
রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে ইমরান হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লাকে প্রধান আসামি করে মামলা করেছেন ইমরানের স্ত্রী পপি আক্তার। এ মামলায় ২২ জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানজিল মিয়া (২৪), মোস্তাকিন (২৮), শুভ (২৪), আরিফ (৩৮), রমজান মাল্লা (৩৭), রাসেল, আরিফ ও সহিদ।
সোমবার রাত সাড়ে ১২টায় যাত্রাবাড়ী বড় কাঁচাবাজার আড়তের সামনে টোল আদায়কালে ছুরিকাঘাতে নিহত হন ইমরান। যার মামলা নং ৭৪।
মামলার বাদী পপি আক্তার এজাহারে উল্লেখ করেন, তাঁর স্বামী পণ্য লোড-আনলোডিংয়ের টোল আদায়কারী শ্রমিক ছিলেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী আড়তের সামনে টোল আদায় করার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লার নির্দেশে তাঁর লোকজন আমার স্বামীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁর সহকর্মী শাহাদাত ও ছিদ্দিক এগিয়ে গেলে তাঁদেরকেও ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। তাঁদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমার স্বামী ইমরান হোসেনকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ইমরানের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা। বিক্ষোভ শেষে তাঁরা অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মফিজুল আলম আজকের পত্রিকাকে বলেন, যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে ইমরান হত্যার ঘটনায় ২২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে নিহত ইমরানের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। এর মধ্যে এজাহারনামীয় ৫ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগির অন্যান্য আসামিকে গ্রেপ্তার করা হবে।

রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে ইমরান হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লাকে প্রধান আসামি করে মামলা করেছেন ইমরানের স্ত্রী পপি আক্তার। এ মামলায় ২২ জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তানজিল মিয়া (২৪), মোস্তাকিন (২৮), শুভ (২৪), আরিফ (৩৮), রমজান মাল্লা (৩৭), রাসেল, আরিফ ও সহিদ।
সোমবার রাত সাড়ে ১২টায় যাত্রাবাড়ী বড় কাঁচাবাজার আড়তের সামনে টোল আদায়কালে ছুরিকাঘাতে নিহত হন ইমরান। যার মামলা নং ৭৪।
মামলার বাদী পপি আক্তার এজাহারে উল্লেখ করেন, তাঁর স্বামী পণ্য লোড-আনলোডিংয়ের টোল আদায়কারী শ্রমিক ছিলেন। সোমবার রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ী আড়তের সামনে টোল আদায় করার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লার নির্দেশে তাঁর লোকজন আমার স্বামীর ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁর সহকর্মী শাহাদাত ও ছিদ্দিক এগিয়ে গেলে তাঁদেরকেও ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়। তাঁদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আমার স্বামী ইমরান হোসেনকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় ইমরানের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকেরা। বিক্ষোভ শেষে তাঁরা অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মফিজুল আলম আজকের পত্রিকাকে বলেন, যাত্রাবাড়ী কাঁচাবাজার আড়তে ইমরান হত্যার ঘটনায় ২২ জনকে এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আরও ৩ জনকে আসামি করে নিহত ইমরানের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছে। এর মধ্যে এজাহারনামীয় ৫ জনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগির অন্যান্য আসামিকে গ্রেপ্তার করা হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে