নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সবার সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞাননির্ভর সমাজ বিনির্মাণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। আজ বুধবার ঢাকার আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজ প্রাঙ্গণে ‘আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্যাপন পরিষদ’–এর উদ্যোগে সরস্বতী পূজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞাননির্ভর সমাজ বিনির্মাণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করব। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে সক্ষম হব।
এ সময় পরিষদের আহ্বায়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ ও সদস্যসচিব ইউজিসির সহকারী সচিব প্রবীর চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
নারায়ণ চন্দ্র চন্দ আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সরস্বতী পূজায় ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবার অংশগ্রহণ এ দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।
আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্যাপন পরিষদ পূজা আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার ব্রতে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শ্রদ্ধা ও ঐক্যের বোধ গড়ে তোলার লক্ষ্যে, বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ করে থাকে।
পরে সরস্বতী পূজা ২০২৪ উপলক্ষে ’আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্যাপন পরিষদ প্রকাশিত ‘জ্যোতির্ময়’–এর মোড়ক উন্মোচন করেন এবং সংগঠনটির ওয়েবসাইট উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীর, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান, পরিচালক মো. ওমর ফারুখ, সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ কৃষ্টি হেফাজ, পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, যুগ্ম আহ্বায়ক ড. অশোক কুমার রায়, নন্দলাল দাস, বিকর্ণ কুমার ঘোষসহ এলাকার বিভিন্ন অফিসের কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যরা।

সবার সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞাননির্ভর সমাজ বিনির্মাণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। আজ বুধবার ঢাকার আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজ প্রাঙ্গণে ‘আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্যাপন পরিষদ’–এর উদ্যোগে সরস্বতী পূজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞাননির্ভর সমাজ বিনির্মাণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করব। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে সক্ষম হব।
এ সময় পরিষদের আহ্বায়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ ও সদস্যসচিব ইউজিসির সহকারী সচিব প্রবীর চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
নারায়ণ চন্দ্র চন্দ আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সরস্বতী পূজায় ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবার অংশগ্রহণ এ দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।
আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্যাপন পরিষদ পূজা আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার ব্রতে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শ্রদ্ধা ও ঐক্যের বোধ গড়ে তোলার লক্ষ্যে, বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ করে থাকে।
পরে সরস্বতী পূজা ২০২৪ উপলক্ষে ’আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্যাপন পরিষদ প্রকাশিত ‘জ্যোতির্ময়’–এর মোড়ক উন্মোচন করেন এবং সংগঠনটির ওয়েবসাইট উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীর, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান, পরিচালক মো. ওমর ফারুখ, সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ কৃষ্টি হেফাজ, পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, যুগ্ম আহ্বায়ক ড. অশোক কুমার রায়, নন্দলাল দাস, বিকর্ণ কুমার ঘোষসহ এলাকার বিভিন্ন অফিসের কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যরা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৪৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে