
বায়ুদূষণ রোধে জারি করা ৯ দফা নির্দেশনা বাস্তবায়নে দুই সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট। ওই সময়ের পর পরিবেশ অধিদপ্তরকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ-সংক্রান্ত সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে বায়ুদূষণে বারবার ঢাকা প্রথম হওয়া নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সম্পূরক আবেদন করেন পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট মনজিল মোরসেদ।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
আদালত শুনানিতে পরিবেশ অধিদপ্তর ও সিটি করপোরেশনের আইনজীবীর উদ্দেশে বলেন, আপনাদের সন্তানেরা বিদেশে থাকে, তাই দেশের বায়ুদূষণ নিয়ে মাথাব্যথা নেই। ওষুধ দিলেন, মশা তো নিয়ন্ত্রণ করতে পারলেন না। অনেক মানুষ মশার কামড়ে মারা গেছেন। মশা মারেন। শুধু ভিআইপি রাস্তায় পানি ছিটালে হবে? ভিআইপি রাস্তা তো এমনিতেই পরিষ্কার থাকে। সব রাস্তায় পানি ছিটান। সিটি করপোরেশনের কাজটা কী?
ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও মনজিল মোরসেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বায়ুদূষণ রোধে ২০২০ সালের জানুয়ারিতে ৯ দফা নির্দেনা দেন হাইকোর্ট। মনজিল মোরসেদের অভিযোগ এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না।
আরও পড়ুন:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রশাসনের অনুমতি না পেয়ে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের ভেতরে ঢুকে কবর জিয়ারত করতে পারলেন না গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। পরে সমাধিসৌধের গেটে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের নিয়ে শেখ মুজিবের কবর জিয়ারত করেন তিনি।
৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে পরিচালিত এ অভিযানে ১০ হাজারের বেশি ইয়াবা, গাঁজা, হেরোইন, সামুরাই ছুরি এবং মাদক বিক্রির নগদ ২ লাখ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
৪ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফ উপজেলায় সৈকত থেকে এক মেয়েশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়াসংলগ্ন সৈকত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
১১ মিনিট আগে
‘মোবাইল ফোনে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। হুমকি পেয়ে ব্যক্তিগত সুরক্ষার জন্য বুলেটপ্রুফ জ্যাকেট পরে সকল প্রস্তুতি নিয়ে বাসা থেকে বের হয়েছি। নিজের নিরাপত্তা নিজেকেই করতে হবে।’
১৪ মিনিট আগে