Ajker Patrika

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুশ্রমিক হত্যায় মামলা, অভিযুক্ত শিশু কারাগারে

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০২: ১০
পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশুশ্রমিক হত্যায় মামলা, অভিযুক্ত শিশু কারাগারে

গাজীপুরের শ্রীপুরে শিশুশ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় অপর এক শিশুশ্রমিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ১৫ বছর বয়সী অভিযুক্ত ওই শিশুশ্রমিকের বাড়ি দিনাজপুর জেলায়। সে একই কারখানায় শ্রমিকের কাজ করত। 

গত শনিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেন নিহত শিশু শ্রমিকের বাবা পলাশ দেওয়ান। বিষয়টি নিশ্চিত করেছে শ্রীপুর থানা-পুলিশ। 

নিহত শিশুশ্রমিক অপু দেওয়ান মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান উপজেলার পূর্বশিয়ালদী গ্রামের পলাশ দেওয়ানের ছেলে। 

নিহত শিশুর বাবা পলাশ দেওয়ান বলেন, ‘আমি ন্যায়বিচার পেতে থানায় মামলা করেছি। সে বুঝে শুনে আমার ছেলের পায়ুপথে বাতাস ঢুকিয়ে মেরে ফেলেছে। আমার ছেলের পেট বলের মতো ফুলে গিয়েছিল। হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহ বাড়িতে এনে দাফন করা হয়েছে।’

এ বিষয়ে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, অভিযুক্ত শিশুকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। 

উল্লেখ্য, গত শনিবার ২ এপ্রিল ভোর পৌনে ছয়টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা এলাকার আনোয়ারা মান্নান টেক্সটাইল নামের একটি কারখানার ভেতরে এক শিশু শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করে অপর এক শিশুশ্রমিক। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

সংসদ নির্বাচনে প্রার্থিতা: বিএনপিতে বিদ্রোহী অর্ধশতাধিক

রাস্তায় সাইকেল থামিয়ে মুদিদোকানিকে কুপিয়ে হত্যার পর ‘হামলাকারী’ নিহত গণপিটুনিতে

কূটনীতিকদের কাছে আগামীর পরিকল্পনা তুলে ধরল বিএনপি

ইডেন–বদরুন্নেসা–হোম ইকোনমিকস নিয়ে ‘বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয়’ গড়তে চায় জামায়াত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত