নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে চলমান বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেওয়া ও পরীক্ষার পরে চাহিদামতো রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার নামে প্রতারণা করে আসছিল একটি চক্র। এই প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানার নর্দ্দা সরকার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম বিধু চন্দ্র রায়। আজ শনিবার দুপুরে প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সাইদ নাসিরুল্লাহ।
এডিসি নাসিরুল্লাহ জানান, ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন গ্রুপে অল্প খরচে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্ন ও পরীক্ষা দেওয়ার পর চাহিদামতো ফলাফল পরিবর্তনের প্রলোভনের পোস্ট দিয়ে সাধারণ শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করে আসছিল একটি চক্র। বিষয়টি সিটিটিসির সাইবার মনিটরিং টিমের নজরে এলে অভিযান চালিয়ে চক্রের অন্যতম মূল হোতা বিধু চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময়ে বিধু চন্দ্রের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও বেশ কয়েকটি সিম উদ্ধার করা হয়।
সাইদ নাসিরুল্লাহ আরও জানান, গ্রেপ্তার বিধু চন্দ্র রায় গত দেড় বছর প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা চালিয়ে আসছিল। এসএসসি পাস বিধু চন্দ্রের ফাঁদে পা দিয়ে অর্ধশতাধিক মানুষ প্রতারিত হয়েছে। প্রতারণার মাধ্যমে এখন পর্যন্ত কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে সিটিটিসি।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিধু চন্দ্র ফেসবুকে প্রতারণার একটি চক্র চালিয়ে আসছিল। তাঁর সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রের অন্য সদস্যরা পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। তার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খুলে চলমান বিভিন্ন পরীক্ষার প্রশ্ন দেওয়া ও পরীক্ষার পরে চাহিদামতো রেজাল্ট পরিবর্তন করে দেওয়ার নামে প্রতারণা করে আসছিল একটি চক্র। এই প্রতারণার অভিযোগে রাজধানীর গুলশান থানার নর্দ্দা সরকার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার যুবকের নাম বিধু চন্দ্র রায়। আজ শনিবার দুপুরে প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে জানিয়েছেন সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সাইদ নাসিরুল্লাহ।
এডিসি নাসিরুল্লাহ জানান, ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন গ্রুপে অল্প খরচে জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্ন ও পরীক্ষা দেওয়ার পর চাহিদামতো ফলাফল পরিবর্তনের প্রলোভনের পোস্ট দিয়ে সাধারণ শিক্ষার্থীর সঙ্গে প্রতারণা করে আসছিল একটি চক্র। বিষয়টি সিটিটিসির সাইবার মনিটরিং টিমের নজরে এলে অভিযান চালিয়ে চক্রের অন্যতম মূল হোতা বিধু চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের সময়ে বিধু চন্দ্রের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও বেশ কয়েকটি সিম উদ্ধার করা হয়।
সাইদ নাসিরুল্লাহ আরও জানান, গ্রেপ্তার বিধু চন্দ্র রায় গত দেড় বছর প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণা চালিয়ে আসছিল। এসএসসি পাস বিধু চন্দ্রের ফাঁদে পা দিয়ে অর্ধশতাধিক মানুষ প্রতারিত হয়েছে। প্রতারণার মাধ্যমে এখন পর্যন্ত কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণ পেয়েছে সিটিটিসি।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিধু চন্দ্র ফেসবুকে প্রতারণার একটি চক্র চালিয়ে আসছিল। তাঁর সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার কথা স্বীকার করেছে। চক্রের অন্য সদস্যরা পলাতক রয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। তার বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে