
সবার সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞাননির্ভর সমাজ বিনির্মাণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। আজ বুধবার ঢাকার আগারগাঁওয়ে সরকারি সংগীত কলেজ প্রাঙ্গণে ‘আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্যাপন পরিষদ’–এর উদ্যোগে সরস্বতী পূজার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় জ্ঞাননির্ভর সমাজ বিনির্মাণের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করব। স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে সক্ষম হব।
এ সময় পরিষদের আহ্বায়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ ও সদস্যসচিব ইউজিসির সহকারী সচিব প্রবীর চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
নারায়ণ চন্দ্র চন্দ আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। সরস্বতী পূজায় ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সবার অংশগ্রহণ এ দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।
আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্যাপন পরিষদ পূজা আয়োজনের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার ব্রতে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শ্রদ্ধা ও ঐক্যের বোধ গড়ে তোলার লক্ষ্যে, বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজ করে থাকে।
পরে সরস্বতী পূজা ২০২৪ উপলক্ষে ’আগারগাঁও প্রশাসনিক এলাকা পূজা উদ্যাপন পরিষদ প্রকাশিত ‘জ্যোতির্ময়’–এর মোড়ক উন্মোচন করেন এবং সংগঠনটির ওয়েবসাইট উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মুহাম্মদ আলমগীর, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মো. আবু তাহের, অধ্যাপক ড. হাসিনা খান, সচিব ড. ফেরদৌস জামান, পরিচালক মো. ওমর ফারুখ, সরকারি সংগীত কলেজের অধ্যক্ষ কৃষ্টি হেফাজ, পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, যুগ্ম আহ্বায়ক ড. অশোক কুমার রায়, নন্দলাল দাস, বিকর্ণ কুমার ঘোষসহ এলাকার বিভিন্ন অফিসের কর্মকর্তা এবং তাঁদের পরিবারের সদস্যরা।

কবর জিয়ারত শেষে বিএনপির নেতারা নিহত মোতালেব হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তাঁরা নিহত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেন ও পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
৪২ মিনিট আগে
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বেশ কিছু সময় ধরে চলতে থাকে। এতে মিরপুর সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগে
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চাঁদপুরের মতলব উত্তর উপজেলা যুবদলের আহ্বায়ক মো. খায়রুল হাসান বেনুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাতে কেন্দ্রীয় যুবদলের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
ফেসবুক আইডিতে আখতার হোসেন আরও উল্লেখ করেন, ‘লিফলেট, হ্যান্ডবিল, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি, মিছিল, উঠান বৈঠকের আয়োজনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় লেখালেখি ও নতুন আইডিয়া দিয়ে আপনারা আমাকে সাহায্য করুন। কোনো দ্বিধা নয়, দশ টাকা দিয়ে শুরু করুন। সামর্থ্যের সর্বোচ্চ ডোনেশন করুন।
২ ঘণ্টা আগে