
দেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। এই দাবি বাস্তবায়িত না হলে শিক্ষক মহাসমাবেশসহ কঠোর কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া।
লিখিত বক্তব্যে শেখ কাওছার আহমেদ বলেন, দেশের সিংভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীর দ্বারা। আমরা মাত্র ২৫ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার টাকা বাড়ি ভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পাই। একই ধরনের কাজ করেও সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য।
কাওছার আহমেদ আরও বলেন, কোনো ধরনের সুবিধা না দিয়েই অবসরসুবিধা ও কল্যাণ ট্রাস্ট খাতে শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ৪ শতাংশ টাকা কেটে নিচ্ছে, যা অত্যন্ত অমানবিক। তাই অতিরিক্ত কর্তনের প্রতিবাদে আমরা বিভিন্ন কর্মসূচি দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত এটা বন্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি।
সম্মেলনে অধ্যক্ষ মো. বজলুর রহমান মিয়া দ্রুত দেশের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানান। বলেন, জাতীয় শিক্ষানীতি-২০১০ বাস্তবায়ন, শিক্ষায় বিনিয়োগে ইউনেস্কো-আইএলওর সুপারিশসমূহ বাস্তবায়ন এবং সবার জন্য শিক্ষাগ্রহণের সমান সুযোগ নিশ্চিত করতে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ এখন সময়ের দাবি। এ দাবি বাস্তবায়ন করার জন্য আমরা সরকারে কাছে জোর দাবি জানাই।
এ দাবি বাস্তবায়ন না হলে তিনি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। বলেন, আমরা ১৩ ও ১৪ মার্চ দাবির পক্ষে নানা কর্মসূচি পালন করব। এরপর আগামী ২০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক মহাসমাবেশের আয়োজন করব।

‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
৩ মিনিট আগে
স্বেচ্ছাসেবক লীগের এই নেতাকে আজ রিমান্ড শুনানির জন্য কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাঁর পক্ষে আইনজীবী ওবায়দুল ইসলাম রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
২৪ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লার ব্যানার, ফেস্টুন পুড়িয়ে ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ব্যানার, ফেস্টুন পোড়া
২৮ মিনিট আগে
আবেদনে বলা হয়েছে, লে. কর্নেল (অব.) কাজী মমরেজ মাহমুদ দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ৪৫ লাখ ১৫ হাজার টাকার সম্পদ গোপনের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন বিবরণী দাখিল করে এবং জ্ঞাত আয়-বহির্ভূত ১৩ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনপূর্বক দখলে রাখায় দুর্নীতি দমন কমিশন মামলা করেছে।
১ ঘণ্টা আগে