুনতে পারি, আমার স্বামীকে হানিফসহ তার লোকজন মারধর করেছে। আমি বিষয়টি জানতে গেলে আমাকেও মারধর করে।
তিনি বলেন, মারধর করার পর আমার স্বামীর মুখে বিষ ঢেলে দেওয়া হয়। তারপর তাকে নদীতে নিয়ে চুবানো হয়, একপর্যায়ে তার গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে সেখান থেকে হানিফ ও তার লোকজন চলে যায়। পরে স্থানীয়রা আমার স্বামীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন বলেন, হোগলাকান্দি এলাকায় মাদক ও জুয়ায় সয়লাব হয়ে গেছে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ইজ্জল শেখের মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তবে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশের সহায়তা কামনা করেন এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের অনুরোধ জানান তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে ইজ্জল শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
তিনি জানান, তবে মোবাইলে জুয়া খেলা নিয়ে তাকে মারধর করে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ছাড়া বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অন্য কোনো কারণ পেলে সেই হিসেবে মামলা নেওয়া হবে।
এদিকে আজ রোববার বিকেলে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বামীকে হারিয়ে কাঁদছে নবীরন বেগম, কাঁদছে শিশু সন্তানেরাও। আত্মীয়স্বজন, প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিলেও থামছে না তার চোখের পানি। এমন নির্মম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
মোবাইলে জুয়া খেলা নিয়ে বিরোধে ফরিদপুরে ইজ্জল শেখ নামের এক ব্যক্তির মুখে বিষ ঢেলে পানিতে চুবিয়ে রেখে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। নিহতের ময়নাতদন্ত শেষে আজ রোববার সন্ধ্যায় দাফন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে।
ইজ্জল শেখ ওই গ্রামের বাসিন্দা। সংসারে তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তবে তিনি কোনো কাজ করতেন না। তার স্ত্রী ভিক্ষা করে সংসার চালান।
জানা গেছে, শনিবার পবিত্র ঈদুল আজহার দিনদুপুরে হোগলাকান্দি বাজারের পাশে নদীর তীরে বসে ইজ্জল শেখ মোবাইলে জুয়া ধরে লুডু খেলতে বসেন স্থানীয় হানিফ শেখের সঙ্গে। খেলা শেষ হলে বাড়ি ফিরে যান ইজ্জল শেখ।
পরে হানিফ শেখ তার মোবাইল খুঁজে না পেলে ইজ্জল শেখকে ডেকে আনেন এবং মোবাইল সে নিয়েছে বলে তাকে মারধর করেন। একপর্যায়ে যেখানে বসে লুডু খেলছিলেন সেখান থেকে মোবাইল এনে হানিফ শেখকে দেন তিনি।
এ ঘটনা নিয়ে ওই দিন বিকেলে ইজ্জল শেখকে পুনরায় মারধর করে হানিফ শেখ ও তার লোকজন। পরে হোগলাকান্দি বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ইজ্জল শেখকে পরে থাকতে এবং মুখ দিয়ে ফেনা বের হতে দেখে স্থানীয় লোকজন।
এর কিছুক্ষণ পর হানিফ শেখের লোকজন ইজ্জল শেখকে অসুস্থ অবস্থায় তুলে নিয়ে বাজারের পাশে নদীর পানির মধ্যে চুপিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে যায়। পরে রাত ৯টার দিকে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে ইজ্জল শেখের পরিবারের দাবি, তাকে মারধর ও বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি স্বজনদের।
নিহতের স্ত্রী নবীরন বেগম বলেন, ‘আমি ভিক্ষা করে সংসার চালাই। স্বামী কোনো কাজ করত না। সে মাঝে মধ্যে জুয়া খেলতো, তাকে অনেকবার নিষেধ করেছি, কিন্তু শুনে না। ঈদের দিন আমি ফরিদপুর গেছিলাম মাংস জোগাড় করতে। বিভিন্ন মানুষের বাড়িতে গিয়ে মাংস নিয়ে বাড়িতে আসি। এরপর বাড়ি এসে শুনতে পারি, আমার স্বামীকে হানিফসহ তার লোকজন মারধর করেছে। আমি বিষয়টি জানতে গেলে আমাকেও মারধর করে।
তিনি বলেন, মারধর করার পর আমার স্বামীর মুখে বিষ ঢেলে দেওয়া হয়। তারপর তাকে নদীতে নিয়ে চুবানো হয়, একপর্যায়ে তার গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে সেখান থেকে হানিফ ও তার লোকজন চলে যায়। পরে স্থানীয়রা আমার স্বামীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হুসাইন বলেন, হোগলাকান্দি এলাকায় মাদক ও জুয়ায় সয়লাব হয়ে গেছে। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ইজ্জল শেখের মৃত্যু নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। তবে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে পুলিশের সহায়তা কামনা করেন এবং যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তারের অনুরোধ জানান তিনি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে ইজ্জল শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মৃত্যু বিষক্রিয়ায় হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
তিনি জানান, তবে মোবাইলে জুয়া খেলা নিয়ে তাকে মারধর করে হত্যা করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ছাড়া বিষয়টি নিয়ে তদন্ত চলছে। অন্য কোনো কারণ পেলে সেই হিসেবে মামলা নেওয়া হবে।
এদিকে আজ রোববার বিকেলে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, স্বামীকে হারিয়ে কাঁদছে নবীরন বেগম, কাঁদছে শিশু সন্তানেরাও। আত্মীয়স্বজন, প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিলেও থামছে না তার চোখের পানি। এমন নির্মম মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ঊর্ধ্বতন এক কর্মকর্তার বিরুদ্ধে অস্থায়ী নারী অফিস সহকারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার নীলফামারী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী।
১২ মিনিট আগেপ্রাচীনকাল থেকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীর ইলিশ অত্যন্ত সুস্বাদু ও মানের দিক থেকেও অতুলনীয়। এরই পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে বাংলাদেশের প্রথম জেলা ব্র্যান্ডিং হিসেবে চাঁদপুর জেলাকে ‘ইলিশের বাড়ি চাঁদপুর’ হিসেবে সরকার স্বীকৃতি দেয়। ইলিশের সুস্বাদুতার সুযোগ নিয়ে চাঁদপুর ও আশপাশের জেলার কতিপয় অসাধু ব্যবসায়
৪২ মিনিট আগেসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশন থেকে হারিয়ে গেছেন এক বাক্প্রতিবন্ধী ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম জিল্লার রহমান মণ্ডল (৬০)। তিনি উল্লাপাড়া উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা।
১ ঘণ্টা আগেবরিশালে আবারও বাড়ছে প্রাণঘাতী করোনা সংক্রমণ। এ অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করা হয়েছে ৩০ শয্যার করোনা ইউনিট। গতকাল সোমবার থেকে ইউনিটটি চালু হলেও কিটসংকটের কারণে শুরু হয়নি করোনা পরীক্ষা।
১ ঘণ্টা আগে