নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এবারের ঈদযাত্রায় বাংলাদেশ রেলওয়ে বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পেরেছে। তবে গতকাল শুক্রবার থেকে উত্তরাঞ্চলের বুড়িমারী এবং রংপুর এক্সপ্রেস ট্রেন দুটি এক থেকে দুই ঘণ্টা করে বিলম্বে যাত্রা করেছে। আজ শনিবারও ট্রেন দুটো বিলম্বে কমলাপুর থেকে ছেড়ে যাবে।
আজ কমলাপুর রেলস্টেশনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে সকাল সাড়ে ৮টায় লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মনিটরে ট্রেনটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয় সকাল ১০টা ২০ মিনিট।
একই সঙ্গে রংপুরের উদ্দেশ্য রংপুর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেওয়া হয় ৯টা ৫০ মিনিট।
সরেজমিনে ঘুরে দেখা যায়, আজও উত্তরের এই ট্রেন দুটি কিছুটা বিলম্বে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাবে। এতে এই দুই ট্রেনের যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে প্ল্যাটফর্মে। দুই ট্রেন ছাড়তে বিলম্ব হওয়াতে যাত্রীদের অপেক্ষা করার ভিড় বেড়েছে স্টেশনে। এতে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। তবে কমলাপুর রেলস্টেশনে শনিবার ঢাকা ফেরা যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি। ঢাকায় ফেরা প্রতিটি ট্রেনে যাত্রীতে পরিপূর্ণ ছিল।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকা যাত্রী শারমিন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের সময় বাড়ি যেতে পারিনি, তাই পরিবারসহ ঈদের পরে গ্রামের বাড়ি লালমনিরহাট যাব। ট্রেনে এবার স্বস্তি হচ্ছে এমন খবরে ট্রেনের টিকিট কেটে বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু এসে দেখি ট্রেন লেট। স্টেশনের মনিটরে বারবার সময় পরিবর্তন হচ্ছে জানি না কখন ছাড়বে ট্রেন। স্টেশনের কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলেও তারা সঠিক উত্তর দিতে পারে না কখন ছাড়বে। স্টেশনে গরমে বাচ্চা সহ অপেক্ষা করা খানিকটা কঠিন কাজ।’

এবারের ঈদযাত্রায় বাংলাদেশ রেলওয়ে বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়ে ছাড়তে পেরেছে। তবে গতকাল শুক্রবার থেকে উত্তরাঞ্চলের বুড়িমারী এবং রংপুর এক্সপ্রেস ট্রেন দুটি এক থেকে দুই ঘণ্টা করে বিলম্বে যাত্রা করেছে। আজ শনিবারও ট্রেন দুটো বিলম্বে কমলাপুর থেকে ছেড়ে যাবে।
আজ কমলাপুর রেলস্টেশনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে সকাল সাড়ে ৮টায় লালমনিরহাটের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মনিটরে ট্রেনটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয় সকাল ১০টা ২০ মিনিট।
একই সঙ্গে রংপুরের উদ্দেশ্য রংপুর এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর থেকে সকাল ৯টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রেনটি ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেওয়া হয় ৯টা ৫০ মিনিট।
সরেজমিনে ঘুরে দেখা যায়, আজও উত্তরের এই ট্রেন দুটি কিছুটা বিলম্বে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যাবে। এতে এই দুই ট্রেনের যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে প্ল্যাটফর্মে। দুই ট্রেন ছাড়তে বিলম্ব হওয়াতে যাত্রীদের অপেক্ষা করার ভিড় বেড়েছে স্টেশনে। এতে অনেকেই ভোগান্তিতে পড়েছেন। তবে কমলাপুর রেলস্টেশনে শনিবার ঢাকা ফেরা যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি। ঢাকায় ফেরা প্রতিটি ট্রেনে যাত্রীতে পরিপূর্ণ ছিল।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করতে থাকা যাত্রী শারমিন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের সময় বাড়ি যেতে পারিনি, তাই পরিবারসহ ঈদের পরে গ্রামের বাড়ি লালমনিরহাট যাব। ট্রেনে এবার স্বস্তি হচ্ছে এমন খবরে ট্রেনের টিকিট কেটে বাড়ি যেতে চেয়েছিলাম, কিন্তু এসে দেখি ট্রেন লেট। স্টেশনের মনিটরে বারবার সময় পরিবর্তন হচ্ছে জানি না কখন ছাড়বে ট্রেন। স্টেশনের কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলেও তারা সঠিক উত্তর দিতে পারে না কখন ছাড়বে। স্টেশনে গরমে বাচ্চা সহ অপেক্ষা করা খানিকটা কঠিন কাজ।’

নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
১৫ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানকে (৯) রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। এর আগে দুপুরে উন্নত চিকিৎসার জন্য আইসিইউ অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল...
১৮ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এক নারী নিহত হয়েছেন। তিনি কনের নানি। এ ঘটনায় তিনজন আহত হন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার জোরারগঞ্জ থানার বাদামতলা এলাকায় বারইয়ারহাট-রামগড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
সিলেট-৫ আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সঙ্গে অশালীন আচরণের কথা উল্লেখ করা হয়।
২ ঘণ্টা আগে