
টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ইসরাত নামের চার বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের বেড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাত ১১টার দিকে ঢাকায় নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। নিহত ইসরাত ওই এলাকার সৌদি আরবপ্রবাসী ইব্রাহিমের মেয়ে।
ঘটনার প্রতিবাদে বুধবার সকাল ১০টার দিকে উত্তেজিত এলাকাবাসী মহানন্দপুর-বেড়িখোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে সখীপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ইসরাতের পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে, মঙ্গলবার বিকেলে ইসরাত বাড়ির পেছনের সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। সে সময় বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, অটোরিকশার চালক আসাদুল একজন চিহ্নিত মাদকসেবী। তিনি মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এবং সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। শিশুটির মৃত্যুসংবাদ পাওয়ার পরও চালক আসাদুলের মধ্যে অনুশোচনার কোনো চিহ্ন দেখা যায়নি। বরং তিনি নির্লিপ্তভাবে অটোরিকশা চালিয়ে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বুধবার দুপুর ১২টার দিকে সখীপুর থানার সহকারী উপপরিদর্শক সুমন বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেওয়ার চেষ্টা করছি। তবে পরিবারের সদস্য ও এলাকাবাসী মৃতদেহ দিতে চাইছেন না। তাদের দাবি, কারও বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই এবং তারা মৃতদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছেন।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৭ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৭ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৭ মিনিট আগে