গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরীর গাছা এলাকার টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানার শ্রমিকেরা ২ মাসের বকেয়া পরিশোধ ও বন্ধঘোষিত কারখানা চালুর দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ করেছেন। পরে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে সমঝোতা হলে শ্রমিকেরা বিকেলে কর্মসূচি প্রত্যাহার করেন।
পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানায় ৮২৫ জন শ্রমিক কাজ করছিলেন। কিন্তু হঠাৎ করে মালিকপক্ষ গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন পরিশোধ না করেই ৭ ফেব্রুয়ারি কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়। এর প্রতিবাদে শ্রমিকেরা গতকাল রোববার সকাল থেকে কারখানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রথম দিনের আন্দোলনের পরও মালিকপক্ষ দাবি না মানায় আজ সকাল ৮টা থেকে শ্রমিকেরা আবারও কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কারখানার শ্রমিক শাহিন অভিযোগ করেন, মালিকপক্ষ আগেও কাজ করানোর পর নিয়মিত বেতন দিত না। বেতন চাইলে শ্রমিকদের ভয়ভীতি দেখানো হতো এবং অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হতো।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে অ্যাপারেলস প্লাস ইকো কারখানার সম্মেলনকক্ষে মালিকের প্রতিনিধি মো. শরিফুল ইসলাম শাহিন, গ্রুপ পরিচালক, শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ, শিল্প পুলিশ ও কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। প্রায় ৩ ঘণ্টা আলোচনার পর ত্রিপক্ষীয় সমঝোতা হলে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করেন।
সমঝোতা চুক্তির শর্তগুলো হলো ডিসেম্বরের বকেয়া বেতন ২০ ফেব্রুয়ারি এবং জানুয়ারির বকেয়া বেতন আগামী ১৭ মার্চ পরিশোধ করা হবে। শ্রমিকদের বকেয়া বোনাসের টাকা আগামী ঈদুল ফিতরের আগে পরিশোধ করা হবে। কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। অর্জিত ছুটির টাকা আলোচনা করে পরিশোধ করা হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, সবার উপস্থিতিতে আলোচনার পর মালিক ও শ্রমিক উভয় পক্ষ কয়েকটি শর্তে সমঝোতায় উপনীত হয়েছে।

গাজীপুর মহানগরীর গাছা এলাকার টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানার শ্রমিকেরা ২ মাসের বকেয়া পরিশোধ ও বন্ধঘোষিত কারখানা চালুর দাবিতে আজ সোমবার সকালে বিক্ষোভ করেছেন। পরে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে সমঝোতা হলে শ্রমিকেরা বিকেলে কর্মসূচি প্রত্যাহার করেন।
পুলিশ ও শ্রমিক সূত্র জানায়, টিএনজেড গ্রুপের অ্যাপারেলস প্লাস ইকো লিমিটেড কারখানায় ৮২৫ জন শ্রমিক কাজ করছিলেন। কিন্তু হঠাৎ করে মালিকপক্ষ গত ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন পরিশোধ না করেই ৭ ফেব্রুয়ারি কারখানা বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দেয়। এর প্রতিবাদে শ্রমিকেরা গতকাল রোববার সকাল থেকে কারখানার প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রথম দিনের আন্দোলনের পরও মালিকপক্ষ দাবি না মানায় আজ সকাল ৮টা থেকে শ্রমিকেরা আবারও কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কারখানার শ্রমিক শাহিন অভিযোগ করেন, মালিকপক্ষ আগেও কাজ করানোর পর নিয়মিত বেতন দিত না। বেতন চাইলে শ্রমিকদের ভয়ভীতি দেখানো হতো এবং অন্যায়ভাবে কারখানা বন্ধ করে দেওয়া হতো।
এদিকে বেলা সাড়ে ১১টার দিকে অ্যাপারেলস প্লাস ইকো কারখানার সম্মেলনকক্ষে মালিকের প্রতিনিধি মো. শরিফুল ইসলাম শাহিন, গ্রুপ পরিচালক, শ্রমিক প্রতিনিধি, বিজিএমইএ, শিল্প পুলিশ ও কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠক শুরু হয়। প্রায় ৩ ঘণ্টা আলোচনার পর ত্রিপক্ষীয় সমঝোতা হলে শ্রমিকেরা কর্মসূচি প্রত্যাহার করেন।
সমঝোতা চুক্তির শর্তগুলো হলো ডিসেম্বরের বকেয়া বেতন ২০ ফেব্রুয়ারি এবং জানুয়ারির বকেয়া বেতন আগামী ১৭ মার্চ পরিশোধ করা হবে। শ্রমিকদের বকেয়া বোনাসের টাকা আগামী ঈদুল ফিতরের আগে পরিশোধ করা হবে। কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। অর্জিত ছুটির টাকা আলোচনা করে পরিশোধ করা হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, সবার উপস্থিতিতে আলোচনার পর মালিক ও শ্রমিক উভয় পক্ষ কয়েকটি শর্তে সমঝোতায় উপনীত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
২২ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
২৬ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১ ঘণ্টা আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
১ ঘণ্টা আগে