টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের টঙ্গীতে কর্মবিরতি পালন করছেন চারটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার নিজ নিজ কারখানায় এ কর্মবিরতি পালন করেন তারা। বিকেল ৫টায় প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বলে জানা গেছে।
কারখানাগুলো হলো–টঙ্গীর মেঘনা সড়ক এলাকার এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেড, পশ্চিম থানা এলাকার খাঁ পাড়ায় সিজন ড্রেসেস লিমিটেড ও বিসিকের টসিনিট কারখানা।
জানা গেছে, সিজন ড্রেসেস কারখানার শ্রমিকদের গত জুলাই ও আগস্ট মাসের বেতন বকেয়া আছে। বেতন পরিশোধের দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ।
এর মধ্যে বাকি অর্ধেক বেতনের দাবিতে আজ সকাল থেকে কারখানার ভেতর কাজ বন্ধ রাখেন শ্রমিকেরা। অপর দিকে আট দফা দাবিতে কারখানায় কর্মবিরতি পালন করেন টঙ্গীর বিসিক এলাকার টসিনিট কারখানার শ্রমিকেরা।
এ দিকে ঈদ বোনাসসহ ১৩ দফা দাবিতে গত কয়েক দিন কর্মবিরতি পালন করেন এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা। আজ সকাল কারখানায় এসেই কর্মবিরতি শুরু করেন তারা। একপর্যায়ে কারখানার সামনে বিক্ষোভ করেন কিছু শ্রমিক। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশের অনুরোধে শ্রমিকেরা কারখানার ভেতরে চলে যায়।
এ বিষয়ে শিল্প পুলিশের সহাকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন ধরে এই চারটি কারখানার শ্রমিকেরা তাদের বিভিন্ন দাবি জানিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে আসছে। শিল্প পুলিশের পক্ষ থেকে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি।
কারখানার মালিকেরা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও আন্দোলন থামছে না। তবে এমট্রানেট গ্রুপের দুইটি কারখানার শ্রমিকদের প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের টঙ্গীতে কর্মবিরতি পালন করছেন চারটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বুধবার নিজ নিজ কারখানায় এ কর্মবিরতি পালন করেন তারা। বিকেল ৫টায় প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন বলে জানা গেছে।
কারখানাগুলো হলো–টঙ্গীর মেঘনা সড়ক এলাকার এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ লিমিটেড ও ব্রাভো অ্যাপারেলস লিমিটেড, পশ্চিম থানা এলাকার খাঁ পাড়ায় সিজন ড্রেসেস লিমিটেড ও বিসিকের টসিনিট কারখানা।
জানা গেছে, সিজন ড্রেসেস কারখানার শ্রমিকদের গত জুলাই ও আগস্ট মাসের বেতন বকেয়া আছে। বেতন পরিশোধের দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে জুলাই মাসের অর্ধেক বেতন পরিশোধ করে কর্তৃপক্ষ।
এর মধ্যে বাকি অর্ধেক বেতনের দাবিতে আজ সকাল থেকে কারখানার ভেতর কাজ বন্ধ রাখেন শ্রমিকেরা। অপর দিকে আট দফা দাবিতে কারখানায় কর্মবিরতি পালন করেন টঙ্গীর বিসিক এলাকার টসিনিট কারখানার শ্রমিকেরা।
এ দিকে ঈদ বোনাসসহ ১৩ দফা দাবিতে গত কয়েক দিন কর্মবিরতি পালন করেন এমট্রানেট গ্রুপের গার্মেন্টস এক্সপোর্ট ভিলেজ ও ব্রাভো অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা। আজ সকাল কারখানায় এসেই কর্মবিরতি শুরু করেন তারা। একপর্যায়ে কারখানার সামনে বিক্ষোভ করেন কিছু শ্রমিক। পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশের অনুরোধে শ্রমিকেরা কারখানার ভেতরে চলে যায়।
এ বিষয়ে শিল্প পুলিশের সহাকারী পুলিশ সুপার (টঙ্গী জোন) মো. মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন ধরে এই চারটি কারখানার শ্রমিকেরা তাদের বিভিন্ন দাবি জানিয়ে কর্মবিরতি ও বিক্ষোভ চালিয়ে আসছে। শিল্প পুলিশের পক্ষ থেকে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি।
কারখানার মালিকেরা শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার ঘোষণা দিলেও আন্দোলন থামছে না। তবে এমট্রানেট গ্রুপের দুইটি কারখানার শ্রমিকদের প্রতিনিধি ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

সোমবার রাতে নবাবপুর মার্কেট থেকে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন ইব্রাহিম। জুরাইন বালুর মাঠ এলাকায় আসার পর সড়ক দুর্ঘটনায় আহত হন। খবর পেয়ে রাস্তা থেকে ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
২ মিনিট আগে
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মাওলানা মো. গিয়াস উদ্দিন তাহেরীর প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার সম্পদ আছে। তাঁর আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি এবং ব্যাংক আমানতের মুনাফা। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার তথ্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
৩০ মিনিট আগে
তীব্র শীত ও ঘন কুয়াশায় কাবু হয়ে পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
৩৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে গতকাল সোমবার রাতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে শামসুজ্জামান ডাবলু (৫২) নামের এক বিএনপি নেতা মারা গেছেন বলে জানা গেছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, নির্যাতনে মৃত্যু হয়েছে ডাবলুর।
২ ঘণ্টা আগে