সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

বিএনপিসহ বিরোধীদের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রয়েছে যাত্রী ও যানবাহনের চাপ।
আজ মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, মৌচাক, সানারপাড়, সাইনবোর্ড এলাকায় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। তবে অন্য দিনের তুলনায় আজ যানবাহন ও যাত্রীর চাপ বেশিই লক্ষ করা গেছে।
এদিকে দিনের শুরুতে ভোরে সড়কে হরতাল সমর্থনকারীদের কিছুক্ষণ উপস্থিতি লক্ষ করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দেখা যায়নি। অন্যদিকে সকাল থেকে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছেন।
বাবু নামে এক যাত্রী বলেন, ‘বাচ্চাদের স্কুল বন্ধ থাকায় তাদের গ্রামে দিয়ে আসতে যাচ্ছি। মনে করেছিলাম হরতালের দিন গাড়ি, যাত্রী কম থাকবে, একটু আরামে বাড়িতে যেতে পারব। কিন্তু এখন বাস কাউন্টারে এসে দেখি মানুষের ভিড়।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী লিনা বেগম। তিনি বলেন, ‘অফিসের ছুটি না থাকায় দীর্ঘদিন ধরে বাড়িতে যাই না। হরতাল-অবরোধের ভেতরে বের হতেও ভয় লাগে। আজকে সাহস করে বের হয়ে দেখি ছুটির দিনের মতো। গাড়ির জটলা, তারপর সামনে সিট পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু গাড়ি আসছে না।’
এক পরিবহনের চালক আবু মোতালেব বলেন, ‘সকাল ৯টায় গাড়ি বাহির কইরা এক ট্রিপ মাইরা আইছি। কোনো জাগায় কোনো ঝামেলা নাই। রাস্তায় যাত্রী আছে অনেক।’
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টি আই এ কে এম শরফুদ্দিন বলেন, সকাল থেকে মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। মূলত ডিসেম্বর মাসে স্কুলগুলো ছুটি থাকায় মানুষ পরিবার-পরিজন নিয়ে বাড়ি যাচ্ছে। তাই সড়কে যাত্রী ও যানবাহন দুটোর চাপ একটু বেশি।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বলেন, ‘সকাল থেকে মহাসড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া আমাদের টহল টিম রয়েছে, তারা সব সময় সড়কে টহল দিয়ে বেড়াচ্ছে। যেকোনো নাশকতা এড়াতে আমরা সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছি।’

বিএনপিসহ বিরোধীদের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। রয়েছে যাত্রী ও যানবাহনের চাপ।
আজ মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়, মৌচাক, সানারপাড়, সাইনবোর্ড এলাকায় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে। তবে অন্য দিনের তুলনায় আজ যানবাহন ও যাত্রীর চাপ বেশিই লক্ষ করা গেছে।
এদিকে দিনের শুরুতে ভোরে সড়কে হরতাল সমর্থনকারীদের কিছুক্ষণ উপস্থিতি লক্ষ করা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের দেখা যায়নি। অন্যদিকে সকাল থেকে মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছেন।
বাবু নামে এক যাত্রী বলেন, ‘বাচ্চাদের স্কুল বন্ধ থাকায় তাদের গ্রামে দিয়ে আসতে যাচ্ছি। মনে করেছিলাম হরতালের দিন গাড়ি, যাত্রী কম থাকবে, একটু আরামে বাড়িতে যেতে পারব। কিন্তু এখন বাস কাউন্টারে এসে দেখি মানুষের ভিড়।’
একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহকারী লিনা বেগম। তিনি বলেন, ‘অফিসের ছুটি না থাকায় দীর্ঘদিন ধরে বাড়িতে যাই না। হরতাল-অবরোধের ভেতরে বের হতেও ভয় লাগে। আজকে সাহস করে বের হয়ে দেখি ছুটির দিনের মতো। গাড়ির জটলা, তারপর সামনে সিট পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কিন্তু গাড়ি আসছে না।’
এক পরিবহনের চালক আবু মোতালেব বলেন, ‘সকাল ৯টায় গাড়ি বাহির কইরা এক ট্রিপ মাইরা আইছি। কোনো জাগায় কোনো ঝামেলা নাই। রাস্তায় যাত্রী আছে অনেক।’
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টি আই এ কে এম শরফুদ্দিন বলেন, সকাল থেকে মহাসড়কে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। মূলত ডিসেম্বর মাসে স্কুলগুলো ছুটি থাকায় মানুষ পরিবার-পরিজন নিয়ে বাড়ি যাচ্ছে। তাই সড়কে যাত্রী ও যানবাহন দুটোর চাপ একটু বেশি।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান বলেন, ‘সকাল থেকে মহাসড়কে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া আমাদের টহল টিম রয়েছে, তারা সব সময় সড়কে টহল দিয়ে বেড়াচ্ছে। যেকোনো নাশকতা এড়াতে আমরা সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছি।’

নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি ভালোই মনে হচ্ছে। তবে প্রকৃত পরিস্থিতি বোঝা যাবে প্রচারণা শুরু হলে। তার আগে সবাই মনোনয়নসহ সাংবিধানিক বিষয়গুলো গুছিয়ে নিচ্ছে।’
২৮ মিনিট আগে
শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী দীর্ঘদিন ধরে তাঁর সাঙ্গপাঙ্গ নিয়ে মাছবাজারের ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ টাকা করে চাঁদা আদায় করতেন। গত বৃহস্পতিবার বিকেলে চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা দিতে অস্বীকৃতি জানান।
১ ঘণ্টা আগে
টানা সাত দিন ধরে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা বিরাজ করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ফলে এই জেলায় শীতের প্রভাব বেড়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
২ ঘণ্টা আগে
রাজধানীর বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার লিলি (১৭) হত্যায় সন্দেহভাজন হোটেলকর্মী মিলনকে আটক করেছে র্যাব। আজ সোমবার সকালে র্যাব সদর দপ্তরের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে